নিউইয়র্ক ০৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

গহীন অরণ্যে পর্বতারোহীর মরদেহ ২ মাস পাহারা দিয়েছে পোষা কুকুর

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৮:৩২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
  • / ১০০ বার পঠিত

পর্বতারোহী রিচ মুর ও তাঁর পোষা কুকুর। ছবি: সংগৃহীত

হককথা ডেস্ক :   গত আগস্টে পর্বতারোহণে গিয়ে মারা যান যুক্তরাষ্ট্রের কলোরাডোর বাসিন্দা রিচ মুর। তবে অলৌকিকভাবে বেঁচে যায় তাঁর পোষা কুকুরটি। শুধু তা-ই নয়, মৃত্যুর দুই মাস পর গত মাসে মুরের মরদেহটি উদ্ধারের সময় ওই কুকুরকেও ঘটনাস্থলে পাওয়া গেছে। টানা দুই মাস ধরে মালিকের মরদেহটি পাহারা দিয়েছে প্রাণীটি।

আজ মঙ্গলবার স্কাই নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৭১ বছর বয়সী রিচ মুর গত আগস্টে রকি মাউন্টেন অঞ্চলে পর্বতারোহণে গিয়েছিলেন। গত ১৯ আগস্ট সাড়ে ১২ হাজার ফুট উঁচু একটি পর্বতে আরোহণ করছিলেন তিনি। কিন্তু এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। যোগাযোগও করা সম্ভব হচ্ছিল না তাঁর সঙ্গে।

এই অবস্থায় উদ্ধারকর্মীরা হেলিকপ্টার নিয়ে মুরকে খুঁজতে শুরু করেন। যে পাহাড়ের পাদদেশে মুরের গাড়িটি পাওয়া যায়, সেই পাহাড়ের আশপাশের জঙ্গলাকীর্ণ এলাকা তন্নতন্ন করে খুঁজে দেখেন তাঁরা। প্রায় ২ হাজার ঘণ্টার অনুসন্ধানেও মুরের কোনো হদিস পাওয়া যায়নি।

শেষ পর্যন্ত দুই মাসের বেশি সময় পর এক শিকারির নজরে পড়ে মুরের মরদেহ। এর পাশেই বসে থাকতে দেখা যায় মুরের পালিত ব্রিটিশ জ্যাক রাসেল প্রজাতির কুকুরকে। টানা দুই মাসের বেশি সময় বুনো পরিবেশের মধ্যেই বেঁচে ছিল ওই কুকুর। শুধু তা-ই নয়, এই সময়ের মধ্যে সে তাঁর মালিকের মরদেহ ফেলে কোথাও যায়নি।

ঘটনাটি অনেককেই নাড়া দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে মুরের পরিবারকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি তাঁর কুকুরটিকে নায়ক আখ্যা দিয়েছে।

ফেসবুকে একজন লিখেছেন, ‘খুবই দুঃখজনক। কিন্তু এখন পর্যন্ত এটাই সুন্দর ঘটনা যে ছোট্ট জ্যাক রাসেল সপ্তাহের পর সপ্তাহ ধরে মুরের পাশে ছিল। অনেক সময় ট্র্যাজেডি আমাদেরকে মানুষ এবং তাঁর সবচেয়ে ভালো বন্ধুর কথা স্মরণ করিয়ে দেয়।’

আরেকজন লিখেছেন, ‘লোকটি মারা গেছেন, এ জন্য অনেক দুঃখ হচ্ছে। কিন্তু আমি খুশি এই ভেবে যে তাঁর কুকুরটি সব সময় তাঁর পাশে থেকেছে।’

মুরের দেহাবশেষ দেখে নিশ্চিত হওয়া গেছে, মৃত্যুর সময় তাঁর পরনে ছিল একটি হুডিযুক্ত ফুলহাতা উলের শার্ট। তবে তাঁর মৃত্যু কীভাবে হয়েছে, সে বিষয়ে এখনো সিদ্ধান্তে আসতে পারেননি অনুসন্ধানকারীরা। সূত্র : আজকের পত্রিকা

হককথা/নাছরিন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

গহীন অরণ্যে পর্বতারোহীর মরদেহ ২ মাস পাহারা দিয়েছে পোষা কুকুর

প্রকাশের সময় : ০৮:৩২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩

হককথা ডেস্ক :   গত আগস্টে পর্বতারোহণে গিয়ে মারা যান যুক্তরাষ্ট্রের কলোরাডোর বাসিন্দা রিচ মুর। তবে অলৌকিকভাবে বেঁচে যায় তাঁর পোষা কুকুরটি। শুধু তা-ই নয়, মৃত্যুর দুই মাস পর গত মাসে মুরের মরদেহটি উদ্ধারের সময় ওই কুকুরকেও ঘটনাস্থলে পাওয়া গেছে। টানা দুই মাস ধরে মালিকের মরদেহটি পাহারা দিয়েছে প্রাণীটি।

আজ মঙ্গলবার স্কাই নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৭১ বছর বয়সী রিচ মুর গত আগস্টে রকি মাউন্টেন অঞ্চলে পর্বতারোহণে গিয়েছিলেন। গত ১৯ আগস্ট সাড়ে ১২ হাজার ফুট উঁচু একটি পর্বতে আরোহণ করছিলেন তিনি। কিন্তু এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। যোগাযোগও করা সম্ভব হচ্ছিল না তাঁর সঙ্গে।

এই অবস্থায় উদ্ধারকর্মীরা হেলিকপ্টার নিয়ে মুরকে খুঁজতে শুরু করেন। যে পাহাড়ের পাদদেশে মুরের গাড়িটি পাওয়া যায়, সেই পাহাড়ের আশপাশের জঙ্গলাকীর্ণ এলাকা তন্নতন্ন করে খুঁজে দেখেন তাঁরা। প্রায় ২ হাজার ঘণ্টার অনুসন্ধানেও মুরের কোনো হদিস পাওয়া যায়নি।

শেষ পর্যন্ত দুই মাসের বেশি সময় পর এক শিকারির নজরে পড়ে মুরের মরদেহ। এর পাশেই বসে থাকতে দেখা যায় মুরের পালিত ব্রিটিশ জ্যাক রাসেল প্রজাতির কুকুরকে। টানা দুই মাসের বেশি সময় বুনো পরিবেশের মধ্যেই বেঁচে ছিল ওই কুকুর। শুধু তা-ই নয়, এই সময়ের মধ্যে সে তাঁর মালিকের মরদেহ ফেলে কোথাও যায়নি।

ঘটনাটি অনেককেই নাড়া দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে মুরের পরিবারকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি তাঁর কুকুরটিকে নায়ক আখ্যা দিয়েছে।

ফেসবুকে একজন লিখেছেন, ‘খুবই দুঃখজনক। কিন্তু এখন পর্যন্ত এটাই সুন্দর ঘটনা যে ছোট্ট জ্যাক রাসেল সপ্তাহের পর সপ্তাহ ধরে মুরের পাশে ছিল। অনেক সময় ট্র্যাজেডি আমাদেরকে মানুষ এবং তাঁর সবচেয়ে ভালো বন্ধুর কথা স্মরণ করিয়ে দেয়।’

আরেকজন লিখেছেন, ‘লোকটি মারা গেছেন, এ জন্য অনেক দুঃখ হচ্ছে। কিন্তু আমি খুশি এই ভেবে যে তাঁর কুকুরটি সব সময় তাঁর পাশে থেকেছে।’

মুরের দেহাবশেষ দেখে নিশ্চিত হওয়া গেছে, মৃত্যুর সময় তাঁর পরনে ছিল একটি হুডিযুক্ত ফুলহাতা উলের শার্ট। তবে তাঁর মৃত্যু কীভাবে হয়েছে, সে বিষয়ে এখনো সিদ্ধান্তে আসতে পারেননি অনুসন্ধানকারীরা। সূত্র : আজকের পত্রিকা

হককথা/নাছরিন