বিজ্ঞাপন :
ইলিনয়ের কংগ্রেসম্যান অ্যারন শক’র পদত্যাগ
রিপোর্ট:
- প্রকাশের সময় : ০১:১৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০১৫
- / ৪৯০ বার পঠিত
ইলিনয়: যুক্তরাষ্ট্রের ইলিনয় থেকে নির্বাচিত রিপাবলিকান কংগ্রেসম্যান অ্যারন শক মঙ্গলবার (১৭ মার্চ) পদত্যাগ করেছেন। মূলত: নিজের নির্বাচনী প্রচারের সময় তার বিরুদ্ধে আর্থিক তসরুপের অভিযোগ ওঠার পরই এ সিদ্ধান্ত নিলেন অ্যারন শক। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত অ্যারন তার নির্বাচনী প্রচারের সময়, যে গাড়ীটি ব্যবহার করতেন সেটি বিক্রির সময়, যে মাইলেজ হবার কথা তার চেয়ে অনেক কম দেখিয়েছেন, গাড়ীটি বিক্রির সময়। আর এ বিষয়টি জানাজানি হবার পরই হঠাতই সরে দাঁড়াবার সিদ্ধান্ত নেন ইলিনয়ের এই কংগ্রেসম্যান। (টাইম টিভি)
Tag :