ইউক্রেন থেকে যুক্তরাষ্ট্র নাগরিকদের ফেরার নির্দেশ

- প্রকাশের সময় : ০৫:২৮:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
- / ৪৪ বার পঠিত
হককথা ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের পরিবার সরিয়ে নেয়ার জন্য নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি যুক্তরাষ্ট্র নাগরিকদেরও ফেরার অনুরোধ করা হয়েছে।
যেকোনও মুহূর্তে ইউক্রেনের উপর হামলা চালাতে পারে রাশিয়া। ফলে যুক্তরাষ্ট্র নাগরিকদের ইউক্রেন ছেড়ে চলে আসার অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন।
যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর তাদের ওয়েবসাইটে গতকাল রবিবার (২৩ জানুয়ারি) এই নির্দেশিকা জারি হয়েছে।
এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র নাগরিকরা যেন দেশে ফিরে আসেন। কোনওভাবেই যেন তারা ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চলে ভ্রমণ না করেন। ক্রিমিয়ার দিকেও যেন তারা না যান। দূতাবাসকর্মীদের পরিবারকে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। দূতাবাসের কর্মীরাও চাইলে যেকোনও সময় দেশে ফিরতে পারেন।
একইসঙ্গে এই সময় কোনও যুক্তরাষ্ট্র নাগরিক যাতে ইউক্রেন ভ্রমণে না যায়, তার জন্য আলাদা নির্দেশিকা জারি হয়েছে।
পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে আরও বলা হয়েছে, রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান চালালে সেখানকার মার্কিন দূতাবাসে ওপর মারাত্মক প্রভাব পড়বে। এ অবস্থায় কন্স্যুলার সার্ভিস অব্যাহত রাখা সম্ভব হবে না, এমনকি ইউক্রেনে অবস্থানরত মার্কিন নাগরিকদের দেশে পাঠানোর বিষয়টি কঠিন হয়ে পড়বে।
পশ্চিমা দেশগুলোর বক্তব্য, ইউক্রেন সীমান্তে এক লাখ সেনা মোতায়েন করেছে রাশিয়া। যেকোনও সময় তারা ইউক্রেন আক্রমণ করতে পারে। রাশিয়া চেষ্টা করছে, ইউক্রেনে রাশিয়পন্থি পুতুল শাসক প্রতিষ্ঠা করার।
যদিও রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে। হামলা না চালালেও ইউক্রেন সীমান্তে এক লাখ সেনা মোতায়েন করেছে রাশিয়া। দুই দেশের মধ্যে চূড়ান্ত সংঘাতের আবহাওয়া তৈরি হয়ে আছে। -পার্সটুডে ও ডয়চে ভেলে
হককথা/এমউএ