ওয়াশিংটনে ট্রাম্প যুগের অবসান : বিদায় ওয়াইট হাউস

- প্রকাশের সময় : ০২:২৭:৫০ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১
- / ৫১ বার পঠিত
হককথা ডেস্ক: ওয়াশিংটনে ট্রাম্প যুগের অবসান হযয়েছে। বুধবার সকাল ৯টার দিকে ওয়াশিংটন থেকে তিনি ফ্লোরিডার পথে যাত্রা শুরু করেন। সেখানে মার-এ-লাগো’তে অবস্থান করবেন সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প । আর এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে সমাপ্ত হলো জমাট বাঁধা এক অবস্থার। এ সময়ে ওয়াশিংটনের বাইরে ক্যামেরাগুলো যেন ছিল ক্ষুধিত। সত্য ছিল অভুক্ত। অন্ধকারময় একটি সময়কে অতিক্রম করে এদিন বেলা ১২টায় ওয়াশিংটনে চালু হলো নতুন এক অধ্যায়।
যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে ডেমোক্র্যাট জো বাইডেনের শপথ অনুষ্ঠান সহ্য করতে না পেরে বিদায় নিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই অবস্থা থেকে মুক্ত হতে তিনি বাইডেনের শপথ অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগেই ওয়াশিংটন ছেড়েছেন। ওয়াশিংটিন ডিসি’র হোয়াইট হাউস যেখানে কেটেছে তার চারটি বছর, তাদের দাপটে গাছের পাতা থাকতো নীরব, সেখানকার পরিবেশ এদিন তার কাছে অচেনা। চারদিকে সামরিক উপস্থিতি।
এদিকে ন্যাশনাল গার্ডরা ঘিরে রেখেছে ওয়াশিংটন ডিসি। বিভিন্ন পয়েন্টে অবরুদ্ধ করে দেয়া হয়েছে রাস্তাঘাট। পুরো লকডাউন। এ মাসের শুরুর দিকে সংঘটিত দাঙ্গার মতো ঘটনা যেন আর ঘটতে না পারে, সে জন্য গড়ে তোলা হয়েছে নিরাপত্তা বুহ্য। সিএনএন মন্তব্য করেছে- করোনাভাইরাস মহামারিতে যুক্তরাষ্ট্রে কমপক্ষে ৪ লাখ আমেরিকান মারা গেছেন। কিন্তু সেই ভয়াবহতাকে খর্ব করে, অবজ্ঞা করেছেন ট্রাম্প। তাই সিএনএন-এর ভাষায়- ‘তিনি এসব আমেরিকানের মৃতদেহ রেখে গেলেন ওয়াশিংটনে।’ তার বিরোধীরা বলছেন, নতুন এক যুগের সূচনা হতে চলেছে। চার বছর যে অবরুদ্ধ অবস্থার মধ্যে মধ্য দিয়ে, অসত্যের মধ্য দিয়ে যাচ্ছিল যুক্তরাষ্ট্র- তার অবসান হয়েছে।
যা করতে এসেছিলাম, তা-ই করেছি: ট্রাম্প
এদিকে বুধবার হোয়াইট হাউস ছাড়ার আগে নিজের বিদায়ী ভাষণ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমরা তা-ই করেছি,, যা করতে এসেছিলাম- এবং প্রত্যাশার চেয়েও বেশি করেছি। ইউটিউবে পোস্ট করা এক ভিডিওতে এই রিপাবলিকান প্রেসিডেন্ট বলেন, আমি এক কঠিন লড়াই করেছি; কঠিনতম লড়াই… কারণ সে জন্যই আপনারা আমাকে নির্বাচিত করেছিলেন।
হোয়াইট হাউস থেকে জয়েন্ট বেজ অ্যান্ডরুজে যান ট্রাম্প। সেখানে তার জন্য আয়োজিত ছোট পরিসরে একটি বিদায় অনুষ্ঠান যোগ দেন এবং সেখানে আগত তাঁর সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প সংক্ষিপ্ত বিদায়ী ভাষণ দেন। এর পরই তিনি শেষবারের মতো এয়ার ফোর্স ওয়ানে চড়ে ফ্লোরিডার উদ্দেশ্যে রওনা দেন।
এর আগে মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্পকে বিদায় জানান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।
উল্লেখ্য, গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্ব›দ্বী জো বাইডেনের কাছে এখনও নিজের পরাজয় স্বীকার করে নেননি ট্রাম্প। ট্রাম্পের মেয়াদের শেষ দুই সপ্তাহ ক্যাপিটল ভবনে প্রাণঘাতী দাঙ্গায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে দ্ব›েদ্বই কেটে গেছে। টুইটার, ফেসবুকসহ সামাজিকমাধ্যমগুলোতে নিষিদ্ধ হয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে থাকতে হয়েছে তাকে। নির্বাচনের ফল উল্টাতে উগ্র ট্রাম্প সমর্থকদের হামলায় ৬ জানুয়ারি এক পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হয়েছেন। ভিডিওতে ট্রাম্প বলেন, রাজনৈতিক সহিংসতা হলো- আমরা আমেরিকান হিসেবে যা কিছু লালন করি, তার ওপর হামলা। এটি কখনও সহ্য করা হবে না। ভিডিওতে উত্তরসূরি বাইডেনের নাম তিনি একবারেও মুখে নেননি।
কংগ্রেস ভবনে দাঙ্গায় উসকানি দেওয়ার অভিযোগে প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছেন ট্রাম্প। প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার পর সিনেটেও তাকে বিচারের মুখোমুখি হতে হবে। যদি দোষী সাব্যস্ত হন, তবে ভবিষ্যতে কোনো সরকারি অফিসের জন্য তিনি প্রতিদ্ব›িদ্বতা করতে পারবেন না।