ট্রাম্পকে নির্বাচনে পরাজয় মেনে নিতে নিউইয়র্ক পোস্টের আহবান

- প্রকাশের সময় : ০৯:৫১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০
- / ৭৯ বার পঠিত
হককথা ডেস্ক: নির্বাচনে পরাজয় মেনে নিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহবান জানানো হয় দ্যা নিউইয়র্ক পোস্ট-এর সম্পাদকীয়তে। এতে সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে তার হার মেনে নেয়ার আহবান জানানো হয়েছে। মিডিয়া মোঘল রুপার্ট মারডকের এই ট্যাবলয়েডটি ৪ বছর আগে ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পের জয়ের পর সবার আগে তাকে সমর্থন দিয়েছিল। গত তেসরা নভেম্বরের নির্বাচনে ট্রাম্পকে দ্বিতীয় একটি সুযোগ দিতে ভোটারদের আহবান জানিয়েছিল গণমাধ্যমটি।
নির্বাচনে কারচুপির অভিযোগ থেকে সরে আসতেও সম্পাদকীয়তে বলা হয় ট্রাম্পকে। পত্রিকাটি ট্রাম্পের এমন আচরণকে ‘ডার্ক চ্যারেড’ বা নোংরা হেয়ালি বলে অভিহিত করেছে। এতে ট্রাম্পের উদ্দেশ্যে বলা হয়, আমরা বুঝতে পারছি যে আপনি হেরে যাওয়ায় ক্ষুব্ধ হয়েছেন। তবে যে পথে আপনি হাটছেন তা ধ্বংসাত্মক। গণমাধ্যম হিসেবে আপনাকে সবসময় সমর্থন দিয়েছি এখন আমরাই আপনাকে বলছি, যদি আপনি আপনার প্রভাব ধরে রাখতে চান এবং একে ব্যবহার করে ভবিষ্যতে নির্বাচনে জয় পেতে চান, তাহলে আপনাকে গঠনমূলক কিছু করতে হবে।
কিন্তু আপনি যদি আপনার শেষ দিনগুলো এভাবে ধ্বংসাত্মক আচরণ করে পার করতে চান তাহলে মানুষ আপনাকে এভাবেই মনে রাখবে। তারা আপনাকে বিপ্লবী ভাববে না বরঞ্চ একজন জোর করে জিততে চাওয়া নৈরাজ্যবাদী হিসেবে মনে রাখবে। ট্রাম্পকে শিরোনামের নিচেই নিউইয়র্ক পোস্ট বলেছে, এই উন্মাদনা বন্ধ করুন। আপনি টুইটারে লিখেছেন, যতদিন রিপাবলিকানদের সাহস রয়েছে তারা চাইলেই নির্বাচনের ফলাফল বদলে দিতে পারে এবং আপনাকে আরো ৪ বছরের জন্য প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করতে পারে। অন্য কথায়, আপনি দেশে একটি অগণতান্ত্রিক ক্যু এর জন্য উৎসাহ যোগাচ্ছেন। লেখায় ট্রাম্পকে আরো বলা হয়, আপনি চাইলেই নির্বাচনে কারচুপি নিয়ে তদন্ত করতে পারেন। -নিউজ ম্যাক্স