নিউইয়র্ক ১২:২০ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

যুক্তরাষ্ট্রে দাবানলে মৃত্যু বেড়ে ২৫, অরেগনে বহু লোক নিখোঁজ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:২৮:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০
  • / ৩৪ বার পঠিত

This photo taken by Talent, Ore., resident Kevin Jantzer shows the destruction of his hometown as wildfires ravaged the central Oregon town near Medford late Tuesday, Sept. 8, 2020. (Kevin Jantzer via AP)

হককথা ডেস্ক: যুক্তরাষ্ট্রের অন্তত তিনটি অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়েছে তীব্র দাবানল। ভয়াবহ ও নজিরবিহীন মাত্রায় জ্বলছে অরেগন, ওয়াশিংটন ও ক্যালিফোর্নিয়ার উপকূলীয় বনাঞ্চল। আগুনে হাজার হাজার ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। মৃত্যু হয়েছে অন্তত ২৫ জনের। আগুন থেকে বাঁচতে ঘরবাড়ি ছাড়ছেন লাখ লাখ অধিবাসী। প্রাণঘাতী দাবানলে অরেগন রাজ্যে কয়েক ডজন লোক নিখোঁজ রয়েছেন বলে রাজ্যটির গভর্নর কেইট ব্রাউন জানিয়েছেন। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য সফরে যাচ্ছেন। সেখানে তিনি জরুরি সার্ভিসের প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।
সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে: অরেগন রাজ্যে ইতোমধ্যে পুড়ে ছাই হয়ে গেছে অন্তত পাঁচটি শহর। প্রায় ৫ লাখ বাসিন্দা নিরাপদ স্থানে সরে গেছে। অরেগনে দমকল কর্মীরা ১৬টি বড় দাবানলের সঙ্গে লড়াই করছেন। এখানে ৪০ হাজার লোককে বাধ্যতামূলকভাবে এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
অরেগনের ইমারজেন্সি ম্যানেজমেন্ট দফতর (ওইএম) জানিয়েছে, দাবানলে এ পর্যন্ত ছয় জনের মৃত্যু হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে সতর্ক করেছেন রাজ্যটির কর্মকর্তারা। দাবানলের কারণে লোকজন ঘরবাড়ি ছেড়ে যাওয়ার পর ওরেগনের কোনো কোনো এলাকায় লুটপাটের ঘটনা ঘটেছে বলে খবর হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ ও লুটপাট ঠেকাতে অরেগন ন্যাশনাল গার্ড ও ওরেগন রাজ্য পুলিশকে দায়িত্ব দেয়া হয়েছে বলে গভর্নর কেইট ব্রাউন জানিয়েছেন। নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে বাসিন্দাদের দাবানল আক্রান্ত এলাকাগুলোর বাইরে চলে যাওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টারএজেন্সি ফায়ার সেন্টারের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সপ্তাহগুলোতে দাবানলে মোট ৪৫ লাখ একর এলাকা পুড়ে ছাই হয়েছে যা যুক্তরাষ্ট্রের কেনেটিকাট রাজ্য থেকেও বড় একটি এলাকা।
অপরদিকে যুক্তরাষ্টের পশ্চিম উপকূলে ছড়িয়ে পড়া ভয়ংকর দাবানল নেভাতে শুক্রবার ২০ হাজারের বেশি দমকলকর্মী প্রাণপণ লড়াই করেছেন, শীতল আবহাওয়া অনুকূলে থাকায় দাবানল স্তিমিত হবে বলে আশা করা হচ্ছে। ক্যালিফোর্নিয়া, অরেগন ও ওয়াশিংটন অঙ্গরাজ্যে কয়েক ডজন বিধ্বংসী দাবানলে প্রকৃত ক্ষয়ক্ষতি নিরুপন করা কঠিন হয়ে পড়েছে, তবে চলতি সপ্তাহে এ পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। আগুনের কারণে এখনো ব্যাপক এলাকা বিচ্ছিন্ন রয়েছে।
নর্থ কমপ্লেক্স ফায়ার এলাকা পরিদর্শনকালে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম সতর্ক করে বলেছেন, ‘আমরা আশঙ্কা করছি ধোঁয়া কেটে যাওয়ার পর আগুনে ক্ষতিগ্রস্ত এলাকায় গেলে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে।’
সপ্তাহের শুরুর দিকে তীব্র, শুষ্ক বাতাস এবং তাপদাহে অরোভিল সিটির দিকে চলমান দাবানলে বুট্টি কাউন্ট্রিতে ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তবে নিউসম বলেন, আবহাওয়া অনুকূলে আসতে শুরু করেছে। বাতাসের প্রবাহ কমেছে এবং কয়েক দিনের মধ্যে বৃষ্টি হওয়ার পূর্বাভাস পাওয়া গেছে।
পরিস্থিতির উন্নতির আশা প্রকাশ করে অরেগনের গভর্নর বলেন, ১০ লাখ একর ভূমি দাবানলে পুড়ে গেছে, তিনজনের মৃত্যু হয়েছে এবং আরো অনেকের খোঁজ পাওয়া যায়নি। অরেগনে ৪০ হাজার লোক ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে এবং ৫০ হাজার লোককে সরিয়ে নেয়ার জন্য সতর্ক করা হয়েছে। তিনি আশা করছেন, আবহাওয়া শীতল হয়ে আসলে আগামী কয়েক দিনে পরিস্থিতির উন্নতি হবে।
ক্যালিফোর্নিয়ার ওয়েস্ট কোস্টে ঘন কুয়াশা ও রেকর্ড অগ্নিকান্ডে দম বন্ধ হয়ে এ পর্যন্ত ২৭ জন প্রাণ হারিয়েছে। কর্মকর্তারা আরো প্রাণহানির আশঙ্কা করছেন। নজিরবিহীন এই আগুন প্রায় ৫০ লাখ একর এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে, যার আয়তন প্রায় নিউজার্সী অঙ্গরাজ্যের সমান। এদিকে নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্ব›দ্বী প্রার্থী জো বাইডেন এ অগ্নিকান্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত বলে মন্তব্য করেছেন।
ক্যালিফোর্নিয়ার ইমার্জেন্সি সার্ভিসের প্রধানদের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনার কথা জানান ট্রাম্প। যারা আগুন নিয়ন্ত্রণে প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, চলতি বছর এ রাজ্যের ৩ কোটি ২০ লাখ একরেরও বেশি এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা রয়টার্স/বিবিসি।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে দাবানলে মৃত্যু বেড়ে ২৫, অরেগনে বহু লোক নিখোঁজ

প্রকাশের সময় : ১২:২৮:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০

হককথা ডেস্ক: যুক্তরাষ্ট্রের অন্তত তিনটি অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়েছে তীব্র দাবানল। ভয়াবহ ও নজিরবিহীন মাত্রায় জ্বলছে অরেগন, ওয়াশিংটন ও ক্যালিফোর্নিয়ার উপকূলীয় বনাঞ্চল। আগুনে হাজার হাজার ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। মৃত্যু হয়েছে অন্তত ২৫ জনের। আগুন থেকে বাঁচতে ঘরবাড়ি ছাড়ছেন লাখ লাখ অধিবাসী। প্রাণঘাতী দাবানলে অরেগন রাজ্যে কয়েক ডজন লোক নিখোঁজ রয়েছেন বলে রাজ্যটির গভর্নর কেইট ব্রাউন জানিয়েছেন। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য সফরে যাচ্ছেন। সেখানে তিনি জরুরি সার্ভিসের প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।
সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে: অরেগন রাজ্যে ইতোমধ্যে পুড়ে ছাই হয়ে গেছে অন্তত পাঁচটি শহর। প্রায় ৫ লাখ বাসিন্দা নিরাপদ স্থানে সরে গেছে। অরেগনে দমকল কর্মীরা ১৬টি বড় দাবানলের সঙ্গে লড়াই করছেন। এখানে ৪০ হাজার লোককে বাধ্যতামূলকভাবে এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
অরেগনের ইমারজেন্সি ম্যানেজমেন্ট দফতর (ওইএম) জানিয়েছে, দাবানলে এ পর্যন্ত ছয় জনের মৃত্যু হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে সতর্ক করেছেন রাজ্যটির কর্মকর্তারা। দাবানলের কারণে লোকজন ঘরবাড়ি ছেড়ে যাওয়ার পর ওরেগনের কোনো কোনো এলাকায় লুটপাটের ঘটনা ঘটেছে বলে খবর হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ ও লুটপাট ঠেকাতে অরেগন ন্যাশনাল গার্ড ও ওরেগন রাজ্য পুলিশকে দায়িত্ব দেয়া হয়েছে বলে গভর্নর কেইট ব্রাউন জানিয়েছেন। নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে বাসিন্দাদের দাবানল আক্রান্ত এলাকাগুলোর বাইরে চলে যাওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টারএজেন্সি ফায়ার সেন্টারের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সপ্তাহগুলোতে দাবানলে মোট ৪৫ লাখ একর এলাকা পুড়ে ছাই হয়েছে যা যুক্তরাষ্ট্রের কেনেটিকাট রাজ্য থেকেও বড় একটি এলাকা।
অপরদিকে যুক্তরাষ্টের পশ্চিম উপকূলে ছড়িয়ে পড়া ভয়ংকর দাবানল নেভাতে শুক্রবার ২০ হাজারের বেশি দমকলকর্মী প্রাণপণ লড়াই করেছেন, শীতল আবহাওয়া অনুকূলে থাকায় দাবানল স্তিমিত হবে বলে আশা করা হচ্ছে। ক্যালিফোর্নিয়া, অরেগন ও ওয়াশিংটন অঙ্গরাজ্যে কয়েক ডজন বিধ্বংসী দাবানলে প্রকৃত ক্ষয়ক্ষতি নিরুপন করা কঠিন হয়ে পড়েছে, তবে চলতি সপ্তাহে এ পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। আগুনের কারণে এখনো ব্যাপক এলাকা বিচ্ছিন্ন রয়েছে।
নর্থ কমপ্লেক্স ফায়ার এলাকা পরিদর্শনকালে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম সতর্ক করে বলেছেন, ‘আমরা আশঙ্কা করছি ধোঁয়া কেটে যাওয়ার পর আগুনে ক্ষতিগ্রস্ত এলাকায় গেলে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে।’
সপ্তাহের শুরুর দিকে তীব্র, শুষ্ক বাতাস এবং তাপদাহে অরোভিল সিটির দিকে চলমান দাবানলে বুট্টি কাউন্ট্রিতে ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তবে নিউসম বলেন, আবহাওয়া অনুকূলে আসতে শুরু করেছে। বাতাসের প্রবাহ কমেছে এবং কয়েক দিনের মধ্যে বৃষ্টি হওয়ার পূর্বাভাস পাওয়া গেছে।
পরিস্থিতির উন্নতির আশা প্রকাশ করে অরেগনের গভর্নর বলেন, ১০ লাখ একর ভূমি দাবানলে পুড়ে গেছে, তিনজনের মৃত্যু হয়েছে এবং আরো অনেকের খোঁজ পাওয়া যায়নি। অরেগনে ৪০ হাজার লোক ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে এবং ৫০ হাজার লোককে সরিয়ে নেয়ার জন্য সতর্ক করা হয়েছে। তিনি আশা করছেন, আবহাওয়া শীতল হয়ে আসলে আগামী কয়েক দিনে পরিস্থিতির উন্নতি হবে।
ক্যালিফোর্নিয়ার ওয়েস্ট কোস্টে ঘন কুয়াশা ও রেকর্ড অগ্নিকান্ডে দম বন্ধ হয়ে এ পর্যন্ত ২৭ জন প্রাণ হারিয়েছে। কর্মকর্তারা আরো প্রাণহানির আশঙ্কা করছেন। নজিরবিহীন এই আগুন প্রায় ৫০ লাখ একর এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে, যার আয়তন প্রায় নিউজার্সী অঙ্গরাজ্যের সমান। এদিকে নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্ব›দ্বী প্রার্থী জো বাইডেন এ অগ্নিকান্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত বলে মন্তব্য করেছেন।
ক্যালিফোর্নিয়ার ইমার্জেন্সি সার্ভিসের প্রধানদের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনার কথা জানান ট্রাম্প। যারা আগুন নিয়ন্ত্রণে প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, চলতি বছর এ রাজ্যের ৩ কোটি ২০ লাখ একরেরও বেশি এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা রয়টার্স/বিবিসি।