অভিবাসন প্রত্যাশীদের জন্তু বললেন ট্রাম্প!
- প্রকাশের সময় : ০৪:২১:২১ পূর্বাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪
- / ৭৭ বার পঠিত
যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশকারী অভিবাসন প্রত্যাশীদের জন্তু হিসেবে উল্লেখ করে আবার নতুন বিতর্ক উস্কে দিলেন সাবেক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় গেলে অবৈধদের যুক্তরাষ্ট্র থেকে তাড়ানোরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২ এপ্রিল) মিশিগানে নির্বাচনী প্রচারণায় অবৈধ অভিবাসীদের কারণে সৃষ্ট সংকট নিয়ে কথা বলতে গিয়ে বিতর্কিত মন্তব্যটি করেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। তিনি বলেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসসহ ডেমোক্রেট দলের শীর্ষ নেতারা জন্তু শব্দটি ব্যবহার না করার অনুরোধ জানালেও তা মানবেন না। কারণ, অবৈধভাবে যারা যুক্তরাষ্ট্রে ঢুকেছেন তারা এই শব্দেরই উপযুক্ত। এতে অনুপ্রবেকারীদের অপরাধে জড়িয়ে পড়ার পরিসংখ্যান টেনেছেন তিনি। তার দাবি, এটি নিয়ন্ত্রণে বর্তমান প্রশাসনের ব্যর্থতার সুযোগে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানসিক রোগী, অপরাধী, খুনি, মাদক কারবারিরা যুক্তরাষ্ট্রে ঢুকে পড়ছে। বাড়ছে অপরাধ।
ট্রাম্পের দাবি, অনুপ্রবেশকারীরা শুধু উত্তর আমেরিকা থেকে নয়; আসছে কঙ্গো, ইয়েমেন, সোমালিয়া, সিরিয়া থেকে। তিনি জানান, গত কয়েক মাসে চীন থেকে অন্তত ২৯ হাজার মানুষের অনুপ্রবেশ ঘটেছে। যাদের বয়স সেনাবাহিনীতে কাজ করার উপযোগী ১৯ থেকে ২৬ বছরের মধ্যে। এটিকে খুবই উদ্বেগজনক বলে উল্লেখ করেন ট্রাম্প। সূত্র: রয়টার্স