চীন সফর স্থগিত করলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী
- প্রকাশের সময় : ০১:০৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩
- / ৪৮ বার পঠিত
যুক্তরাষ্ট্র : আমেরিকার আকাশে একটি ‘রহস্যজনক বেলুন’ উড়তে দেখার ঘটনার পর চীন সফত স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। খবর বিবিসির। যদিও ইতোমধ্যে চীন যুক্তরাষ্ট্রের আকাশে বেলুনটি আবহাওয়া পর্যবেক্ষণ যন্ত্র বলে দাবি করেছে। আগামী সপ্তাহে চীন সফরের কথা ছিল ব্লিংকেনের। তিনি চীনা পররাষ্ট্রমন্ত্রী ও সম্ভবত দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সংগে সাক্ষাৎ করবেন বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছিল।
যুক্তরাষ্ট্রের আকাশে বেলুন নিয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মূলত আবহাওয়া পর্যবেক্ষণের জন্য ব্যবহার করা হয়। তবে বেলুনটি এর নির্ধারিত পথ থেকে সরে গেছে। যুক্তরাষ্ট্রের আকাশে বেলুনটির অনাকাঙ্ক্ষিত ঢুকে পড়ার জন্য চীন দুঃখিত। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন, তারা মনে করেন এই বেলুন আসলে অনেক ওপর দিয়ে উড়ে যাওয়া নজরদারি যন্ত্র। কর্মকর্তারা আরও বলেছেন, তারা নিশ্চিত এই “অনেক বেশি উপর দিয়ে উড়ে যাওয়া এই নজরদারি বেলুনটি” চীনের। এটি সম্প্রতি পশ্চিমাঞ্চলীয় রাজ্য মন্টানার আকাশে দেখা গেছে। কিন্তু দেশটির সামরিক নেতারা একে গুলি করে ভূপাতিত করার সিদ্ধান্ত থেকে সরে আসেন এটির ধ্বংসাবশেষ পড়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ থাকার কারণে। এরপরই আজ শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর স্থগিত করার খবর এলো।