আগামী সপ্তাহে তালেবানের সাথে আলোচনা শুরু যুক্তরাষ্ট্রের

- প্রকাশের সময় : ০৬:১২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১
- / ৬১ বার পঠিত
যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহে কাতারে তালেবানের সঙ্গে ফের আলোচনা শুরু করবে। আলোচনায় আফগানিস্তানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি দেশটিতে চলমান মানবিক সংকটের বিষয় গুরুত্ব পাবে।
স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (২৩ নভেম্বর) যুক্তরাষ্ট্র পররাষ্ট্র বিভাগের মুখপাত্র নেড প্রাইস জানান, আফগানিস্তান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি টম ওয়েস্ট যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। দুই সপ্তাহ ধরে এ আলোচনা করার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, উভয় পক্ষ আমাদের গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থ নিয়ে আলোচনা করবে। এসব স্বার্থের মধ্যে রয়েছে ইসলামিক স্টেট গ্রুপ ও আল-কায়েদার বিরুদ্ধে সন্ত্রাসবাদ দমন অভিযান, মানবিক সহযোগিতা, আফগানিস্তানের বিধ্বস্ত অর্থনীতি এবং ২০ বছরের যুদ্ধ চলাকালে সেখানে যুক্তরাষ্ট্রের পক্ষে কাজ করা আফগান ও যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপদে আফগানিস্তানের বাইরে সরিয়ে নেয়ার বিষয়ে আলোচনা করবে।
দুই সপ্তাহ আগে পাকিস্তানে তালেবানের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাত করেন ওয়েস্ট। এ সাক্ষাতের পর এখন কাতারে তালেবান-যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা ফের শুরু হতে যাচ্ছে।
গত ৯ থেকে ১০ অক্টোবর কাতারের রাজধানী দোহায় দুই পক্ষের মধ্যে প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয়।
যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে তাদের সৈন্য প্রত্যাহার করে নেয়া পর আগস্ট মাসে তালেবান দেশটির ক্ষমতা দখল করে নেয়। -এএফপি