নিউইয়র্ক ১১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

চীনকে আরও চাপে রাখতে প্রযুক্তি রপ্তানিতে নিষেধাজ্ঞা বাড়াল যুক্তরাষ্ট্র

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:১৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪
  • / ৫১ বার পঠিত

গত বছরের অক্টোবরে চীনের ওপর কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর চিপ ও চিপ তৈরির উপকরণ রপ্তানিতে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তা নবায়ন করেছে বাইডেন প্রশাসন। এনভিডিয়ার তৈরি অত্যাধুনিক চিপ যেন চীনের হাতে না যায় তার লাগাম টেনে ধরতে যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ নিয়েছে। খবর রয়টার্সের

যুক্তরাষ্ট্রের আশঙ্কা চীনের হাতে এ প্রযুক্তি গেলে তা তাদের সামরিক বাহিনী ব্যবহার করবে। প্রযুক্তি রপ্তানির বিধিনিষেধের আকার দাঁড়িয়েছে ১৬৬ পৃষ্ঠা। এতে বলা হয়েছে, যেসব চিপ চীনে রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেই সব চিপসংবলিত ল্যাপটপও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানি নিয়ন্ত্রণ করে। তারা বলেছে, এই নিষেধাজ্ঞা কর্মসূচির সামঞ্জস্য বজায় রাখতে সময় সময় এই নিষেধাজ্ঞা হালনাগাদ করা হবে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকা অবস্থায় চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য যুদ্ধ শুরু হয় তা পরবর্তীতে ২০২২ সালে প্রযুক্তি যুদ্ধে নিয়ে গেছে। এজন্য আধুনিক প্রযুক্তিতে চীন যেন তাদের সামরিক বাহিনী গঠন করতে না পারে তা ঠেকাতে ২০২২ সালের অক্টোবর মাসে চীনের কাছে সেমিকন্ডাক্টর ও এর উপকরণ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের সরকারের এই নিষেধাজ্ঞার কারণে বেশ কিছু প্রযুক্তি কোম্পানি যুক্তরাষ্ট্র থেকে কার্যক্রম সরিয়ে নিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়িয়ে চিপ বানাতে চীনের কোম্পানিগুলো বিভিন্ন কৌশল করছে। এক্ষেত্রে চীনের বেশ কিছু সেমিকন্ডাক্টর ডিজাইন কোম্পানি এখন মালয়েশিয়ার কিছু কোম্পানিকে দিয়ে উচ্চ প্রযুক্তির চিপের একাংশ সংযোজন করাচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

চীনকে আরও চাপে রাখতে প্রযুক্তি রপ্তানিতে নিষেধাজ্ঞা বাড়াল যুক্তরাষ্ট্র

প্রকাশের সময় : ১২:১৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪

গত বছরের অক্টোবরে চীনের ওপর কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর চিপ ও চিপ তৈরির উপকরণ রপ্তানিতে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তা নবায়ন করেছে বাইডেন প্রশাসন। এনভিডিয়ার তৈরি অত্যাধুনিক চিপ যেন চীনের হাতে না যায় তার লাগাম টেনে ধরতে যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ নিয়েছে। খবর রয়টার্সের

যুক্তরাষ্ট্রের আশঙ্কা চীনের হাতে এ প্রযুক্তি গেলে তা তাদের সামরিক বাহিনী ব্যবহার করবে। প্রযুক্তি রপ্তানির বিধিনিষেধের আকার দাঁড়িয়েছে ১৬৬ পৃষ্ঠা। এতে বলা হয়েছে, যেসব চিপ চীনে রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেই সব চিপসংবলিত ল্যাপটপও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানি নিয়ন্ত্রণ করে। তারা বলেছে, এই নিষেধাজ্ঞা কর্মসূচির সামঞ্জস্য বজায় রাখতে সময় সময় এই নিষেধাজ্ঞা হালনাগাদ করা হবে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকা অবস্থায় চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য যুদ্ধ শুরু হয় তা পরবর্তীতে ২০২২ সালে প্রযুক্তি যুদ্ধে নিয়ে গেছে। এজন্য আধুনিক প্রযুক্তিতে চীন যেন তাদের সামরিক বাহিনী গঠন করতে না পারে তা ঠেকাতে ২০২২ সালের অক্টোবর মাসে চীনের কাছে সেমিকন্ডাক্টর ও এর উপকরণ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের সরকারের এই নিষেধাজ্ঞার কারণে বেশ কিছু প্রযুক্তি কোম্পানি যুক্তরাষ্ট্র থেকে কার্যক্রম সরিয়ে নিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়িয়ে চিপ বানাতে চীনের কোম্পানিগুলো বিভিন্ন কৌশল করছে। এক্ষেত্রে চীনের বেশ কিছু সেমিকন্ডাক্টর ডিজাইন কোম্পানি এখন মালয়েশিয়ার কিছু কোম্পানিকে দিয়ে উচ্চ প্রযুক্তির চিপের একাংশ সংযোজন করাচ্ছে।