নিউইয়র্ক ০৫:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

আমেরিকার রাজ্যে-রাজ্যে মৃত্যুর মিছিল

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৯:০০:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০
  • / ১৬২ বার পঠিত

এমদাদ চৌধুরী দীপু: প্রায় এশিয়া মহাদেশের মত বিশাল দেশ আমেরিকার ৫০টি রাজ্যে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। আশার কথা মৃত্যুর চেয়ে দ্বিগুন সুস্থ হওয়াদের সংখ্যা। এদিকে হতাশার চিত্র হলো রাজ্যে রাজ্যে মৃত্যুর মিছিল। নতুন করে মৃত্যু নিউজার্সীতে ৭১জন, মিশিগানে ৭৭জন, ক্যালিফোর্নিয়ায় ২৫জন, লুসিয়ানায় ৬৮জন, ফ্লোরিডায় ২৬জন, ইলিনইসে ৩১জন, ওয়াশিংটনে ২২জন, কানেকটিকায় ২৪জন, মেরিল্যান্ড এ ১৪জন, পেনসেলভেনিয়ায় ১৪জন। ৪৪টি রাজ্যে রয়েছে নতুন করে মৃত্যুর খবর।
আমেরিকায় আরোগ্য লাভকারীর সংখ্যা ১৭,২৪৫ এর উপরে। যা মারা যাওয়া সংখ্যার দ্বিগুন। একদিকে কিছু রাজ্যে নাজুক অবস্থা আর একদিকে বেশীর ভাগ রাজ্যে উধ্বমুখী পরিস্থিতি বিরাজ করছে। আমেরিকায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩,৩৬,০০০ অতিক্রম করেছে। মৃতের সংখ্যা ৯৬০২জন।
এদিকে নিউইয়র্কে আক্রান্ত ১,২৩,০০০ এর উপরে। মারা গেছেন ৪১৫৯জন। শীর্ষ আক্রান্ত রাজ্যের মধ্যে রয়েছে নিউজার্সী ৩৭ হাজারের উপরে, মিশিগানে ১৫ হাজারের উপরে, ক্যালিফোর্নিয়ায় ১৪ হাজারের উপরে, লুসিয়ানায় ১৩ হাজারের উপরে, এবং প্রতিটিতে ১২ হাজারের উপওে রোগী রয়েছেন ম্যাসাজুসেট ও ফ্লোরিডা অঙ্গরাজ্যে।
দেশটির সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষনে সকল মহল মনে করেন এটি একটি দীর্ঘমেয়াদী সমস্যায় রূপ নিচ্ছে। করোনা সুড়ঙ্গের প্রথম ভাগ দেখা যাচ্ছে, তবে দেখা যাচ্ছেনা শেষ অংশ।
আমেরিকায় এখন রোগীর সংখ্যা ৩,১১,০০০-এর উপরে। আর মারা যাওয়ার সংখ্যা ৮,৪০০ এর উপরে। গত ৪ এপ্রিল শনিবার রোগী ছিল ২,৭৭,হাজার এর উপরে। মৃত্যু ছিল ৭৩৯২ জন। নিউইয়র্কে রোগীর সংখ্যা এখন ১,১৪,০০০ এর উপরে। যা গত শনিবার ছিল ১০৩,০০০-এর উপরে। মারা গেছেন ৩৫৬৫ এর উপরে। যা গত শনিবার ছিল ৩২১৮জন।
শীর্ষ আক্রান্ত অঙ্গরাজ্যঃ গত শনিবারের চিত্র শীর্ষ আক্রান্ত অঙ্গরাজ্যের মধ্যে আক্রান্ত এবং মৃত্যুর চিত্র যথাক্রমে নিউজার্সীতে আক্রান্ত ৩৪১২৪ জন, মৃত্যু ৮৪৬জন। ক্যালিফোর্নিয়ায় ১৩,৬৪৯ জন, মৃত্যু ৩১৯ জন। মিশিগানে ১৪,২২৫জন, মৃত্যু ৫৪০, ওয়াশিংটনে ৭৫৯১জন, মারা গেছেন ৩১৪জন।
করোনায় কম আক্রান্ত এবং মাঝামাঝি অবস্থানে যে সব অঙ্গরাজ্যঃ শনিবারের চিত্র, করোনা ভাইরাস যে সব রাজ্যে এখনো ভয়াবহতা ছড়ায়নি সে সব রাজ্যের চিত্র হচ্ছে ভার্জিনিয়া অঙ্গরাজ্যে আক্রান্ত ২৪০৭জন, মারা গেছেন ৫২জন, সাউথ ডেকোটা অঙ্গরাজ্যে আক্রান্ত ২১২জন, মারা গেছেন ২জন। ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যে আক্রান্ত ২৮২জন, মারা গেছেন ২জন। নর্থডেকোটা অঙ্গরাজ্যে আক্রান্ত ১৮৬ জন, মারা গেছেন ৩জন।
নিউইয়র্ক, ০৫ এপ্রিল, ২০২০ ইং

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

About Author Information

আমেরিকার রাজ্যে-রাজ্যে মৃত্যুর মিছিল

প্রকাশের সময় : ০৯:০০:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০

এমদাদ চৌধুরী দীপু: প্রায় এশিয়া মহাদেশের মত বিশাল দেশ আমেরিকার ৫০টি রাজ্যে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। আশার কথা মৃত্যুর চেয়ে দ্বিগুন সুস্থ হওয়াদের সংখ্যা। এদিকে হতাশার চিত্র হলো রাজ্যে রাজ্যে মৃত্যুর মিছিল। নতুন করে মৃত্যু নিউজার্সীতে ৭১জন, মিশিগানে ৭৭জন, ক্যালিফোর্নিয়ায় ২৫জন, লুসিয়ানায় ৬৮জন, ফ্লোরিডায় ২৬জন, ইলিনইসে ৩১জন, ওয়াশিংটনে ২২জন, কানেকটিকায় ২৪জন, মেরিল্যান্ড এ ১৪জন, পেনসেলভেনিয়ায় ১৪জন। ৪৪টি রাজ্যে রয়েছে নতুন করে মৃত্যুর খবর।
আমেরিকায় আরোগ্য লাভকারীর সংখ্যা ১৭,২৪৫ এর উপরে। যা মারা যাওয়া সংখ্যার দ্বিগুন। একদিকে কিছু রাজ্যে নাজুক অবস্থা আর একদিকে বেশীর ভাগ রাজ্যে উধ্বমুখী পরিস্থিতি বিরাজ করছে। আমেরিকায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩,৩৬,০০০ অতিক্রম করেছে। মৃতের সংখ্যা ৯৬০২জন।
এদিকে নিউইয়র্কে আক্রান্ত ১,২৩,০০০ এর উপরে। মারা গেছেন ৪১৫৯জন। শীর্ষ আক্রান্ত রাজ্যের মধ্যে রয়েছে নিউজার্সী ৩৭ হাজারের উপরে, মিশিগানে ১৫ হাজারের উপরে, ক্যালিফোর্নিয়ায় ১৪ হাজারের উপরে, লুসিয়ানায় ১৩ হাজারের উপরে, এবং প্রতিটিতে ১২ হাজারের উপওে রোগী রয়েছেন ম্যাসাজুসেট ও ফ্লোরিডা অঙ্গরাজ্যে।
দেশটির সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষনে সকল মহল মনে করেন এটি একটি দীর্ঘমেয়াদী সমস্যায় রূপ নিচ্ছে। করোনা সুড়ঙ্গের প্রথম ভাগ দেখা যাচ্ছে, তবে দেখা যাচ্ছেনা শেষ অংশ।
আমেরিকায় এখন রোগীর সংখ্যা ৩,১১,০০০-এর উপরে। আর মারা যাওয়ার সংখ্যা ৮,৪০০ এর উপরে। গত ৪ এপ্রিল শনিবার রোগী ছিল ২,৭৭,হাজার এর উপরে। মৃত্যু ছিল ৭৩৯২ জন। নিউইয়র্কে রোগীর সংখ্যা এখন ১,১৪,০০০ এর উপরে। যা গত শনিবার ছিল ১০৩,০০০-এর উপরে। মারা গেছেন ৩৫৬৫ এর উপরে। যা গত শনিবার ছিল ৩২১৮জন।
শীর্ষ আক্রান্ত অঙ্গরাজ্যঃ গত শনিবারের চিত্র শীর্ষ আক্রান্ত অঙ্গরাজ্যের মধ্যে আক্রান্ত এবং মৃত্যুর চিত্র যথাক্রমে নিউজার্সীতে আক্রান্ত ৩৪১২৪ জন, মৃত্যু ৮৪৬জন। ক্যালিফোর্নিয়ায় ১৩,৬৪৯ জন, মৃত্যু ৩১৯ জন। মিশিগানে ১৪,২২৫জন, মৃত্যু ৫৪০, ওয়াশিংটনে ৭৫৯১জন, মারা গেছেন ৩১৪জন।
করোনায় কম আক্রান্ত এবং মাঝামাঝি অবস্থানে যে সব অঙ্গরাজ্যঃ শনিবারের চিত্র, করোনা ভাইরাস যে সব রাজ্যে এখনো ভয়াবহতা ছড়ায়নি সে সব রাজ্যের চিত্র হচ্ছে ভার্জিনিয়া অঙ্গরাজ্যে আক্রান্ত ২৪০৭জন, মারা গেছেন ৫২জন, সাউথ ডেকোটা অঙ্গরাজ্যে আক্রান্ত ২১২জন, মারা গেছেন ২জন। ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যে আক্রান্ত ২৮২জন, মারা গেছেন ২জন। নর্থডেকোটা অঙ্গরাজ্যে আক্রান্ত ১৮৬ জন, মারা গেছেন ৩জন।
নিউইয়র্ক, ০৫ এপ্রিল, ২০২০ ইং