আটলান্টিক সিটিতে সীরাতুন্নবী (সা:) মাহফিল অনুষ্ঠিত

- প্রকাশের সময় : ০৮:৩১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
- / ৬৫ বার পঠিত
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : নিউজারসি রাজ্যের আটলান্টিক সিটিতে সীরাতুন্নবী (সা:) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার (২৩ নভেম্বর) বাংলাদেশি আমেরিকানদের দ্বারা পরিচালিত আটলান্টিক এভিনিউ’র মসজিদ আল হেরায় এ মাহফিল অনুষ্ঠিত হয়।
সীরাতুন্নবী (সা:) মাহফিল উদ্বোধন করেন মুনার ন্যাশনাল দাওয়াহ পরিচালক মসজিদ আল হেরার খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. মোহাম্মদ রুহুল আমিন।
এছাড়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন ড. মাওলানা আবুল কালাম আজাদ (বাশার)।
বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর সাবেক ডীন প্রফেসর ড. মাহবুবুর রহমান, মুনার সহকারী নির্বাহী পরিচালক ও কুরআন একাডেমি ফর ইয়াং স্কলারসের অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ শায়খ আহমদ আবু উবাইয়দা।
সভাপতিত্ব করেন মসজিদ আল হেরার সভাপতি নজরুল ইসলাম সোহাগ। সঞ্চালনা করেন ওবায়দুল্লাহ চৌধুরী। এসময় বক্তব্য রাখেন কাজী মো: ইলিয়াস। সঞ্চালনা সহযোগী ছিলেন রিয়াজউদ্দীন চৌধুরী। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ নজরুল ইসলাম।
মাহফিলে আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মলও যোগ দেন। এসময় তিনি মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
মাহফিলে বক্তারা বলেন, মানব জাতিকে মহান আল্লাহ রাব্বুল আলামীন এই দুনিয়াতে প্রেরণ করেছেন তাঁর ইবাদত ও বন্দেগী করার জন্য। আল্লাহর বান্দা হিসেবে মানুষের কাজই হচ্ছে তার খালিক ও মালিক মহান আল্লাহ রাব্বুল আলামীন এর ইবাদত করা। মানুষ কিভাবে আল্লাহর ইবাদত করবে এই পথ ও পদ্ধতি আল্লাহ আমাদেরকে নবী মুহাম্মদ (সাঃ) এর মাধ্যমে শিক্ষা প্রদান করেছেন। মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির একমাত্র পথ হচ্ছে আল্লাহর বিধান ও মহানবী মুহাম্মদ (সা.) এর জীবন আদর্শ অনুসরণ করা। দুনিয়ায় শান্তি, কল্যাণ ও আখেরাতে মুক্তি নিশ্চিত করতে সবাইকে মহানবী (সা.) এর জীবন আদর্শের প্রকৃত অনুসরণ করে এবং সকল ক্ষেত্রে তাঁর আদর্শ মেনে চলার আহবান জানান বক্তারা।
আটলান্টিক সিটি ও এর আশেপাশের শহরে বসবাসরত বিপুল সংখ্যক ধর্মপ্রান মুসলমান মাহফিলে যোগ দেন।
মসজিদ আল হেরা কর্তৃপক্ষের সুব্যবস্হাপনায় বিপুল সংখ্যক মহিলাও অংশ নেয় মাহফিলে।