নিউইয়র্ক ০৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

এক পিৎজার দাম দুই লাখ টাকা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:৫৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩
  • / ৩৫ বার পঠিত

হককথা ডেস্ক : একটি পিৎজার দাম দুই হাজার ডলার! টাকার হিসাবে দুই লাখ টাকারও বেশি। শুনতে অবিশ্বাস্য লাগলেও ঘটনা সত্য। সম্প্রতি এক তারকা খদ্দেরের জন্য অত্যধিক দামি এই পিৎজা বানিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের শেফ ব্রুক ব্রেইভিস। পিৎজাটির অতিরিক্ত দামের কারণ ব্যাখ্যা করে শেফ ব্রেইভিস জানিয়েছেন, এটি বানাতে দামি দামি উপাদানের পাশাপাশি ব্যবহার করা হয়েছে স্বর্ণমিশ্রিত রুটি। গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে পিৎজাটির একটি ছবি প্রকাশ করেছেন তিনি। সেখানে ক্রেতার বিবেচনা ও জীবনযাপনের ধরন নিয়ে প্রশ্ন তুলেছে ব্যবহারকারীরা। পোস্টে শেফ ব্রেইভিস বলেন, ‘ডিনারের জন্য আমার তারকা খদ্দের দুই হাজার ডলারের পিৎজা চেয়েছেন।’ আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট অ্যাসেটের তথ্য অনুযায়ী, পিৎজাটির জন্য মুদি দোকানের জিনিসপত্র কিনতে শেফের ব্যয় হয়েছে ৯৪৪ ডলার। এ অঙ্ক একজন যুক্তরাষ্ট্র  নাগরিকের মাসের গড় খাবারের ব্যয় ৩৪৮ ডলারের চেয়েও অনেক বেশি।

আরোও পড়ুন । লন্ডভন্ড যুক্তরাষ্ট্র নিহত ২২

পিৎজাটি বানাতে ব্যবহৃত উপকরণের মধ্যে রয়েছে অর্গানিক ডুমুর, মাশরুম গুঁড়া, অর্গানিক কাঠবাদাম, গ্লুটেনহীন ময়দা, রান্নার তেল ও ৩০ ডলার দামের দুটি এরওয়ন ব্র্যান্ডের পানির বোতল। এ ছাড়া নিউজিল্যান্ড থেকে আনা ২৫০ ডলারের মানুকা ফুলের অর্গানিক মধু ও ২০০ ডলার দামের এক বয়াম ক্যাভিয়ারও (সাধারণত দামি স্টার্জন মাছের ডিম) ব্যবহার করা হয়। টিকটক ব্যবহারকারীদের অনেকেই পিৎজাটির ক্রেতার সমালোচনা করেছে। এক ব্যবহারকারী লিখেছেন, ‘কোন দৈত্য এই অখাদ্য অর্ডার করেছে, তা জানা প্রয়োজন।’ আরেকজন ব্যঙ্গ করে লিখেছেন, ‘আমি গরিবদের পানি পান করতে পারব না। আমার অবশ্যই ৩০ ডলারের পানি লাগবে।’ আরেক ব্যবহারকারী বলেছেন, ‘এই পিৎজার খরচ দিয়ে কতগুলো গৃহহীন লোককে খাওয়ানো যেত!’ সূত্র : নিউইয়র্ক পোস্ট

বেলী / হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

এক পিৎজার দাম দুই লাখ টাকা

প্রকাশের সময় : ১২:৫৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩

হককথা ডেস্ক : একটি পিৎজার দাম দুই হাজার ডলার! টাকার হিসাবে দুই লাখ টাকারও বেশি। শুনতে অবিশ্বাস্য লাগলেও ঘটনা সত্য। সম্প্রতি এক তারকা খদ্দেরের জন্য অত্যধিক দামি এই পিৎজা বানিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের শেফ ব্রুক ব্রেইভিস। পিৎজাটির অতিরিক্ত দামের কারণ ব্যাখ্যা করে শেফ ব্রেইভিস জানিয়েছেন, এটি বানাতে দামি দামি উপাদানের পাশাপাশি ব্যবহার করা হয়েছে স্বর্ণমিশ্রিত রুটি। গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে পিৎজাটির একটি ছবি প্রকাশ করেছেন তিনি। সেখানে ক্রেতার বিবেচনা ও জীবনযাপনের ধরন নিয়ে প্রশ্ন তুলেছে ব্যবহারকারীরা। পোস্টে শেফ ব্রেইভিস বলেন, ‘ডিনারের জন্য আমার তারকা খদ্দের দুই হাজার ডলারের পিৎজা চেয়েছেন।’ আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট অ্যাসেটের তথ্য অনুযায়ী, পিৎজাটির জন্য মুদি দোকানের জিনিসপত্র কিনতে শেফের ব্যয় হয়েছে ৯৪৪ ডলার। এ অঙ্ক একজন যুক্তরাষ্ট্র  নাগরিকের মাসের গড় খাবারের ব্যয় ৩৪৮ ডলারের চেয়েও অনেক বেশি।

আরোও পড়ুন । লন্ডভন্ড যুক্তরাষ্ট্র নিহত ২২

পিৎজাটি বানাতে ব্যবহৃত উপকরণের মধ্যে রয়েছে অর্গানিক ডুমুর, মাশরুম গুঁড়া, অর্গানিক কাঠবাদাম, গ্লুটেনহীন ময়দা, রান্নার তেল ও ৩০ ডলার দামের দুটি এরওয়ন ব্র্যান্ডের পানির বোতল। এ ছাড়া নিউজিল্যান্ড থেকে আনা ২৫০ ডলারের মানুকা ফুলের অর্গানিক মধু ও ২০০ ডলার দামের এক বয়াম ক্যাভিয়ারও (সাধারণত দামি স্টার্জন মাছের ডিম) ব্যবহার করা হয়। টিকটক ব্যবহারকারীদের অনেকেই পিৎজাটির ক্রেতার সমালোচনা করেছে। এক ব্যবহারকারী লিখেছেন, ‘কোন দৈত্য এই অখাদ্য অর্ডার করেছে, তা জানা প্রয়োজন।’ আরেকজন ব্যঙ্গ করে লিখেছেন, ‘আমি গরিবদের পানি পান করতে পারব না। আমার অবশ্যই ৩০ ডলারের পানি লাগবে।’ আরেক ব্যবহারকারী বলেছেন, ‘এই পিৎজার খরচ দিয়ে কতগুলো গৃহহীন লোককে খাওয়ানো যেত!’ সূত্র : নিউইয়র্ক পোস্ট

বেলী / হককথা