নিউইয়র্ক ০২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

মিথ্যা বক্তব্য দেওয়ায় ট্রাম্পের ভাষণের সম্প্রচার বাতিল

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০২:২০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০
  • / ১১৯ বার পঠিত

হককথা ডেস্ক: মঙ্গলবার অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার ও ফেসবুকে সরব উপস্থিতি লক্ষ্য করা গেলেও প্রথমবার জনসমক্ষে এসে বক্তব্য দিয়েছেন রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বক্তব্যে প্রমাণ ছাড়াই ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেনকে আক্রমণ করে ভোট জালিয়াতির কথা (তাঁর ভাষায় ফেক ভোট) বলেন ট্রাম্প। প্রমাণহীন এমন দাবির পরই কয়েকটি গণমাধ্যম ট্রাম্পের বক্তব্যের সরাসরি সম্প্রচার বন্ধ করে দেয় বলে জানা গেছে।
নিউইয়র্ক সময় বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে হোয়াইট হাউজ থেকে জাতির উদ্দেশে এক ভাষণ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের ফলাফল ঘোষণার প্রাক্কালে এই ভাষণ বিপুলসংখ্যক দর্শক দেখবেন বলে ধারণা ছিল। কিন্তু তার ভাষণ শুরুর কয়েক মিনিটের মধ্যেই বেশ কয়েকটি নিউজ চ্যানেল ট্রাম্পের বক্তব্যের লাইভ সম্প্রচার বন্ধ করে দেয়। এসব চ্যানেলের মধ্যে দেশটির শীর্ষ নিউজ চ্যানেল এবিসি, সিবিসি এবং এনবিসি’র মতো গণমাধ্যম রয়েছে। নিউইয়র্কেও টাইম টেলিভিশন প্রেসিডেন্টর ভাষণ সরাসরি সম্প্রচার করে।
এদিকে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, এনবিসি নাইটলি নিউজ এর সংবাদ পাঠক ও উপস্থাপক ট্রাম্পের বক্তব্যের সম্প্রচারে বাঁধা দিয়ে ওঠেন। লেসটার হোল্ট তখন টেলিভিশনের পর্দায় বলেন, আমাদের এখানে বাঁধা দিতে হবে। কারণ প্রেসিডেন্ট মিথ্যা বক্তব্য দিচ্ছেন, যার মধ্যে ভোট জালিয়াতির অভিযোগও রয়েছে। কিন্তু এর কোনো প্রমাণ নেই, প্রেসিডেন্টও প্রমাণ দিতে পারেননি।
ট্রাম্পের বক্তব্য প্রচার থামিয়ে দিয়ে এবিসি’র উপস্থাপক ডেভিড মুর বলেন, এখানে আরও অনেক কিছু পরিষ্কার করতে হবে এবং বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে হবে। অবশ্য ট্রাম্পের বক্তব্য শেষ পর্যন্ত কাভার করেছে সিএনএন এবং ফক্স নিউজ। তবে সিএনএন তাদের প্রতিবেদনে জানিয়েছে যে, ট্রাম্প তার অভিযোগের প্রেক্ষিতে কোনো প্রমাণ দিতে পারেননি।
বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্প তার সংক্ষিপ্ত ভাষণে মঙ্গলবারের নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলার পাশাপাশি এসব অনিয়মের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণ এবং নির্বাচনে তিনি জয়ী হবেন দাবী করে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
প্রেসিডেন্ট ট্রাম্প যখন ভাষণ দিচ্ছিলেন তখন তাকে খানিকটা বিধ্বস্ত দেখা যাচ্ছিল। ভাষণ শেষ করেই তিনি দ্রæত স্থান ত্যাগ করেন। পাশাপাশি তখন পর্যন্ত ইলেক্টোরাল ভোটে ডেনাল্ড ট্রাম্প তছার প্রতিদ্ব›িদ্ব প্রর্থী জো বাইডেনের চেয়ে অনেক পিয়িয়ে ছিলেন। সিএনএন এর রিপোর্টে জো বাইডেনের প্রাপ্ত ভোট ছিলো ২৫৩ আর ট্রাম্পের ইলেক্টোরাল ভোট ২১৩। অপরদিকে ফক্স নিউজ এর রিপোর্টে জো বাইডেনের প্রাপ্ত ভোট ছিলো ২৬৪ আর ট্রাম্পের ইলেক্টোরাল ভোট ২১৪। অপরদিকে সিএনএন এর রিপোর্টে মোতাবেক এই সময়ে নাভাদা, আরিজোনা, জর্জিয়া, নর্থ ক্যারোলিনা আর পেনসেলভেনিয়া রাজ্যের ভোট গণনা বাকী ছিলো এবং এসব কেন্দ্রের মধ্যে নাভাদায় বাইডেন অনেক ভোটের ব্যবধানে ট্রাম্পের চেয়ে এগিয়ে ছিলেন। আর অন্যান্য রাজ্যে ট্রাম্প এগিয়ে থাকলেও বাইডেন-ট্রাম্পের মধ্যে ভোটের হাড্ডাহাড্ডি লড়াই চলছিলো।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

মিথ্যা বক্তব্য দেওয়ায় ট্রাম্পের ভাষণের সম্প্রচার বাতিল

প্রকাশের সময় : ০২:২০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০

হককথা ডেস্ক: মঙ্গলবার অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার ও ফেসবুকে সরব উপস্থিতি লক্ষ্য করা গেলেও প্রথমবার জনসমক্ষে এসে বক্তব্য দিয়েছেন রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বক্তব্যে প্রমাণ ছাড়াই ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেনকে আক্রমণ করে ভোট জালিয়াতির কথা (তাঁর ভাষায় ফেক ভোট) বলেন ট্রাম্প। প্রমাণহীন এমন দাবির পরই কয়েকটি গণমাধ্যম ট্রাম্পের বক্তব্যের সরাসরি সম্প্রচার বন্ধ করে দেয় বলে জানা গেছে।
নিউইয়র্ক সময় বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে হোয়াইট হাউজ থেকে জাতির উদ্দেশে এক ভাষণ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের ফলাফল ঘোষণার প্রাক্কালে এই ভাষণ বিপুলসংখ্যক দর্শক দেখবেন বলে ধারণা ছিল। কিন্তু তার ভাষণ শুরুর কয়েক মিনিটের মধ্যেই বেশ কয়েকটি নিউজ চ্যানেল ট্রাম্পের বক্তব্যের লাইভ সম্প্রচার বন্ধ করে দেয়। এসব চ্যানেলের মধ্যে দেশটির শীর্ষ নিউজ চ্যানেল এবিসি, সিবিসি এবং এনবিসি’র মতো গণমাধ্যম রয়েছে। নিউইয়র্কেও টাইম টেলিভিশন প্রেসিডেন্টর ভাষণ সরাসরি সম্প্রচার করে।
এদিকে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, এনবিসি নাইটলি নিউজ এর সংবাদ পাঠক ও উপস্থাপক ট্রাম্পের বক্তব্যের সম্প্রচারে বাঁধা দিয়ে ওঠেন। লেসটার হোল্ট তখন টেলিভিশনের পর্দায় বলেন, আমাদের এখানে বাঁধা দিতে হবে। কারণ প্রেসিডেন্ট মিথ্যা বক্তব্য দিচ্ছেন, যার মধ্যে ভোট জালিয়াতির অভিযোগও রয়েছে। কিন্তু এর কোনো প্রমাণ নেই, প্রেসিডেন্টও প্রমাণ দিতে পারেননি।
ট্রাম্পের বক্তব্য প্রচার থামিয়ে দিয়ে এবিসি’র উপস্থাপক ডেভিড মুর বলেন, এখানে আরও অনেক কিছু পরিষ্কার করতে হবে এবং বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে হবে। অবশ্য ট্রাম্পের বক্তব্য শেষ পর্যন্ত কাভার করেছে সিএনএন এবং ফক্স নিউজ। তবে সিএনএন তাদের প্রতিবেদনে জানিয়েছে যে, ট্রাম্প তার অভিযোগের প্রেক্ষিতে কোনো প্রমাণ দিতে পারেননি।
বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্প তার সংক্ষিপ্ত ভাষণে মঙ্গলবারের নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলার পাশাপাশি এসব অনিয়মের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণ এবং নির্বাচনে তিনি জয়ী হবেন দাবী করে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
প্রেসিডেন্ট ট্রাম্প যখন ভাষণ দিচ্ছিলেন তখন তাকে খানিকটা বিধ্বস্ত দেখা যাচ্ছিল। ভাষণ শেষ করেই তিনি দ্রæত স্থান ত্যাগ করেন। পাশাপাশি তখন পর্যন্ত ইলেক্টোরাল ভোটে ডেনাল্ড ট্রাম্প তছার প্রতিদ্ব›িদ্ব প্রর্থী জো বাইডেনের চেয়ে অনেক পিয়িয়ে ছিলেন। সিএনএন এর রিপোর্টে জো বাইডেনের প্রাপ্ত ভোট ছিলো ২৫৩ আর ট্রাম্পের ইলেক্টোরাল ভোট ২১৩। অপরদিকে ফক্স নিউজ এর রিপোর্টে জো বাইডেনের প্রাপ্ত ভোট ছিলো ২৬৪ আর ট্রাম্পের ইলেক্টোরাল ভোট ২১৪। অপরদিকে সিএনএন এর রিপোর্টে মোতাবেক এই সময়ে নাভাদা, আরিজোনা, জর্জিয়া, নর্থ ক্যারোলিনা আর পেনসেলভেনিয়া রাজ্যের ভোট গণনা বাকী ছিলো এবং এসব কেন্দ্রের মধ্যে নাভাদায় বাইডেন অনেক ভোটের ব্যবধানে ট্রাম্পের চেয়ে এগিয়ে ছিলেন। আর অন্যান্য রাজ্যে ট্রাম্প এগিয়ে থাকলেও বাইডেন-ট্রাম্পের মধ্যে ভোটের হাড্ডাহাড্ডি লড়াই চলছিলো।