নিউইয়র্ক ০৬:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ইয়েমেনে হুতির বিরুদ্ধে লড়াইয়ে সৌদিকে সমর্থন বাইডেনের

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৬:৫১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
  • / ৩২ বার পঠিত

হককথা ডেস্ক : ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরবের প্রতি সমর্থন পুনঃর্ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

সৌদির বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদকে ফোন করে বাইডেন এ সমর্থনের কথা জানান।

হোয়াইট হাউসের এক বিবৃতির বরাত দিয়ে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে বৃহস্পতিবার এ খবর জানায়।

প্রেসিডেন্ট বাইডেন জানান, সৌদির মানুষ ও সম্পত্তি রক্ষা করতে যুক্তরাষ্ট্র দায়বদ্ধ। ইয়েমেনে যুদ্ধ বন্ধ করতে জাতিসংঘের প্রয়াসকেও যুক্তরাষ্ট্র সমর্থন করে বলেও জানান তিনি।

২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হস্তক্ষেপ করে এবং বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালায়। এতে বিদ্রোহীরা কিছুটা পেছু হঠতে বাধ্য হয়। এ যুদ্ধের ফলে ইয়েমেন দুর্ভিক্ষের মুখে পড়ে।

জাতিসংঘ জানিয়েছে, এটা বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকট। সৌদি জোটের অভিযোগ, হুতি বিদ্রোহীদের ইরান সাহায্য করছে। কিন্তু ইরান ও হুতি তা অস্বীকার কওে আসছে।

গত ১৭ জানুয়ারি হুতি বিদ্রোহীরা আবু ধাবিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়; অন্তত তিনজন নিহত হন। গত মাসে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানিয়েছিল, তারা দুটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। এগুলো আমিরাতে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে ছোড়া হয়েছিল। এরপর আমিরাতে ডেস্ট্রয়ার ও যুদ্ধবিমান মোতায়েন করার সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র।

সৌদির সরকারি সংবাদসংস্থা এসপিও জানিয়েছে, ফোনে বাইডেনকে ধন্যবাদ দিয়েছেন সৌদির রাজা। তিনি বলেন, সৌদির প্রয়োজনের সময়ে যুক্তরাষ্ট্র পাশে এসে দাঁড়িয়েছে।

বাইডেন আগে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি মানবাধিকারের কথা মাথায় রেখে নেয়া হবে। সৌদি আরব যাতে মানবাধিকার রক্ষা করে এবং ইয়েমেনে সংঘাত থামানোর জন্য যুক্তরাষ্ট্র যাতে পদক্ষেপ নেয়, তার জন্য বাইডেনের উপর চাপও বাড়ছে।
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ইয়েমেনে হুতির বিরুদ্ধে লড়াইয়ে সৌদিকে সমর্থন বাইডেনের

প্রকাশের সময় : ০৬:৫১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২

হককথা ডেস্ক : ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরবের প্রতি সমর্থন পুনঃর্ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

সৌদির বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদকে ফোন করে বাইডেন এ সমর্থনের কথা জানান।

হোয়াইট হাউসের এক বিবৃতির বরাত দিয়ে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে বৃহস্পতিবার এ খবর জানায়।

প্রেসিডেন্ট বাইডেন জানান, সৌদির মানুষ ও সম্পত্তি রক্ষা করতে যুক্তরাষ্ট্র দায়বদ্ধ। ইয়েমেনে যুদ্ধ বন্ধ করতে জাতিসংঘের প্রয়াসকেও যুক্তরাষ্ট্র সমর্থন করে বলেও জানান তিনি।

২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হস্তক্ষেপ করে এবং বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালায়। এতে বিদ্রোহীরা কিছুটা পেছু হঠতে বাধ্য হয়। এ যুদ্ধের ফলে ইয়েমেন দুর্ভিক্ষের মুখে পড়ে।

জাতিসংঘ জানিয়েছে, এটা বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকট। সৌদি জোটের অভিযোগ, হুতি বিদ্রোহীদের ইরান সাহায্য করছে। কিন্তু ইরান ও হুতি তা অস্বীকার কওে আসছে।

গত ১৭ জানুয়ারি হুতি বিদ্রোহীরা আবু ধাবিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়; অন্তত তিনজন নিহত হন। গত মাসে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানিয়েছিল, তারা দুটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। এগুলো আমিরাতে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে ছোড়া হয়েছিল। এরপর আমিরাতে ডেস্ট্রয়ার ও যুদ্ধবিমান মোতায়েন করার সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র।

সৌদির সরকারি সংবাদসংস্থা এসপিও জানিয়েছে, ফোনে বাইডেনকে ধন্যবাদ দিয়েছেন সৌদির রাজা। তিনি বলেন, সৌদির প্রয়োজনের সময়ে যুক্তরাষ্ট্র পাশে এসে দাঁড়িয়েছে।

বাইডেন আগে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি মানবাধিকারের কথা মাথায় রেখে নেয়া হবে। সৌদি আরব যাতে মানবাধিকার রক্ষা করে এবং ইয়েমেনে সংঘাত থামানোর জন্য যুক্তরাষ্ট্র যাতে পদক্ষেপ নেয়, তার জন্য বাইডেনের উপর চাপও বাড়ছে।
হককথা/এমউএ