নিউইয়র্ক ১১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

অবশেষে স্টীমুলাস বিলে প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষর

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:২০:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০
  • / ৫৮ বার পঠিত

হককথা ডেস্ক: অবশেষে করোনা মহামারি মোকাবিলা এবং অন্যান্য খরচ বিষয়ক ২.৩ ট্রিলিয়ন ডলারের বিলে (দ্বিতীয় স্টীমুলাস) স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবসান হলো সকল জল্পনা-কল্পনার। এর মধ্য দিয়ে প্রশাসন আর আমেরিকানদের মাঝে ফিরে এলো স্বস্তি। রোববার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় ওই বিলে তিনি স্বাক্ষর করায় তা এখন আইনে পরিণত হলো।
বার্তা সংস্থা রয়টার্স-এর খবরে বলা হয়, গত ৩ নভেম্বরের নির্বাচনে পরাজিত ট্রাম্পকে আগামী ২০ জানুয়ারী হোয়াইট হাউজ ছাড়তে হবে। তিনি এই বিলে স্বাক্ষর করবেন না বলে আগে জানিয়েছিলেন। এর ফলে ফেডারেল সরকারে অচলাবস্থা দেখা দেবে বলে হুঁশিয়ারি দেয়া হয়। কড়া সমালোচনা ওঠে ট্রাম্পের বিরুদ্ধে। অবশেষে তিনি নিজের অবস্থান থেকে সরে এসেছেন। নিজের দল রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের সমালোচনা, চাপের মুখে তিনি এই বিলে স্বাক্ষর করেছেন।
এদিকে উল্লেখিত বিল নিয়ে যুক্তরাষ্ট্র সরকারে যখন সঙ্কট আসন্ন, তখন রোববার দিনও তিনি গলফ খেলছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তখন তিনি বড়দিন উদযাপনে ফ্লোরিডায় অবস্থান করছিলেন। তিনি দাবি করছিলেন কংগ্রেসের পাস করা এই বিলের আকার আরো বড় করতে হবে, যাতে আমেরিকানরা প্রণোদনা হিসেবে ২০০০ ডলার করে পান। শেষ পর্যন্ত কেন তিনি তাঁর মানসিকতা পরিবর্তন করেছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায় নি।
এর আগে বড়দিনের শুভেচ্ছায় নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পকে বিলটিতে স্বাক্ষর করার আহবান করেছিলেন।
উল্লেখ্য, করোনায় আমেরিকানদের জীবনযাত্রা বিধ্বস্ত হয়ে পড়েছে। লাখ লাখ আমেরিকানকে বেকার ভাতা গ্রহণ করতে হচ্ছে, কর্মহীন হয়ে পড়েছেন লাখ লাখ লোক। দ্বিতীয় স্টিমুলাস বিলে কাগজপত্র বিহীন অভিবাসীদেরও অন্তর্ভূক্ত করা হয়েছে। মহামারি করোনায় বিপর্যস্ত কাগজপত্র বিহীন অভিবাসীরাও পাবেন ফেডারেল সহায়তা।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

অবশেষে স্টীমুলাস বিলে প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষর

প্রকাশের সময় : ১২:২০:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০

হককথা ডেস্ক: অবশেষে করোনা মহামারি মোকাবিলা এবং অন্যান্য খরচ বিষয়ক ২.৩ ট্রিলিয়ন ডলারের বিলে (দ্বিতীয় স্টীমুলাস) স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবসান হলো সকল জল্পনা-কল্পনার। এর মধ্য দিয়ে প্রশাসন আর আমেরিকানদের মাঝে ফিরে এলো স্বস্তি। রোববার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় ওই বিলে তিনি স্বাক্ষর করায় তা এখন আইনে পরিণত হলো।
বার্তা সংস্থা রয়টার্স-এর খবরে বলা হয়, গত ৩ নভেম্বরের নির্বাচনে পরাজিত ট্রাম্পকে আগামী ২০ জানুয়ারী হোয়াইট হাউজ ছাড়তে হবে। তিনি এই বিলে স্বাক্ষর করবেন না বলে আগে জানিয়েছিলেন। এর ফলে ফেডারেল সরকারে অচলাবস্থা দেখা দেবে বলে হুঁশিয়ারি দেয়া হয়। কড়া সমালোচনা ওঠে ট্রাম্পের বিরুদ্ধে। অবশেষে তিনি নিজের অবস্থান থেকে সরে এসেছেন। নিজের দল রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের সমালোচনা, চাপের মুখে তিনি এই বিলে স্বাক্ষর করেছেন।
এদিকে উল্লেখিত বিল নিয়ে যুক্তরাষ্ট্র সরকারে যখন সঙ্কট আসন্ন, তখন রোববার দিনও তিনি গলফ খেলছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তখন তিনি বড়দিন উদযাপনে ফ্লোরিডায় অবস্থান করছিলেন। তিনি দাবি করছিলেন কংগ্রেসের পাস করা এই বিলের আকার আরো বড় করতে হবে, যাতে আমেরিকানরা প্রণোদনা হিসেবে ২০০০ ডলার করে পান। শেষ পর্যন্ত কেন তিনি তাঁর মানসিকতা পরিবর্তন করেছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায় নি।
এর আগে বড়দিনের শুভেচ্ছায় নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পকে বিলটিতে স্বাক্ষর করার আহবান করেছিলেন।
উল্লেখ্য, করোনায় আমেরিকানদের জীবনযাত্রা বিধ্বস্ত হয়ে পড়েছে। লাখ লাখ আমেরিকানকে বেকার ভাতা গ্রহণ করতে হচ্ছে, কর্মহীন হয়ে পড়েছেন লাখ লাখ লোক। দ্বিতীয় স্টিমুলাস বিলে কাগজপত্র বিহীন অভিবাসীদেরও অন্তর্ভূক্ত করা হয়েছে। মহামারি করোনায় বিপর্যস্ত কাগজপত্র বিহীন অভিবাসীরাও পাবেন ফেডারেল সহায়তা।