বাইডেনের জন্মদিন আজ : যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট

- প্রকাশের সময় : ১২:৪৫:২২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০
- / ৩৬ বার পঠিত
হককথা ডেস্ক: যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন অজ শুক্রবার ৭৮ বছর বয়সে পা রাখছেন। এতে করে আগামী বছরের ২০ জানুয়ারীতে দেশটিতে সবচেয়ে বেশী বয়সী প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসতে যাচ্ছেন তিনি। এর আগে রোনাল্ড রিগ্যান ৭৭ বছর হিসেবে প্রেসিডেন্টের দায়িত্ব পালন শেষে হোয়াইট হাউস ত্যাগ করেন। স্বাস্থ্য সমস্যা, বেকারত্ব ও বর্ণবাদের মত নানা চ্যালেঞ্জ নিয়ে বাইডেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিবেন।
জানা যায়, ১৯৪২ সালের ২০ নভেম্বর পেনসিলভ্যানিয়া অঙ্গরাজ্যের স্ক্র্যানটন সিটিতে জন্মগ্রহণ করেন জোসেফ রবিনেট বাইডেন জুনিয়র বা আজকের ‘জো বাইডেন’। জীবনের প্রথমভাগ বাইডেন কাটান দাদা-দাদীর সাথে৷ পরিবারে আর্থিক অনটন থাকলেও বাইডেন স্কুল জীবনে তুখোড় ফুটবল, বেসবল খেলোয়াড় ছিলেন, যা পরে বিশ্ববিদ্যালয়েও তাঁকে জনপ্রিয় করে তোলে। ছোটবেলায় বাইডেন কথা বলতে গেলে তোতলাতেন, যা কবিতা আবৃত্তি করার মাধ্যমে পরে নিয়ন্ত্রণে আনেন তিনি।
এদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, বাইডেনের সবচেয়ে পছন্দ আইসক্রিম, তার পছন্দের এ খাবারটিই সম্ভবত তুলে নেবেন জন্মদিনে। ছবি: সংগৃহীত