ড. ওসমান সিদ্দিকের বাইডেনের উপদেষ্টা হওয়ার খবরটি সঠিক নয়

- প্রকাশের সময় : ০৮:২৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
- / ৫৬ বার পঠিত
হককথা ডেস্ক: সাবেক কূটনীতিক এবং বর্তমানে আমেরিকান রাজনীতির সঙ্গে যুক্ত প্রবাসী বাংলাদেশী ড. ওসমান সিদ্দিক বাইডেনের উপদেষ্টা হয়েছেন- এমন একটি ভুয়া সংবাদ ছড়িয়ে পড়েছে বিভিন্ন মিডিয়ায়। তবে দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংবাদটি ভুয়া বলে জানিয়েছেন ড. ওসমান।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি জানিয়েছেন, আমি এটা বলতে চাই, সম্প্রতি যে খবর রটেছে যাতে বলা হয়েছে, আমাকে বাইডেন প্রশাসনের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র অ্যাডভাইজার নিয়োগ করা হয়েছে- তা সঠিক নয়। আমি এখনো সাউথ এশিয়ানস ফর বাইডেন ক্যাম্পেইন গ্রæপ এর সিনিয়র অ্যাডভাইজার হিসেবে দায়িত্বে আছি।
বাংলাদেশের সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের ছোট ভাই ড. এম ওসমান সিদ্দিক একজন সাবেক কূটনীতিক এবং বর্তমানে আমেরিকান রাজনীতির সঙ্গে যুক্ত। ১৯৯৯ সালে প্রেসিডেন্ট ক্লিনটন তাকে ফিজি, টোঙ্গা, টুবালু এবং নাউরু নামক দ্বীপ রাষ্ট্রসমূহের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেন। ২০০০ সালে ফিজির অভ্যুত্থানের সময় গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষা ও দেশটির পুনর্বাসনে বিশেষ ভূমিকা পালন করেন ড. ওসমান। তিনি হচ্ছেন প্রথম আমেরিকান মুসলিম কূটনৈতিক যিনি অন্য দেশে কোনো আমেরিকান মিশন প্রধানের ভূমিকা পালন করেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ম্যাকলিন এলাকায় বসবাস করছেন।