নিউইয়র্ক ০৭:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

মিশিগানে ঝোড়ো হওয়ায় বিপর্যস্ত জনজীবন

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:৪৭:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০১৭
  • / ৮৭২ বার পঠিত

মিশিগান: আচমকা ঝোড়ো হাওয়ায় যুক্তরাষ্ট্রের মিশিগানে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে বড় শহরগুলো। বন্ধ রয়েছে প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠান। পেট্রল পাম্প বন্ধ। রাস্তার সিগন্যাল বাতি অকেজো হয়ে পড়ায় যানজটের সৃষ্টি হচ্ছে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে।
গত বুধবার (৮ মার্চ) বিকেল ও সন্ধ্যায় মিশিগানের বেশ কয়েকটি শহরের ওপর দিয়ে দমকাসহ ঝোড়ো হাওয়া বয়ে যায়। এতে বৈদ্যুতিক সংযোগ ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ের কারণে প্রায় ১০ লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন। তাপমাত্রাও উল্লেখযোগ্য হারে কমে যাচ্ছে। স্থানীয় সময় গত বৃহস্পতিবার (৯ মার্চ) এ প্রতিবেদন লেখার সময় তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি ফারেনহাইট (মাইনাস ৭ ডিগ্রি সেলসিয়াস)। কনকনে এ ঠান্ডায় লোকজন বাড়িঘর ছেড়ে হোটেলে বসবাস করছেন। ৭২ ঘণ্টার মধ্যে ৯০ শতাংশ আবাসিক ভবনে বৈদ্যুতিক সংযোগ পুনঃস্থাপন সম্ভব হবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠান ডিটিই এনার্জি। বিদ্যুৎ না থাকায় কোথাও পেট্রল পাম্প খোলা নেই। রাস্তার সিগন্যাল বাতি জ্বলছে না, তাই বহু সড়কে যানজট লেগে আছে। সড়ক বন্ধ করে চলছে মেরামত কাজ।
মিশিগানের রাজধানী লেন্সিংসহ গ্র্যান্ড রাপিড, ওয়ারেন, নোভাই, ট্রয়, স্টারলিং হাইট ও মেট্রো ডেট্রয়েট এলাকার প্রায় সব স্কুল বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। অনেক দোকানে বন্ধ রাখা হয়েছে ক্রেডিট কার্ড মেশিন। ক্যাশ কাউন্টার কাজ করছে না। অফিসে বিদ্যুৎ না থাকায় অনেকেই বাসায় বসে কাজ করছেন।(প্রথম আলো)

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

মিশিগানে ঝোড়ো হওয়ায় বিপর্যস্ত জনজীবন

প্রকাশের সময় : ১২:৪৭:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০১৭

মিশিগান: আচমকা ঝোড়ো হাওয়ায় যুক্তরাষ্ট্রের মিশিগানে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে বড় শহরগুলো। বন্ধ রয়েছে প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠান। পেট্রল পাম্প বন্ধ। রাস্তার সিগন্যাল বাতি অকেজো হয়ে পড়ায় যানজটের সৃষ্টি হচ্ছে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে।
গত বুধবার (৮ মার্চ) বিকেল ও সন্ধ্যায় মিশিগানের বেশ কয়েকটি শহরের ওপর দিয়ে দমকাসহ ঝোড়ো হাওয়া বয়ে যায়। এতে বৈদ্যুতিক সংযোগ ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ের কারণে প্রায় ১০ লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন। তাপমাত্রাও উল্লেখযোগ্য হারে কমে যাচ্ছে। স্থানীয় সময় গত বৃহস্পতিবার (৯ মার্চ) এ প্রতিবেদন লেখার সময় তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি ফারেনহাইট (মাইনাস ৭ ডিগ্রি সেলসিয়াস)। কনকনে এ ঠান্ডায় লোকজন বাড়িঘর ছেড়ে হোটেলে বসবাস করছেন। ৭২ ঘণ্টার মধ্যে ৯০ শতাংশ আবাসিক ভবনে বৈদ্যুতিক সংযোগ পুনঃস্থাপন সম্ভব হবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠান ডিটিই এনার্জি। বিদ্যুৎ না থাকায় কোথাও পেট্রল পাম্প খোলা নেই। রাস্তার সিগন্যাল বাতি জ্বলছে না, তাই বহু সড়কে যানজট লেগে আছে। সড়ক বন্ধ করে চলছে মেরামত কাজ।
মিশিগানের রাজধানী লেন্সিংসহ গ্র্যান্ড রাপিড, ওয়ারেন, নোভাই, ট্রয়, স্টারলিং হাইট ও মেট্রো ডেট্রয়েট এলাকার প্রায় সব স্কুল বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। অনেক দোকানে বন্ধ রাখা হয়েছে ক্রেডিট কার্ড মেশিন। ক্যাশ কাউন্টার কাজ করছে না। অফিসে বিদ্যুৎ না থাকায় অনেকেই বাসায় বসে কাজ করছেন।(প্রথম আলো)