অনুষ্ঠান চলাকালীন ছিটকে পড়লেন জো বাইডেন
- প্রকাশের সময় : ১১:৫১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩
- / ৩৪ বার পঠিত
হককথা ডেস্ক : যুক্তরাষ্ট্রের কলোরাডোতে বিমান বাহিনী একাডেমির একটি গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে সনদ হস্তান্তরের সময় ছিটকে পড়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। বিবিসি ৮০ বছর বয়সী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে কর্মকর্তারা ধরে দাঁড়াতে সাহায্য করেন। তিনি শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হননি। হোয়াইট হাউসের কমিউনিকেশনস ডিরেক্টর বলেন, প্রেসিডেন্ট ভালো আছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ৯২১ জন গ্র্যাজুয়েট ক্যাডেটের প্রত্যেকের সঙ্গে হাত মেলাতে প্রায় দেড় ঘণ্টা দাঁড়িয়ে ছিলেন বাইডেন।
ওইদিন সন্ধ্যায় হোয়াইট হাউজে ফিরে সাংবাদিকদের হাসিমুখে প্রেসিডেন্ট বলেন, ‘আমি ভারী বস্তা হয়ে গেছি।’ এর আগে হোয়াইট হাউজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঞ্চে ওঠার সময় একটি কালো বালির ব্যাগে দাঁড়িয়ে ছিলেন বাইডেন। সেখান থেকে পড়ে যাওয়ার কিছুক্ষণ পরে অনুষ্ঠান শেষ হলে তাকে অসহায়ভাবে আসনে ফিরে যেতে দেখা যায়। পরে তিনি মোটর শোভাযাত্রায় ফিরে যান।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে বলেছেন, বাইডেন পুরোপুরি সুস্থ বোধ করছেন এবং হাসিমুখে বিমানে উঠেছেন। সমালোচকরা বলছেন, বাইডেন দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অনেক বেশি বয়সী। সাম্প্রতিক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের বেশিরভাগ ভোটারই বাইডেনের বয়স নিয়ে উদ্বিগ্ন। জিতলে দ্বিতীয় মেয়াদের শুরুতে তার বয়স হবে ৮২ বছর। সাইকেল থেকে পড়ে যাওয়া, এয়ার ফোর্সের সিঁড়ি বেয়ে ওঠার পথে পড়ে যাওয়া- এসব বিষয় বাইডেনের বয়স নিয়ে উদ্বেগ বাড়িয়ে তুলতে পারে দেশজুড়ে।
সুমি/হককথা