অ্যাপল আর বিশ্বের সবথেকে ধনী কোম্পানি নয়
- প্রকাশের সময় : ১১:৩৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪
- / ১২৬ বার পঠিত
হককথা ডেস্ক : শুক্রবার ট্রেডিং শেষে বিশ্বের সবথেকে ধনী কোম্পানির তালিকায় শীর্ষে উঠে এসেছে মাইক্রোসফ্ট। তারা ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্রের আরেক প্রযুক্তি জায়ান্ট অ্যাপলকে। গত কয়েক মাস ধরেই মাইক্রোসফটের শেয়ারের দাম বাড়ছে। গত বছরজুড়ে দারুণ পার্ফরমেন্স দেখিয়েছে কোম্পানিট। অপরদিকে অ্যাপল বেশ কয়েকটি বাধার সম্মুখীন হয়েছে।
মাইক্রোসফটের এই উত্থানের পেছনে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার পেছনে বিপুল বিনিয়োগ। সিয়াটল-ভিত্তিক প্রতিষ্ঠানটি এ ক্ষেত্রে অন্য সবাইকে ছাড়িয়ে গেছে। বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। আর সেই সুবিধাই পাচ্ছে মাইক্রোসফট।মাইক্রোসফটের শেয়ার এ সপ্তাহে তিন শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এর বাজারমূল্য ২.৮৯ ট্রিলিয়ন ডলার। অপরদিকে অ্যাপলের শেয়ারের দাম কমেছে তিন শতাংশ।
ফলে কোম্পানিটির বর্তমান মূল্য কমে দাঁড়িয়েছে ২.৮৭ ট্রিলিয়ন ডলার। এর আগে ২০২১ সালেও অ্যাপলকে টেক্কা দিয়েছিল মাইক্রোসফট। তবে সংক্ষিপ্ত সময়ের জন্য তারা শীর্ষে ছিল। অ্যাপলের শেয়ার গত ১৪ই ডিসেম্বর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। তখন কোম্পানিটির মূল্য দাঁড়ায় ৩.০৮১ ট্রিলিয়ন ডলার। সূত্র : মানবজিমন
সাথী / হককথা