বিজ্ঞাপন :
আরকানসাসে নাইটক্লাবে গুলি, আহত ১৭
রিপোর্ট:
- প্রকাশের সময় : ০৮:৫২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১ জুলাই ২০১৭
- / ১০১৬ বার পঠিত
নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যে শুক্রবার (৩০ জুন) একটি নাইটক্লাবে গুলিতে অন্তত ১৭ জন আহত হয়েছে। আহত একজনের অবস্থা প্রথমে আশঙ্কাজনক বলা হলেও পরে তার অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়। আহতদের মধ্যে ১৬ বছরের একটি কিশোরও রয়েছে। বিবিসি জানায়, স্থানীয় সময় রাত আড়াইটার দিকে একটি কনসার্টে গুলির এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে কে বা কারা গুলি চালিয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।
তবে এটি সন্ত্রাসী হামলার ঘটনা নয় বলেই ধারণা করছে পুলিশ। পুলিশের বরাত দিয়ে এবিসি নিউজ জানায়, পাওয়ার লাউঞ্জ নাইটক্লাবে গুলির শব্দে হুড়াহুড়ি করে বেরিয়ে আসার সময় বেশিরভাগ মানুষ আহত হয়।