বিজ্ঞাপন :
হোয়াইট হাউসের বাইরে গুলি
রিপোর্ট:
- প্রকাশের সময় : ০৮:৩৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মে ২০১৬
- / ৭৪৬ বার পঠিত
লন্ডন: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের বাইরে বাংলাদেশ সময় ২০ মে শুক্রবার গভীর রাতে গুলির ঘটনা ঘটেছে। এবিসি নিউজকে পুলিশ জানায়, গোয়েন্দা বাহিনীর একজন সদস্য হোয়াইট হাউসের পশ্চিম পাশে একটি তল্লাশি কেন্দ্রে এক অস্ত্রধারীকে গুলি করেছেন। তাঁর অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনার পর হোয়াইট হাউস বন্ধ করে দেওয়া হয়। জারি করা হয় সর্বোচ্চ সতর্কতা। ঘটনার সময় মেরিল্যান্ডে গলফ খেলছিলেন প্রেসিডেন্ট বারাক ওবামা।