নিউইয়র্ক ০৬:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ঐতিহাসিক চার দিনের সফরে বেলফাস্টে বাইডেন

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০২:০৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩
  • / ৩৯ বার পঠিত

হককথা ডেস্ক :  চার দিনের ঐতিহাসিক নর্দার্ন আয়ারল্যান্ড ও আয়ারল্যান্ড সফর শুরু করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার তিনি নর্দার্ন আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্টে অবতরণ করেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বৃটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। নর্দার্ন আয়ারল্যান্ডে তিনি গুড ফ্রাইডে শান্তি চুক্তির ২৫ তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় যোগ দেবেন। এরপর তিনি সীমান্তের ওপারে আয়ারল্যান্ডে তার আইরিশ পূর্বপুরুষদের শহরগুলোতে যাবেন।

ভয়েজ অব আমেরিকা জানিয়েছে, বাইডেনের এই সফর এমন সময় অনুষ্ঠিত হচ্ছে যখন এই অঞ্চলের রাজনৈতিক মতানৈক্য চরম পর্যায়ে রয়েছে। প্রায়ই হামলার ঘটনা ঘটছে যা, ওই শান্তিচুক্তির স্থায়ীত্বকে পরীক্ষার মুখে ফেলে দিয়েছে। এমনকি বাইডেনের সফরের আগেই সোমবার লন্ডনডেরিতে একটি মিছিলের সময় মুখোশপরা যুবকরা পুলিশের গাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ করে। প্রেসিডেন্টের মুখপাত্র বলেছেন, সন্ত্রাসবাদের হুমকি সত্ত্বেও বাইডেন এই সফরে স্বাচ্ছন্দ্যবোধ করছেন। বৃটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক প্রেসিডেন্ট বাইডেনকে স্বাগত জানাতে মঙ্গলবার রাতেই বেলফাস্টে পৌঁছান। রাতে তিনি বেলফাস্টের একটি হোটেলে ছিলেন। বুধবার বেলফাস্টের আলস্টার ইউনিভার্সিটিতে ভাষণ দেয়ার কথা রয়েছে বাইডেনের।

আরোও পড়ুন। ইভানকে গ্রেপ্তার করে ‘সীমা ছাড়িয়েছে’ রাশিয়া : বাইডেন

আশা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র কীভাবে নর্দার্ন আয়ারল্যান্ডের অর্থনীতিকে সমৃদ্ধ করতে সাহায্য করতে পারে তা নিয়ে কথা বলবেন তিনি। ওই ইউনিভার্সিটিতে ভাষণের আগে অবশ্য তিনি ঋষি সুনাকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন। গুড ফ্রাইডে চুক্তি সম্পাদন করা হয় ১৯৯৮ সালের ১০ই এপ্রিল। এই চুক্তি সম্পাদনে সহায়তা করে যুক্তরাষ্ট্র। এই চুক্তি কয়েক দশকের সাম্প্রদায়িক সহিংসতার অবসান ঘটায়। এই সহিংসতা ১৯৬০-এর দশকের শেষের দিক থেকে উত্তর আয়ারল্যান্ডকে জর্জরিত করে তুলেছিল। আর এই সহিংসতার কারণে বৃটেনের মূল ভূখণ্ডেও বিরতিহীন আক্রমণ পরিচালিত হতে থাকে। নর্দার্ন আয়ারল্যান্ডে এখনো কিছু বিক্ষিপ্ত সহিংসতা দেখা যায়। তবে এই চুক্তির কারণে নতুন প্রজন্ম শান্তিতে বেড়ে ওঠার সুযোগ পেয়েছে। চুক্তির সাফল্য সত্ত্বেও, ব্রেক্সিট ও ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য বিধি নিয়ে মতবিরোধের কারণে চুক্তিটি ক্রমবর্ধমান চাপের মধ্যে রয়েছে। নতুন বাণিজ্য বিধিমালার প্রতিবাদে বৃটেনের সঙ্গে থাকতে চাওয়া প্রধান রাজনৈতিক দল সরকার থেকে সরে গেছে। এরপর গত এক বছর ধরে নর্দার্ন আয়ারল্যান্ডের আইনসভায় অচলাবস্থা বিরাজ করছে। শান্তি চুক্তি বিরোধী গোষ্ঠীগুলোর পক্ষ থেকে বিক্ষিপ্ত সহিংসতাও বেড়েছে।

হোয়াইট হাউজ জানিয়েছে, উত্তর আয়ারল্যান্ড সফরের সময় প্রেসিডেন্ট বাইডেন গুড ফ্রাইডে শান্তি চুক্তির পর থেকে অগ্রগতি গুলো চিহ্নিত করবেন এবং এ অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনার ওপর গুরুত্ব আরোপ করবেন। এরপর তিনি যাবেন পাশের দেশ আয়ারল্যান্ডে। সেখানে তিনি তার পূর্বপুরুষের ভূমিতে তিন দিন অবস্থান করবেন। পূর্বপুরুষদের সম্মান জানানোর পাশাপাশি বাইডেন আইরিশ প্রেসিডেন্ট মাইকেল হিগিনস এর সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি আইরিশ পার্লামেন্টের একটি যৌথ অধিবেশনে ভাষণ দেবেন এবং ডাবলিন ক্যাসেল’এ একটি নৈশভোজে অংশ নেবেন।
সুমি/হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ঐতিহাসিক চার দিনের সফরে বেলফাস্টে বাইডেন

প্রকাশের সময় : ০২:০৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩

হককথা ডেস্ক :  চার দিনের ঐতিহাসিক নর্দার্ন আয়ারল্যান্ড ও আয়ারল্যান্ড সফর শুরু করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার তিনি নর্দার্ন আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্টে অবতরণ করেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বৃটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। নর্দার্ন আয়ারল্যান্ডে তিনি গুড ফ্রাইডে শান্তি চুক্তির ২৫ তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় যোগ দেবেন। এরপর তিনি সীমান্তের ওপারে আয়ারল্যান্ডে তার আইরিশ পূর্বপুরুষদের শহরগুলোতে যাবেন।

ভয়েজ অব আমেরিকা জানিয়েছে, বাইডেনের এই সফর এমন সময় অনুষ্ঠিত হচ্ছে যখন এই অঞ্চলের রাজনৈতিক মতানৈক্য চরম পর্যায়ে রয়েছে। প্রায়ই হামলার ঘটনা ঘটছে যা, ওই শান্তিচুক্তির স্থায়ীত্বকে পরীক্ষার মুখে ফেলে দিয়েছে। এমনকি বাইডেনের সফরের আগেই সোমবার লন্ডনডেরিতে একটি মিছিলের সময় মুখোশপরা যুবকরা পুলিশের গাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ করে। প্রেসিডেন্টের মুখপাত্র বলেছেন, সন্ত্রাসবাদের হুমকি সত্ত্বেও বাইডেন এই সফরে স্বাচ্ছন্দ্যবোধ করছেন। বৃটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক প্রেসিডেন্ট বাইডেনকে স্বাগত জানাতে মঙ্গলবার রাতেই বেলফাস্টে পৌঁছান। রাতে তিনি বেলফাস্টের একটি হোটেলে ছিলেন। বুধবার বেলফাস্টের আলস্টার ইউনিভার্সিটিতে ভাষণ দেয়ার কথা রয়েছে বাইডেনের।

আরোও পড়ুন। ইভানকে গ্রেপ্তার করে ‘সীমা ছাড়িয়েছে’ রাশিয়া : বাইডেন

আশা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র কীভাবে নর্দার্ন আয়ারল্যান্ডের অর্থনীতিকে সমৃদ্ধ করতে সাহায্য করতে পারে তা নিয়ে কথা বলবেন তিনি। ওই ইউনিভার্সিটিতে ভাষণের আগে অবশ্য তিনি ঋষি সুনাকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন। গুড ফ্রাইডে চুক্তি সম্পাদন করা হয় ১৯৯৮ সালের ১০ই এপ্রিল। এই চুক্তি সম্পাদনে সহায়তা করে যুক্তরাষ্ট্র। এই চুক্তি কয়েক দশকের সাম্প্রদায়িক সহিংসতার অবসান ঘটায়। এই সহিংসতা ১৯৬০-এর দশকের শেষের দিক থেকে উত্তর আয়ারল্যান্ডকে জর্জরিত করে তুলেছিল। আর এই সহিংসতার কারণে বৃটেনের মূল ভূখণ্ডেও বিরতিহীন আক্রমণ পরিচালিত হতে থাকে। নর্দার্ন আয়ারল্যান্ডে এখনো কিছু বিক্ষিপ্ত সহিংসতা দেখা যায়। তবে এই চুক্তির কারণে নতুন প্রজন্ম শান্তিতে বেড়ে ওঠার সুযোগ পেয়েছে। চুক্তির সাফল্য সত্ত্বেও, ব্রেক্সিট ও ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য বিধি নিয়ে মতবিরোধের কারণে চুক্তিটি ক্রমবর্ধমান চাপের মধ্যে রয়েছে। নতুন বাণিজ্য বিধিমালার প্রতিবাদে বৃটেনের সঙ্গে থাকতে চাওয়া প্রধান রাজনৈতিক দল সরকার থেকে সরে গেছে। এরপর গত এক বছর ধরে নর্দার্ন আয়ারল্যান্ডের আইনসভায় অচলাবস্থা বিরাজ করছে। শান্তি চুক্তি বিরোধী গোষ্ঠীগুলোর পক্ষ থেকে বিক্ষিপ্ত সহিংসতাও বেড়েছে।

হোয়াইট হাউজ জানিয়েছে, উত্তর আয়ারল্যান্ড সফরের সময় প্রেসিডেন্ট বাইডেন গুড ফ্রাইডে শান্তি চুক্তির পর থেকে অগ্রগতি গুলো চিহ্নিত করবেন এবং এ অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনার ওপর গুরুত্ব আরোপ করবেন। এরপর তিনি যাবেন পাশের দেশ আয়ারল্যান্ডে। সেখানে তিনি তার পূর্বপুরুষের ভূমিতে তিন দিন অবস্থান করবেন। পূর্বপুরুষদের সম্মান জানানোর পাশাপাশি বাইডেন আইরিশ প্রেসিডেন্ট মাইকেল হিগিনস এর সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি আইরিশ পার্লামেন্টের একটি যৌথ অধিবেশনে ভাষণ দেবেন এবং ডাবলিন ক্যাসেল’এ একটি নৈশভোজে অংশ নেবেন।
সুমি/হককথা