নিউইয়র্ক ১০:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫, ৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

মৃত্যুঃ ১২,৮৪১, আক্রান্ত ৪০০,০০০, আরোগ্য ২১,৬৭৪ : আমেরিকার ৩০ রাজ্যে কেউ আরোগ্য হয়নি : করোনা পরিস্থিতি নাজুক

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৯:৩৪:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০
  • / ২২৭ বার পঠিত

এমদাদ চৌধুরী দীপু: চার লাখ অতিক্রম করলো আমেরিকায় করোনায় আক্রান্তের সংখ্যা। আমেরিকার বড়শহর, দ্বীপ রাজ্যসহ ছোট বড় ৩০টি রাজ্যে কেউ সুস্থ হওয়ার খবর পাওয়া যায়নি। পৃথিবীর শীর্ষ করোনা আক্রান্ত দেশের এমন চিত্র হতাশার। এর বিপরীতে ২৩টি রাজ্যে কিংবা বড় শহরে আরোগ্য লাভ করেছেন ২১হাজার ৬৭৪জন।
কেউ আরোগ্যলাভ করেনি এমন বড় রাজ্যের মধ্যে রয়েছে- লুসিয়ানা, জর্জিয়া, ভার্জিনিয়া, ইন্ডিয়ানা, ওয়াশিংটন, টেক্সাস, পেনসেলভেনিয়া, কানেকটিকাট, ফ্লোরিডা, ইলিনইস। এর বিপরীতে ২৩রাজ্যে ইতিমধ্যে আরোগ্যলাভ করেছেন ২১,৬৭৪জন। আরোগ্যলাভকারী উল্লেখযোগ্য রাজ্যের মধ্যে রয়েছে- নিউইয়র্ক ১৩,০০০ জন, ম্যাসাজুসেট অঙ্গরাজ্যে ৩২১৮জন, নিউজার্সীতে ৯২জন, মিশিগানে মাত্র ৫জন, ক্যালিফোর্নিয়ায় ৩০৭জন, এছাড়া আরো কিছু অঙ্গরাজ্যে আক্রান্ত রোগীর বিপরীতে আরোগ্য আশাব্যঞ্জক। নিউ হেম্পশায়ার অঙ্গরাজ্যে মারা গেছেন ৯জন, এর বিপরীতে আরোগ্যলাভকারী ১৫১জন। এদিকে ওয়াশিংটন ডিসিতে মারা গেছেন ২৩জন, সুস্থ হয়েছেন ৩১৮জন।
আমেরিকায় বর্তমানে করোনা আক্রান্ত রোগী চার লাখ এর উপরে। মারা গেছেন ১২,৮৪১জন। এদিকে নিউইয়র্কে আক্রান্ত ১,৩৮,৮৬৩জন, মারা গেছেন ৫৪৮৯জন। এখানে লাফিয়ে লাফিয়ে মৃত্যু আর আক্রান্ত মানুষের সংখ্যা বৃদ্বি উদ্বেগ আর আতংক বৃদ্বি করেছে সবার মাঝে। আক্রান্ত রোগী বিবেচনায় এখন বিশ্বের শীর্ষদেশ করোনা ভাইরাস আক্রান্ত আমেরিকা। এদিকে রাস্তায় বের হয়ে এবং অনেক প্রবাসীর সাথে কথা বলে জানা গেছে লকডাউনেও বেপরোয়া নিউইয়র্কবাসী। উল্লেখযোগ্য সংখ্যক গাড়ি রাস্তায় চলাচল করছে। এছাড়া বিপুল সংখ্যক মানুষ রাস্তায় চলাচল করছেন।
আমেরিকায় প্রাণঘাতি রোগ করোনার আজকের (৭ এপ্রিল) চিত্র হতাশাজনক এবং সামগ্রিক বিবেচনায় অবনতিশীল। শুধু নিউইয়র্কে একদিনে করোনায় মারা গেছেন ৭৩১জন । শুধু নিউইয়র্ক নয় করোনায় আক্রান্ত এখন আমেরিকার ৫০টি অঙ্গরাজ্য। আমেরিকাজুড়ে এখন শোকের ছায়া। বাড়ছে মৃত্যুর মিছিল, আর্তনাদ আহাজারী। হাসপাতালে বাড়তি চাপ। করোনা রোগীদের জন্য পর্যাপ্ত পৃথক ব্যবস্থা না থাকায় রোগী এবং স্বজনদের অভিযোগ বাড়ছে, বাড়ছে হতাশা-ক্ষোভ।
প্রায় এশিয়া মহাদেশের মত আয়তনের এই দেশে সারা বিশ্বের মানুষের বসবাস। বিশ্বের যোগাযোগ আমেরিকার সাথে বেশী অন্য যে কোন দেশের চেয়ে। ফলে বৈশ্বিক করোনা ভাইরাস এই দেশে ভয়াবহ আকার ধারন করছে ক্রমেই। উর্ধ্বমুখী অবস্থা সামাল দেয়া সম্বব হচ্ছেনা নানা চেস্টায়।
বিশ্বজুড়ে চলছে করোনার ভ্যাকসিন আবিস্কারের চেষ্টা। বিজ্ঞানীরা বার বার তাদের আশার কথা শুনাচ্ছেন। পরীক্ষামূলক ইনজেকশন প্রয়োগ চলছে।
নিউইয়র্ক, ০৭এপ্রিল,২০২০

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

About Author Information

মৃত্যুঃ ১২,৮৪১, আক্রান্ত ৪০০,০০০, আরোগ্য ২১,৬৭৪ : আমেরিকার ৩০ রাজ্যে কেউ আরোগ্য হয়নি : করোনা পরিস্থিতি নাজুক

প্রকাশের সময় : ০৯:৩৪:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০

এমদাদ চৌধুরী দীপু: চার লাখ অতিক্রম করলো আমেরিকায় করোনায় আক্রান্তের সংখ্যা। আমেরিকার বড়শহর, দ্বীপ রাজ্যসহ ছোট বড় ৩০টি রাজ্যে কেউ সুস্থ হওয়ার খবর পাওয়া যায়নি। পৃথিবীর শীর্ষ করোনা আক্রান্ত দেশের এমন চিত্র হতাশার। এর বিপরীতে ২৩টি রাজ্যে কিংবা বড় শহরে আরোগ্য লাভ করেছেন ২১হাজার ৬৭৪জন।
কেউ আরোগ্যলাভ করেনি এমন বড় রাজ্যের মধ্যে রয়েছে- লুসিয়ানা, জর্জিয়া, ভার্জিনিয়া, ইন্ডিয়ানা, ওয়াশিংটন, টেক্সাস, পেনসেলভেনিয়া, কানেকটিকাট, ফ্লোরিডা, ইলিনইস। এর বিপরীতে ২৩রাজ্যে ইতিমধ্যে আরোগ্যলাভ করেছেন ২১,৬৭৪জন। আরোগ্যলাভকারী উল্লেখযোগ্য রাজ্যের মধ্যে রয়েছে- নিউইয়র্ক ১৩,০০০ জন, ম্যাসাজুসেট অঙ্গরাজ্যে ৩২১৮জন, নিউজার্সীতে ৯২জন, মিশিগানে মাত্র ৫জন, ক্যালিফোর্নিয়ায় ৩০৭জন, এছাড়া আরো কিছু অঙ্গরাজ্যে আক্রান্ত রোগীর বিপরীতে আরোগ্য আশাব্যঞ্জক। নিউ হেম্পশায়ার অঙ্গরাজ্যে মারা গেছেন ৯জন, এর বিপরীতে আরোগ্যলাভকারী ১৫১জন। এদিকে ওয়াশিংটন ডিসিতে মারা গেছেন ২৩জন, সুস্থ হয়েছেন ৩১৮জন।
আমেরিকায় বর্তমানে করোনা আক্রান্ত রোগী চার লাখ এর উপরে। মারা গেছেন ১২,৮৪১জন। এদিকে নিউইয়র্কে আক্রান্ত ১,৩৮,৮৬৩জন, মারা গেছেন ৫৪৮৯জন। এখানে লাফিয়ে লাফিয়ে মৃত্যু আর আক্রান্ত মানুষের সংখ্যা বৃদ্বি উদ্বেগ আর আতংক বৃদ্বি করেছে সবার মাঝে। আক্রান্ত রোগী বিবেচনায় এখন বিশ্বের শীর্ষদেশ করোনা ভাইরাস আক্রান্ত আমেরিকা। এদিকে রাস্তায় বের হয়ে এবং অনেক প্রবাসীর সাথে কথা বলে জানা গেছে লকডাউনেও বেপরোয়া নিউইয়র্কবাসী। উল্লেখযোগ্য সংখ্যক গাড়ি রাস্তায় চলাচল করছে। এছাড়া বিপুল সংখ্যক মানুষ রাস্তায় চলাচল করছেন।
আমেরিকায় প্রাণঘাতি রোগ করোনার আজকের (৭ এপ্রিল) চিত্র হতাশাজনক এবং সামগ্রিক বিবেচনায় অবনতিশীল। শুধু নিউইয়র্কে একদিনে করোনায় মারা গেছেন ৭৩১জন । শুধু নিউইয়র্ক নয় করোনায় আক্রান্ত এখন আমেরিকার ৫০টি অঙ্গরাজ্য। আমেরিকাজুড়ে এখন শোকের ছায়া। বাড়ছে মৃত্যুর মিছিল, আর্তনাদ আহাজারী। হাসপাতালে বাড়তি চাপ। করোনা রোগীদের জন্য পর্যাপ্ত পৃথক ব্যবস্থা না থাকায় রোগী এবং স্বজনদের অভিযোগ বাড়ছে, বাড়ছে হতাশা-ক্ষোভ।
প্রায় এশিয়া মহাদেশের মত আয়তনের এই দেশে সারা বিশ্বের মানুষের বসবাস। বিশ্বের যোগাযোগ আমেরিকার সাথে বেশী অন্য যে কোন দেশের চেয়ে। ফলে বৈশ্বিক করোনা ভাইরাস এই দেশে ভয়াবহ আকার ধারন করছে ক্রমেই। উর্ধ্বমুখী অবস্থা সামাল দেয়া সম্বব হচ্ছেনা নানা চেস্টায়।
বিশ্বজুড়ে চলছে করোনার ভ্যাকসিন আবিস্কারের চেষ্টা। বিজ্ঞানীরা বার বার তাদের আশার কথা শুনাচ্ছেন। পরীক্ষামূলক ইনজেকশন প্রয়োগ চলছে।
নিউইয়র্ক, ০৭এপ্রিল,২০২০