একসঙ্গে অন্তঃসত্ত্বা একই হাসপাতালের ১১ নার্স-চিকিৎসক

- প্রকাশের সময় : ০১:১৩:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২
- / ১১৬ বার পঠিত
হককথা ডেস্ক : আমেরিকার এক হাসপাতালে একই বিভাগে কর্মরত ১০ জন নার্স এবং একজন চিকিৎসক এক সঙ্গে অন্তঃসত্ত্বা হয়েছেন।
জানা গেছে, এই ঘটনা ঘটে আমেরিকার লিবার্টি হাসপাতালে। তবে এটা প্রথম নয়, এই নিয়ে গত পাঁচ বছরে তৃতীয়বার এই ধরনের ঘটনার সাক্ষী থাকল আমেরিকা।
জানা গেছে, হবু মায়েরা প্রত্যেকেই জুলাই থেকে নভেম্বরের মধ্যে সন্তান প্রসব করবেন। খবর: জি নিউজ
হাসপাতাল সূত্রে খবর, অন্তঃসত্ত্বা হওয়া মহিলারা প্রত্যেকে একই বিভাগে কাজ করেন। তারা জানান, খবরটা জানার পর ভালোই লাগছে। প্রত্যেকে প্রত্যেকের খেয়াল রাখছি।
এই খবর জানাজানি হতেই, অনেকে মজা করছেন। কেউ কেউ বলছেন হাসপাতালের জলে নিশ্চয়ই কোনো ব্যাপার রয়েছে। যদিও অন্তঃসত্ত্বা মহিলারা প্রত্যেকে নিজের নিজের পানির বোতল নিয়ে কাজে যান।
এর আগে এমন ঘটনা ঘটেছিলো ২০১৯ সালে আমেরিকার লেবার অ্যান্ড ডেলিভারি ইউনিট অফ মেন মেডিকেল সেন্টারে। সেখানে একই বিভাগের ৯ জন নার্স একসঙ্গে অন্তঃসত্ত্বা হয়ে গিয়েছিলেন। তার আগে ২০১৮ সালে আমেরিকার অ্য়ান্ডারশন হাসপাতালে ৮ জন কর্মী একসঙ্গে অন্তঃসত্ত্বা হয়েছিলেন।
হককথা/এমউএ