নিউইয়র্ক ০৮:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

আরও বিপাকে ট্রাম্প

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:১৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩
  • / ৫৮ বার পঠিত

হককথা ডেস্ক : ভোটে হারা দিয়ে শুরু হয়েছিল, তারপর থেকে সময়টা ভাল যাচ্ছে না সাবেক যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এবার তার বিরুদ্ধে আরও বড় অভিযোগে চার্জশিট জমা পড়ল। সেখানে বলা হয়েছে, হোয়াইট হাউস ছাড়ার আগে যুক্তরাষ্ট্র সরকারের গোপন নথি নিয়ে চলে গিয়েছিলেন তিনি। ২০২১ সালের জানুয়ারিতে যখন ট্রাম্প হোয়াইট হাউস ছেড়ে ফ্লোরিডার রিসর্টে যান, তখন ট্রাম্প ট্রাঙ্ক ট্রাঙ্ক নথি নিয়ে গিয়েছিলেন বলে চার্জশিটে উল্লেখ করেছে আমেরিকার ন্যাশনাল আর্কাইভস অ্যান্ড রেকর্ডস অ্যাডমিনিস্ট্রেশন। খবর দ্য ওয়ালের এতে উল্লেখ করা হয়েছে, পারমাণবিক বিষয় সংক্রান্ত নথি থেকে শুরু করে সিআইএ, পেন্টাগনের বহু নথি নিয়ে গিয়েছিলেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্র আইন অনুযায়ী সরকারের যেকোনও নথি প্রশাসনের হেফাজতেই থাকবে। ভোটে প্রেসিডেন্ট বদল হলে তার জামানার নথি তিনি ব্যক্তিগত হেফাজতে নিতে পারবেন না। এটি যুক্তরাষ্ট্রের জাতীয় সুরক্ষার প্রশ্নে গুরুতর অপরাধ। ট্রাম্পের ক্ষেত্রে সেইসব অভিযোগ এনেই ৩৭টি ফৌজদারি মামলা ও ৪১টি ধারায় সরকারি গোপনীয়তা লঙ্ঘনের মামলা দায়ের হয়েছে। আগামী বুধবার মিয়ামি আদালতে সশরীরে হাজিরা দিতে হবে সাবেক যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টকে।

আরোও পড়ুন । ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুড়লেন পেন্স

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আর্কাইভস অ্যান্ড রেকর্ডস অ্যাডমিনিস্ট্রেশন চার্জশিটে লিখেছে, বিষয়টি জানার পর ট্রাম্পের লোকজনের কাছে নথি চাওয়া হয়েছিল। তারা প্রথমে কিছু নথি হস্তান্তর করে। পরে ট্রাম্প নিজেও বেশ কিছু ফাইল তুলে দেয় ন্যাশনাল আর্কাইভস অ্যান্ড রেকর্ডস অ্যাডমিনিস্ট্রেশনের হাতে। তারপরও আরও নথি ট্রাম্প নিজের কাছে রেখে দিয়েছেন বলে অভিযোগ।

যুক্তরাষ্ট্র আইন সম্পর্কে ওয়াকিবহাল মহল বলছে, ট্রাম্পের বড় শাস্তি হতে পারে। শুধু তাই নয়। দেশের যত কোর্টে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে সেখানে যদি হাজিরা দিতে হয় তাহলেই তার বিড়ম্বনার শেষ থাকবে না। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার যে হুঙ্কার ট্রাম্প দিয়ে রেখেছেন সেই সুযোগ তিনি নাও পেতে পারেন।

বেলী/হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আরও বিপাকে ট্রাম্প

প্রকাশের সময় : ০১:১৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩

হককথা ডেস্ক : ভোটে হারা দিয়ে শুরু হয়েছিল, তারপর থেকে সময়টা ভাল যাচ্ছে না সাবেক যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এবার তার বিরুদ্ধে আরও বড় অভিযোগে চার্জশিট জমা পড়ল। সেখানে বলা হয়েছে, হোয়াইট হাউস ছাড়ার আগে যুক্তরাষ্ট্র সরকারের গোপন নথি নিয়ে চলে গিয়েছিলেন তিনি। ২০২১ সালের জানুয়ারিতে যখন ট্রাম্প হোয়াইট হাউস ছেড়ে ফ্লোরিডার রিসর্টে যান, তখন ট্রাম্প ট্রাঙ্ক ট্রাঙ্ক নথি নিয়ে গিয়েছিলেন বলে চার্জশিটে উল্লেখ করেছে আমেরিকার ন্যাশনাল আর্কাইভস অ্যান্ড রেকর্ডস অ্যাডমিনিস্ট্রেশন। খবর দ্য ওয়ালের এতে উল্লেখ করা হয়েছে, পারমাণবিক বিষয় সংক্রান্ত নথি থেকে শুরু করে সিআইএ, পেন্টাগনের বহু নথি নিয়ে গিয়েছিলেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্র আইন অনুযায়ী সরকারের যেকোনও নথি প্রশাসনের হেফাজতেই থাকবে। ভোটে প্রেসিডেন্ট বদল হলে তার জামানার নথি তিনি ব্যক্তিগত হেফাজতে নিতে পারবেন না। এটি যুক্তরাষ্ট্রের জাতীয় সুরক্ষার প্রশ্নে গুরুতর অপরাধ। ট্রাম্পের ক্ষেত্রে সেইসব অভিযোগ এনেই ৩৭টি ফৌজদারি মামলা ও ৪১টি ধারায় সরকারি গোপনীয়তা লঙ্ঘনের মামলা দায়ের হয়েছে। আগামী বুধবার মিয়ামি আদালতে সশরীরে হাজিরা দিতে হবে সাবেক যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টকে।

আরোও পড়ুন । ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুড়লেন পেন্স

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আর্কাইভস অ্যান্ড রেকর্ডস অ্যাডমিনিস্ট্রেশন চার্জশিটে লিখেছে, বিষয়টি জানার পর ট্রাম্পের লোকজনের কাছে নথি চাওয়া হয়েছিল। তারা প্রথমে কিছু নথি হস্তান্তর করে। পরে ট্রাম্প নিজেও বেশ কিছু ফাইল তুলে দেয় ন্যাশনাল আর্কাইভস অ্যান্ড রেকর্ডস অ্যাডমিনিস্ট্রেশনের হাতে। তারপরও আরও নথি ট্রাম্প নিজের কাছে রেখে দিয়েছেন বলে অভিযোগ।

যুক্তরাষ্ট্র আইন সম্পর্কে ওয়াকিবহাল মহল বলছে, ট্রাম্পের বড় শাস্তি হতে পারে। শুধু তাই নয়। দেশের যত কোর্টে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে সেখানে যদি হাজিরা দিতে হয় তাহলেই তার বিড়ম্বনার শেষ থাকবে না। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার যে হুঙ্কার ট্রাম্প দিয়ে রেখেছেন সেই সুযোগ তিনি নাও পেতে পারেন।

বেলী/হককথা