নিউইয়র্ক ১০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

‘তাইওয়ানকে দাওয়াত দিয়ে ভুল করেছে যুক্তরাষ্ট্র’

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:৩৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
  • / ১৩৬ বার পঠিত

হককথা ডেস্ক : ‘গণতন্ত্র সম্মেলন’-এ তাইওয়ানকে দাওয়াত দেওয়ায় আমেরিকার ওপর ব্যাপক চটেছে চীন। হুঁশিয়ারি দিয়েছে, তাইওয়ানকে ডেকে ভুল করেছে যুক্তরাষ্ট্র। বুধবার চীনের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখপাত্র ঝু ফেংলিয়ান বলেন, এই সম্মেলনের মাধ্যমে যুক্তরাষ্ট্র বিশ্বকে বিভক্ত করার চেষ্টা করছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণের পরপরই এ সম্মেলন আয়োজনের ঘোষণা দেন জো বাইডেন। তখন তিনি বলেছিলেন, রাশিয়া ও চীনের কারণে বিশ্বজুড়ে যেভাবে গণতন্ত্র হুমকিতে পড়েছে, তা মোকাবিলায়ই গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর নেতৃত্ব দেবে যুক্তরাষ্ট্র। তবে বিশ্ব গণতন্ত্র নিয়ে সাম্প্রতিক সব রিপোর্টেই দেখা যাচ্ছে, খোদ যুক্তরাষ্ট্রেই নাজুক অবস্থায় রয়েছে গণতন্ত্র। ‘ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেক্টোরাল অ্যাসিসট্যান্স’র (আইআইডিইএ) এক রিপোর্টে প্রথমবারের মতো ‘ক্ষয়িষ্ণু গণতন্ত্র’র দেশগুলোর তালিকায় উঠে এসেছে যুক্তরাষ্ট্রের নাম।

আগামী ৯ ও ১০ ডিসেম্বর ভার্চুয়াল ‘গণতন্ত্র সম্মেলন’ আয়োজন করছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এই সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর তালিকা প্রকাশ করেছে। এতে জায়গা দেওয়া হয়েছে বিশ্বের প্রায় ১১০টি দেশকে। অর্থাৎ এই দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। তালিকায় ভারত-পাকিস্তান-নেপাল থাকলেও নেই বাংলাদেশের নাম। আমন্ত্রণ পায়নি যুক্তরাষ্ট্রের মূল প্রতিদ্বন্দ্বী একদল শাসিত দেশ চীন। তবে তাইওয়ান আমন্ত্রণ পেয়েছে।

রয়টার্স জানিয়েছে, সম্মেলনে তাইওয়ানের পক্ষ থেকে উপস্থিত থাকবেন দেশটির ডিজিটাল মন্ত্রী অদ্রি তাং এবং ওয়াশিংটনে নিয়োজিত তাইওয়ানের দূত সিয়াও বিখিম। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রণ পাওয়ার অর্থ হচ্ছে আমাদের দেশ গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় সচেষ্টভাবে ভূমিকা রেখে চলেছে।

যুক্তরাষ্ট্রের এ সম্মেলন আয়োজনের তীব্র নিন্দা জানিয়েছে চীন। বুধবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, ‘যুক্তরাষ্ট্র গণতন্ত্রকে সামনে রেখে নিজের ভূরাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা চালাচ্ছে। এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের বিরুদ্ধে চাপ প্রয়োগ করা হবে এবং বিশ্বকে বিভক্ত করা হবে। এটি যুক্তরাষ্ট্র করছে শুধু নিজের স্বার্থ হাসিলের জন্য।’

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

‘তাইওয়ানকে দাওয়াত দিয়ে ভুল করেছে যুক্তরাষ্ট্র’

প্রকাশের সময় : ০৫:৩৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১

হককথা ডেস্ক : ‘গণতন্ত্র সম্মেলন’-এ তাইওয়ানকে দাওয়াত দেওয়ায় আমেরিকার ওপর ব্যাপক চটেছে চীন। হুঁশিয়ারি দিয়েছে, তাইওয়ানকে ডেকে ভুল করেছে যুক্তরাষ্ট্র। বুধবার চীনের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখপাত্র ঝু ফেংলিয়ান বলেন, এই সম্মেলনের মাধ্যমে যুক্তরাষ্ট্র বিশ্বকে বিভক্ত করার চেষ্টা করছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণের পরপরই এ সম্মেলন আয়োজনের ঘোষণা দেন জো বাইডেন। তখন তিনি বলেছিলেন, রাশিয়া ও চীনের কারণে বিশ্বজুড়ে যেভাবে গণতন্ত্র হুমকিতে পড়েছে, তা মোকাবিলায়ই গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর নেতৃত্ব দেবে যুক্তরাষ্ট্র। তবে বিশ্ব গণতন্ত্র নিয়ে সাম্প্রতিক সব রিপোর্টেই দেখা যাচ্ছে, খোদ যুক্তরাষ্ট্রেই নাজুক অবস্থায় রয়েছে গণতন্ত্র। ‘ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেক্টোরাল অ্যাসিসট্যান্স’র (আইআইডিইএ) এক রিপোর্টে প্রথমবারের মতো ‘ক্ষয়িষ্ণু গণতন্ত্র’র দেশগুলোর তালিকায় উঠে এসেছে যুক্তরাষ্ট্রের নাম।

আগামী ৯ ও ১০ ডিসেম্বর ভার্চুয়াল ‘গণতন্ত্র সম্মেলন’ আয়োজন করছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এই সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর তালিকা প্রকাশ করেছে। এতে জায়গা দেওয়া হয়েছে বিশ্বের প্রায় ১১০টি দেশকে। অর্থাৎ এই দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। তালিকায় ভারত-পাকিস্তান-নেপাল থাকলেও নেই বাংলাদেশের নাম। আমন্ত্রণ পায়নি যুক্তরাষ্ট্রের মূল প্রতিদ্বন্দ্বী একদল শাসিত দেশ চীন। তবে তাইওয়ান আমন্ত্রণ পেয়েছে।

রয়টার্স জানিয়েছে, সম্মেলনে তাইওয়ানের পক্ষ থেকে উপস্থিত থাকবেন দেশটির ডিজিটাল মন্ত্রী অদ্রি তাং এবং ওয়াশিংটনে নিয়োজিত তাইওয়ানের দূত সিয়াও বিখিম। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রণ পাওয়ার অর্থ হচ্ছে আমাদের দেশ গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় সচেষ্টভাবে ভূমিকা রেখে চলেছে।

যুক্তরাষ্ট্রের এ সম্মেলন আয়োজনের তীব্র নিন্দা জানিয়েছে চীন। বুধবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, ‘যুক্তরাষ্ট্র গণতন্ত্রকে সামনে রেখে নিজের ভূরাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা চালাচ্ছে। এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের বিরুদ্ধে চাপ প্রয়োগ করা হবে এবং বিশ্বকে বিভক্ত করা হবে। এটি যুক্তরাষ্ট্র করছে শুধু নিজের স্বার্থ হাসিলের জন্য।’