হককথা ডেস্ক : বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক আগের যেকোনও সময়ের চেয়ে শক্তিশালী বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।
আজ শনিবার (২৬ মার্চ) বাংলাদেশের স্বাধীনতার ৫১ বছর পূর্তি এবং জাতীয় দিবস উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি এ কথা বলেন।
ব্লিনকেন বলেন, ‘উভয় দেশই স্বাধীনতার জন্য তীব্র লড়াই করেছে আর আমরা উভয়েই প্রতিষ্ঠাকালের গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে বাঁচতে মরিয়া।’
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গত পাঁচ দশক ধরে আমরা নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিতে অংশীদারিত্ব বজায় রেখে চলেছি’। অর্থনৈতিক উৎকর্ষতা, উন্নয়নমূলক অর্জন এবং শান্তিরক্ষা মিশনের সবচেয়ে বড় অংশীদার হিসেবে নিরাপদ পৃথিবী গড়ায় বাংলাদেশের প্রতিশ্রুতির ব্যাপক প্রশংসা করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী।
অ্যান্টনি ব্লিনকেন বলেন, ‘আমাদের প্রতিরক্ষা, উন্নয়নমূলক, বাণিজ্যিক এবং মানুষে মানুষে অংশীদারিত্ব আগের যেকোনও সময়ের চেয়ে বেশি শক্তিশালী। আগামী দশকগুলোতে আমরা সেই ভিত্তি আরও জোরালো করবো।’
শুভেচ্ছা বার্তায় ব্লিনকেন বলেন, ‘বাংলাদেশের সঙ্গে সম্পর্কের পরিসর বাড়াতে যুক্তরাষ্ট্র বদ্ধপরিকর, যাতে উভয় দেশই যৌথভাবে সমৃদ্ধি অর্জন করতে পারে।’
হককথা/এমউএ