আটলান্টিক সিটিতে পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত

- প্রকাশের সময় : ১১:৪২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১
- / ৫৫ বার পঠিত
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : আটলান্টিক সিটিতে অনুষ্ঠিত হলো পারিবারিক মিলনমেলা।
স্থানীয় সময় বুধবার (১৫ ডিসেম্বর) রাতে এবসিকন শহরের একটি ভেনুতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠিত পারিবারিক মিলনমেলার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল কথামালা, সংগীত অনুষ্ঠান, নৃত্যানুষঠান ও নৈশভোজ।
পারিবারিক মিলনমেলায় আটলান্টিক কাউন্টির ডেমোক্র্যাট কমিটির চেয়ারম্যান মাইক সুলেমান, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, প্রেস ক্লাব অব আটলান্টিক সিটির সভাপতি আকবর হোসেন, সাধারন সম্পাদক মো: শাহীন, প্রভীন ভিগ, আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ফারুক তালুকদার, সুমন মজুমদার, বিনোদ ভেলোর, রকি, দীপক, শান্তনু সরকার, কবির হোসেন, অপরাজিতা সরকার প্রমুখ উপস্হিত ছিলেন।
পারিবারিক মিলনমেলায় অংশগ্রহণকারীরা শুভেচছা বিনিময় শেষে গালগল্পে মেতে ওঠেন। এরই মাঝে কেউ কেউ সংগীত পরিবেশন করেন। সংগীত অনুষ্ঠানের পর শুরু হয় নৈশভোজ। বিভিন্ন ধরনের উপাদেয় খাবার খেয়ে সবাই তৃপ্তির ঢেঁকুর তোলেন।
পারিবারিক মিলনমেলার সর্বশেষ আয়োজন ছিল সংগীতের মূর্ছণায় নৃত্য অনুষ্ঠান। মিলনমেলায় অংশগ্রহণকারীদের অনেকেই বাদ্যের তালে তালে পা মেলান। অনেকেই আবার উদ্দাম নৃত্যে মেতে ওঠেন।