ইউক্রেন সফরের পরিকল্পনা বাইডেনের নেই

- প্রকাশের সময় : ০৩:৫৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
- / ৪৭ বার পঠিত
হককথা ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের এই মুহূর্তে ইউক্রেন সফরের কোনো পরিকল্পনা নেই। স্থানীয় সময় গতকাল সোমবার (১৮ এপ্রিল) হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি এ কথা জানান।
যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের সমর্থন জানাতে বাইডেনকে কিয়েভ সফরের অনুরোধ জানিয়ে আসছেন।
তবে হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তারা যেমন- পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বা প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন কিয়েভ সফর করতে পারেন।
বাইডেনের প্রধান মুখপাত্র ইউক্রেনের রাজধানী কিয়েভে যুক্তরাষ্ট্রের দূতাবাস পুনরায় খোলার বিষয়ে আশা প্রকাশ করেন। তবে তিনি নির্দিষ্ট কোনো সময় সীমার কথা উল্লেখ করেননি।
এ প্রসঙ্গে জেন সাকি বলেন, নিশ্চিতভাবে এটিই আমাদের লক্ষ্য। কিয়েভে আমাদের কূটনৈতিক উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ।
এদিকে সিএনএনে গত রবিবার (১৭ এপ্রিল) প্রচারিত এক সাক্ষাতকারে জেলেনস্কি বলেন, আমি মনে করি বাইডেন সফরে আসবেন। তবে এটি তার সিদ্ধান্ত। অবশ্যই নিরাপত্তা পরিস্থিতির উপর এটি নির্ভর করবে। তিনি যুক্তরাষ্ট্রের নেতা। এ কারণে পরিস্থিতি পর্যবেক্ষণে তার এখানে আসা উচিত।
উল্লেখ্য, এর আগে ইউরোপের কয়েকজন নেতা কিয়েভ সফরে গিয়ে জেলেনস্কির সাথে সাক্ষাৎ করেন। -এএফপি
হককথা/এমউএ