নিউইয়র্ক ০৮:১২ অপরাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

কাকে বিয়ে করলেন বাইডেনের নাতনি?

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:০৮:০৩ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২
  • / ৬৫ বার পঠিত

বিয়ের সাজে সেজে উঠেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনর সরকারি বাসভবন হোয়াইট হাউস। শনিবার বিয়ে হল আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেনের নাতনি নাওমির। বরের নাম পিটার নিয়াল।

১৮১২ সাল থেকে এখন পর্যন্ত ১৮টি বিয়ের অনুষ্ঠান আয়োজিত হয়েছে আমেরিকান প্রেসিডেন্টের সরকারি বাসভবনে। নাওমি-পিটারের বিয়ে তালিকায় ১৯তম সংযোজন। তবে এই প্রথম কোনও প্রেসিডেন্টের নাতনির বিয়ের সাক্ষী থাকল হোয়াইট হাউস।

প্রেসিডেন্ট-পুত্র হান্টার বাইডেন এবং তার প্রথম স্ত্রী ক্যাথলিন বুলের কন্যা। বয়স ২৮ বছর। নাওমি একজন আইনজীবী।
আর তার স্বামী পিটারও আইন পেশায় রয়েছেন। পেনসিলভ্যানিয়া বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থী। পিটারের বয়স ২৫ বছর। পিটার বৃহস্পতিবার তার আর নাওমির একটি ছবি পোস্ট করে নেটিজেনদের বিপুল শুভেচ্ছা কুড়িয়ে নেন।

গত চার বছর ধরে সম্পর্কে রয়েছেন নাওমি ও পিটার। জুলাই মাসে করা একটি টুইটে নাওমি প্রথম জানিয়েছিলেন যে হোয়াইট হাউস চত্বরেই বিয়ে করতে চলেছেন তারা। লিখেছিলেন, “কোথায় বিয়ে করতে চলেছি শেষ পর্যন্ত তা ঠিক করে ফেলেছি আমরা…সাউথ লন-ই সেই জায়গা! উৎসাহ ধরে রাখতে পারছি না আর।” সূত্র: হোয়াইট হাউস, সিএনএন, ওয়াশিংটন পোস্ট

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

কাকে বিয়ে করলেন বাইডেনের নাতনি?

প্রকাশের সময় : ১১:০৮:০৩ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২

বিয়ের সাজে সেজে উঠেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনর সরকারি বাসভবন হোয়াইট হাউস। শনিবার বিয়ে হল আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেনের নাতনি নাওমির। বরের নাম পিটার নিয়াল।

১৮১২ সাল থেকে এখন পর্যন্ত ১৮টি বিয়ের অনুষ্ঠান আয়োজিত হয়েছে আমেরিকান প্রেসিডেন্টের সরকারি বাসভবনে। নাওমি-পিটারের বিয়ে তালিকায় ১৯তম সংযোজন। তবে এই প্রথম কোনও প্রেসিডেন্টের নাতনির বিয়ের সাক্ষী থাকল হোয়াইট হাউস।

প্রেসিডেন্ট-পুত্র হান্টার বাইডেন এবং তার প্রথম স্ত্রী ক্যাথলিন বুলের কন্যা। বয়স ২৮ বছর। নাওমি একজন আইনজীবী।
আর তার স্বামী পিটারও আইন পেশায় রয়েছেন। পেনসিলভ্যানিয়া বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থী। পিটারের বয়স ২৫ বছর। পিটার বৃহস্পতিবার তার আর নাওমির একটি ছবি পোস্ট করে নেটিজেনদের বিপুল শুভেচ্ছা কুড়িয়ে নেন।

গত চার বছর ধরে সম্পর্কে রয়েছেন নাওমি ও পিটার। জুলাই মাসে করা একটি টুইটে নাওমি প্রথম জানিয়েছিলেন যে হোয়াইট হাউস চত্বরেই বিয়ে করতে চলেছেন তারা। লিখেছিলেন, “কোথায় বিয়ে করতে চলেছি শেষ পর্যন্ত তা ঠিক করে ফেলেছি আমরা…সাউথ লন-ই সেই জায়গা! উৎসাহ ধরে রাখতে পারছি না আর।” সূত্র: হোয়াইট হাউস, সিএনএন, ওয়াশিংটন পোস্ট