গাজা এবং পশ্চিম তীর ফিলিস্তিন কর্তৃপক্ষের শাসন করা উচিত : বাইডেন

- প্রকাশের সময় : ০৪:৫০:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
- / ৭২ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার বলেছেন, ইসরায়েল-হামাস যুদ্ধের পরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের শেষ পর্যন্ত গাজা উপত্যকা এবং পশ্চিম তীর শাসন করা উচিত। তিনি ওয়াশিংটন পোস্টের একটি মতামত নিবন্ধে বলেন, যেহেতু আমরা শান্তির জন্য চেষ্টা করছি, তাই গাজা এবং পশ্চিম তীরকে একটি একক শাসন কাঠামোর অধীনে পুনরুদ্ধার করা উচিত। কারণ আমরা সবাই একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধান নিয়ে কাজ করছি।
গত শনিবার প্রকাশিত তার নিবন্ধের শিরোনাম ছিল ‘দ্য ইউএস ওন্ট ব্যাক ডাউন ফ্রম দ্য চ্যালেঞ্জ অব পুতিন অ্যান্ড হামাস’।
নিবন্ধে জো বাইডেন আরও বলেন, গাজা থেকে ফিলিস্তিনিদের জোর করে বাস্তুচ্যুত করা ও এ অঞ্চলটির পুনর্দখল করা চলবে না। এমনকি কোনো নিরোধ বা অবরোধ যেমন চলবে না অনুরূপ ভূখণ্ডের পরিমাণও হ্রাস করা যাবে না। চলমান ইসরায়েল-হামাস সংঘাত শেষে গাজার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র আসলে কী চায়, মূলত সেই প্রশ্নের উত্তর দিতেই বাইডেন এমন নিবন্ধের আশ্রয় নিয়েছেন বলে ধারণা ভূ-রাজনৈতিক বিশ্লেষকদের।
এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘অদূর ভবিষ্যতে’ গাজার ‘সামগ্রিক সামরিক দায়িত্ব’ ইসরায়েলকেই গ্রহণ করতে হবে। এদিকে বাইডেন তার নিবন্ধে আরও বলেন, পশ্চিম তীরে বেসামরিক নাগরিকদের ওপর হামলায় ‘চরমপন্থীদের’ বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা জারি করতে প্রস্তুত।
এ সময় বাইডেন আরও বলেন, আমি ইসরায়েলের নেতাদের জোর দিয়ে বলছি পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে চরমপন্থী সহিংসতা বন্ধ করতে হবে এবং যারা সহিংসতা করছে তাদেরকে অবশ্যই জবাবদিহি করতে হবে। এদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস চলমান সহিংসতা বন্ধে ইসরায়েলকে চাপ দিতে বাইডেনকে আহ্বান জানিয়েছেন।
এর আগে, গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে অতর্কিতে হামলা চালালে জবাবে গাজায় লাগাতার হামলা শুরু করে ইসরায়েল। এ পর্যন্ত ১২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে শিশু রয়েছে ৫ হাজার।
উল্লেখ্য, ফিলিস্তিনি কর্তৃপক্ষ একসময় পশ্চিম তীর এবং গাজা উভয় অঞ্চল পরিচালনা করে আসছিল কিন্তু হামাসের সাথে স্বল্পকালীন এক গৃহযুদ্ধের পর ২০০৭ সালে এ অঞ্চলে তাদের কর্তৃত্ব হারায়। সূত্র : রয়টার্স
হককথা/নাছরিন