নিউইয়র্ক ০৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

মুঠো ফোনে ঢুকছে ট্রেন ও বাস সার্ভিস

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৩:০৯:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০১৫
  • / ৬২৩ বার পঠিত

ম্যারিল্যান্ড: এমন একটা সময় ছিলো যখন বাস বা ট্রেন যাত্রার কথা ভাবলে কয়েকদিন আগে টিকেট বুকিং দিয়ে আসতে হতো। এখন প্রযুক্তির যুগে তা বদলে গেছে। উন্নত বিশ্বের দেশগুলোতে ব্যবহৃত হচ্ছে পাস পদ্ধতি। ক্রেডিট কার্ড বা নগদ যে-কোন উপায়েই পাস ক্রয় করা সম্ভব। এবং সেই পাস ব্যবহারের মাধ্যমে বাস কিংবা ট্রেন যাত্রা অনেকটাই সহজ করে দিয়েছে মানুষের মানুষের প্রতিদিনের চলার পথকে।
বেশির ভাগ ক্ষেত্রেই পাসগুলো সাবওয়ে ষ্টেশনে কিংবা কোন ষ্টোর থেকে ক্রয় করে তারপর ট্রেন বা বাসে সেটি ব্যবহার করা হয়। এবার ধরা যাক আপনি জানেন যে আপনার পকেটে আনলিমিটেড পাস আছে কিংবা যে পাস আছে তাতে রাইড ব্যবহার করা যাবে। সেই ভাবনা থেকেই আপনি বাসে চড়ে বসলেন কিন্তু যখন কার্ড পাঞ্চ করতে গেলেন দেখা গেল আপনার পাসটির মেয়াদ শেষ হয়ে গেছে কিংবা আপনার পাসে কোন ব্যালেন্স নেই। সেক্ষেত্রে হয়তো আপনাকে বাস থেকে নেমে কোন ষ্টোর বা ভেন্ডিং মেশিনে গিয়ে পাস ক্রয় করে তারপর যাত্রা করতে হবে কিংবা বাস ড্রাইভারের করুণা নিয়ে বাসে চড়তে হবে।
এই পাস ক্রয় ও পাস ব্যবহার পদ্ধতি আরো সুগম করার জন্য সম্প্রতি ডালাস এরিয়া রেপিড ট্রানজিট চালু করেছে মোবাইল টিকেটিং পদ্ধতি। এই পদ্ধতিতে আইফোন, এন্ড্রয়েড কিংবা উইন্ডোজ ফোন অথবা ব্ল্যাকবেরী বা সমমানের যে-কোন স্মার্টফোন ব্যবহারের মাধ্যমে যাত্রীরা বাস ও ট্রেন ব্যবহার করতে পারবেন। পদ্ধতিটি এমন যে যাত্রীরা তাদের নিজ নিজ ফোনে এপ্লিকেশনটি এড করে নিতে পারবেন কিংবা ইন্টারনেট ব্যবহারের মতই ডালাস এরিয়া রেপিড ট্রানজিট এর ওয়েবসাইটে গিয়ে পাস ক্রয় করতে পারবেন।
পাস ক্রয়ের পর পাসটির কনফারমেশন তার একাউন্টে চলে আসবে। আর সেই কনফারমেশন পেইজটি ওপেন করার পর টিকেট ডিটেইলস দেখা যাবে। যার মধ্যে থাকবে একটিভেশন বাটন, কিউআর কোড, টিকেট ইনফরমেশন, ইমেইল বাটন এবং ইনভাইটেশন বাটন।
কিউআর কোড ওপেন করে যাত্রী তার নিজের সেলফোনটি স্ক্যান এর মাধ্যমে বাস বা ট্রেন ভ্রমণ করতে পারবেন। যদি বাস বা ট্রেন এ স্ক্যান পদ্ধতি না থাকে আর সেখানে স্ক্যান মেশিনের পরিবর্তে পরিদর্শক থাকে সেক্ষেত্রে যাত্রী একটিভেশন বাটনের মাধ্যমে তার টিকেটটি এক্টিভেট করে যাত্রা করতে পারবেন।
যাত্রা পথে যদি তার কোন ফেইসবুক বন্ধু-বান্ধবীকে আমন্ত্রণ জানাতে চান সেক্ষেত্রে ফেইসবুক ইনভাইট বাটনের মাধ্যমে তিনি তা করতে পারবেন। এছাড়াও ইমেইল এর মাধ্যমে তিনি তার টিকেট পাঠাতে পারবেন।(সাপ্তাহিক বাংলা পত্রিকা)

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

মুঠো ফোনে ঢুকছে ট্রেন ও বাস সার্ভিস

প্রকাশের সময় : ০৩:০৯:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০১৫

ম্যারিল্যান্ড: এমন একটা সময় ছিলো যখন বাস বা ট্রেন যাত্রার কথা ভাবলে কয়েকদিন আগে টিকেট বুকিং দিয়ে আসতে হতো। এখন প্রযুক্তির যুগে তা বদলে গেছে। উন্নত বিশ্বের দেশগুলোতে ব্যবহৃত হচ্ছে পাস পদ্ধতি। ক্রেডিট কার্ড বা নগদ যে-কোন উপায়েই পাস ক্রয় করা সম্ভব। এবং সেই পাস ব্যবহারের মাধ্যমে বাস কিংবা ট্রেন যাত্রা অনেকটাই সহজ করে দিয়েছে মানুষের মানুষের প্রতিদিনের চলার পথকে।
বেশির ভাগ ক্ষেত্রেই পাসগুলো সাবওয়ে ষ্টেশনে কিংবা কোন ষ্টোর থেকে ক্রয় করে তারপর ট্রেন বা বাসে সেটি ব্যবহার করা হয়। এবার ধরা যাক আপনি জানেন যে আপনার পকেটে আনলিমিটেড পাস আছে কিংবা যে পাস আছে তাতে রাইড ব্যবহার করা যাবে। সেই ভাবনা থেকেই আপনি বাসে চড়ে বসলেন কিন্তু যখন কার্ড পাঞ্চ করতে গেলেন দেখা গেল আপনার পাসটির মেয়াদ শেষ হয়ে গেছে কিংবা আপনার পাসে কোন ব্যালেন্স নেই। সেক্ষেত্রে হয়তো আপনাকে বাস থেকে নেমে কোন ষ্টোর বা ভেন্ডিং মেশিনে গিয়ে পাস ক্রয় করে তারপর যাত্রা করতে হবে কিংবা বাস ড্রাইভারের করুণা নিয়ে বাসে চড়তে হবে।
এই পাস ক্রয় ও পাস ব্যবহার পদ্ধতি আরো সুগম করার জন্য সম্প্রতি ডালাস এরিয়া রেপিড ট্রানজিট চালু করেছে মোবাইল টিকেটিং পদ্ধতি। এই পদ্ধতিতে আইফোন, এন্ড্রয়েড কিংবা উইন্ডোজ ফোন অথবা ব্ল্যাকবেরী বা সমমানের যে-কোন স্মার্টফোন ব্যবহারের মাধ্যমে যাত্রীরা বাস ও ট্রেন ব্যবহার করতে পারবেন। পদ্ধতিটি এমন যে যাত্রীরা তাদের নিজ নিজ ফোনে এপ্লিকেশনটি এড করে নিতে পারবেন কিংবা ইন্টারনেট ব্যবহারের মতই ডালাস এরিয়া রেপিড ট্রানজিট এর ওয়েবসাইটে গিয়ে পাস ক্রয় করতে পারবেন।
পাস ক্রয়ের পর পাসটির কনফারমেশন তার একাউন্টে চলে আসবে। আর সেই কনফারমেশন পেইজটি ওপেন করার পর টিকেট ডিটেইলস দেখা যাবে। যার মধ্যে থাকবে একটিভেশন বাটন, কিউআর কোড, টিকেট ইনফরমেশন, ইমেইল বাটন এবং ইনভাইটেশন বাটন।
কিউআর কোড ওপেন করে যাত্রী তার নিজের সেলফোনটি স্ক্যান এর মাধ্যমে বাস বা ট্রেন ভ্রমণ করতে পারবেন। যদি বাস বা ট্রেন এ স্ক্যান পদ্ধতি না থাকে আর সেখানে স্ক্যান মেশিনের পরিবর্তে পরিদর্শক থাকে সেক্ষেত্রে যাত্রী একটিভেশন বাটনের মাধ্যমে তার টিকেটটি এক্টিভেট করে যাত্রা করতে পারবেন।
যাত্রা পথে যদি তার কোন ফেইসবুক বন্ধু-বান্ধবীকে আমন্ত্রণ জানাতে চান সেক্ষেত্রে ফেইসবুক ইনভাইট বাটনের মাধ্যমে তিনি তা করতে পারবেন। এছাড়াও ইমেইল এর মাধ্যমে তিনি তার টিকেট পাঠাতে পারবেন।(সাপ্তাহিক বাংলা পত্রিকা)