নিউইয়র্ক ০৫:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

আটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশন এর পর্ষদ সভা অনুষ্ঠিত

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:৩৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১
  • / ৬১ বার পঠিত

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : আটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশন এর পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে সিটির আটলান্টিক এভিনিউস্থ সিটি সেন্টার ভবনের বোর্ড অব এডুকেশন এর সভা কক্ষে এই পর্ষদ সভা অনুষ্ঠিত হয়।

পর্ষদ সভা সঞ্চালনা করেন সদস্য সচিব এনজি ব্রাউন। সভায় পর্ষদ সভাপতি শে স্টিল, সহ-সভাপতি প্যাট্রিসিয়া বেইলি, সদস্য জন ডাবলিন, রুথ বায়ারড, সুব্রত চৌধুরী, কাজী ইসলাম, ওয়ালটার জনসন, মি. বার্নস উপস্থিত ছিলেন।

সভায় আটলান্টিক সিটি বোর্ড অব এডুকেশন এর বিদায়ী সুপারইনটেনডেনট ব্যারি এস কালডওয়েল তাঁর বিদায়ী বক্তব্য পেশ করেন। তিনি তাঁর আঠাইশ বছরের দীর্ঘ পেশাগত জীবনে তাঁকে সর্বাত্মক সহযোগীতার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

তিনি বিগত চার বছরেরও অধিককাল আটলান্টিক সিটি স্কুল জেলার সুপারইনটেনডেনট হিসাবে দায়িত্ব পালন করেন।

এসময় অভিভাবকদের পক্ষে কয়েকজন বক্তব্য রাখেন।

সভায় অংশগ্রহনকারী পর্ষদ সদস্যরা সভার আলোচ্য সূচী অনুযায়ী বিভিন্ন বিষয়ের উপর সুচিন্তিত মতামত দেন এবং তারই আলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

পর্ষদ সভায় আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল, নিউ জারসি রাজ্যের পক্ষে তদারককারী নব নিযুক্ত সুপারইনটেনডেনট মিসেস লা কোয়েটা স্মল, বোর্ড অব এডুকেশন এর সলিসিটর, সহ সুপারইনটেনডেনট, ব্যবসা প্রশাসকবৃন্দ সহ বিভিন্ন পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির লোকজনও পর্ষদ সভায় অংশ নেন।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশন এর পর্ষদ সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১১:৩৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : আটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশন এর পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে সিটির আটলান্টিক এভিনিউস্থ সিটি সেন্টার ভবনের বোর্ড অব এডুকেশন এর সভা কক্ষে এই পর্ষদ সভা অনুষ্ঠিত হয়।

পর্ষদ সভা সঞ্চালনা করেন সদস্য সচিব এনজি ব্রাউন। সভায় পর্ষদ সভাপতি শে স্টিল, সহ-সভাপতি প্যাট্রিসিয়া বেইলি, সদস্য জন ডাবলিন, রুথ বায়ারড, সুব্রত চৌধুরী, কাজী ইসলাম, ওয়ালটার জনসন, মি. বার্নস উপস্থিত ছিলেন।

সভায় আটলান্টিক সিটি বোর্ড অব এডুকেশন এর বিদায়ী সুপারইনটেনডেনট ব্যারি এস কালডওয়েল তাঁর বিদায়ী বক্তব্য পেশ করেন। তিনি তাঁর আঠাইশ বছরের দীর্ঘ পেশাগত জীবনে তাঁকে সর্বাত্মক সহযোগীতার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

তিনি বিগত চার বছরেরও অধিককাল আটলান্টিক সিটি স্কুল জেলার সুপারইনটেনডেনট হিসাবে দায়িত্ব পালন করেন।

এসময় অভিভাবকদের পক্ষে কয়েকজন বক্তব্য রাখেন।

সভায় অংশগ্রহনকারী পর্ষদ সদস্যরা সভার আলোচ্য সূচী অনুযায়ী বিভিন্ন বিষয়ের উপর সুচিন্তিত মতামত দেন এবং তারই আলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

পর্ষদ সভায় আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল, নিউ জারসি রাজ্যের পক্ষে তদারককারী নব নিযুক্ত সুপারইনটেনডেনট মিসেস লা কোয়েটা স্মল, বোর্ড অব এডুকেশন এর সলিসিটর, সহ সুপারইনটেনডেনট, ব্যবসা প্রশাসকবৃন্দ সহ বিভিন্ন পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির লোকজনও পর্ষদ সভায় অংশ নেন।