যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রবীণতম বিচারকের মৃত্যু

- প্রকাশের সময় : ১১:৪০:১০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০
- / ৩৮ বার পঠিত

Supreme Court Associate Justice Ruth Bader Ginsburg arrives discusses the Supreme Court?s recent term in a lecture to first year students at the Georgetown University Law Center, on September 26, 2018 in Washington, D.C. Photo by Kevin Dietsch/UPI (Newscom TagID: upiphotostwo627632.jpg) [Photo via Newscom]
হককথা ডেস্ক: যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের সবচেয়ে প্রবীণ বিচারপতি রুথ বেডার গিন্সবার্গ (৮৭) মারা গেছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ওয়াশিংটন ডিসির নিজ বাড়িতে যুক্তরাষ্ট্রের নারী অধিকার আন্দোলনের অন্যতম এই পথিকৃতের মৃত্যু হয়। চলতি বছরের শুরুর দিকে গিন্সবার্গ জানিয়েছিলেন, তিনি ক্যান্সারে আক্রান্ত। তার কেমোথেরাপি চলছে। যুক্তরাষ্ট্রে উদারপন্থী নারীবাদীদের অন্যতম আদর্শ ছিলেন গিন্সবার্গ। দেশটির সর্বোচ্চ আদালতে ২৭ বছর বিচারপতির দায়িত্ব পালন করেছেন তিনি। খবর বিবিসি’র।
বিচারপতি রুথ-এর পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, তিনি দীর্ঘদিন ধরেই অগ্ন্যাশয়ের ক্যান্সারে ভুগছিলেন।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন রবার্টস এক বিবৃতিতে বলেছেন, ‘জাতি ঐতিহাসিক মর্যাদার এক বিচারপতিকে হারাল। সুপ্রিম কোর্টে আমরা এক স্নেহধন্য সহকর্মীকে হারালাম। আজ আমরা এই আত্মবিশ্বাসের সঙ্গে শোক প্রকাশ করছি যে, ভবিষ্যৎ প্রজন্ম রুথ বডার গিন্সবার্গকে ন্যায়বিচারের এক অক্লান্ত এবং দৃঢ় চ্যাম্পিয়ন হিসেবেই মনে রাখবে।’
অপরদিকে বিচারপতি গিন্সবার্গের মৃত্যুতে দেশটির সর্বোচ্চ আদালতে তার স্থলাভিষিক্ত কে হবেন তা নিয়ে নতুন জল্পনা-কল্পনা শুরু হয়েছে। বিশেষ করে, আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বিষয়টি বেশ বড় ইস্যু হয়ে উঠবে বলে বিশ্লেকরা মনে করছেন।