আটলান্টিক সিটিতে করোনার বুস্টার ডোজ প্রদান

- প্রকাশের সময় : ০৯:৫৬:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১
- / ৯৬ বার পঠিত
সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটি থেকে : নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে ‘কোভিড ভ্যাকসিন এর বুস্টার ডোজ’ প্রদান করা হয়েছে।
স্থানীয় সময় সোমবার (২০ ডিসেম্বর) সিটির ফেয়ারমাউনট এভিনিউ’তে অবস্থিত ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’ এ এই ভ্যাকসিন কার্যক্রম চলে।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি ও হোপ এর যৌথ উদ্যোগে এবং সাউদারন জারসি ফ্যামিলি মেডিকেল সেন্টার এর সহযোগিতায় ‘কোভিড ভ্যাকসিন এর বুস্টার ডোজ’ প্রদান করা হয়।
এদিন সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এই কার্যক্রম চলে। কোনও ধরনের আগাম তালিকা ভ‚ক্তি ছাড়াই কমিউনিটির লোকজন বুস্টার ডোজ গ্রহন করার সুযোগ পায়। বিপুল সংখ্যক প্রবাসী লোকজন ‘কোভিড ভ্যাকসিন এর বুস্টার ডোজ’ গ্রহণ করে।
আটলান্টিক সিটির বাংলাদেশ কমিউনিটির লোকজন জানান, সা¤প্রতিক সময়ে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট সংক্রমন বৃদ্ধি পেয়েছে। এই সময় ‘কোভিড ভ্যাকসিন এর বুস্টার ডোজ’ প্রদান এর ব্যবস্হা করায় তাঁরা বিএএসজে কতৃপক্ষকে ধন্যবাদ জানান।
‘কোভিড ভ্যাকসিন এর বুস্টার ডোজ’ গ্রহন ও এই কার্যক্রম সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাষ্টি বোর্ড এর সভাপতি আব্দুর রফিক, কার্যকরী সভাপতি জহিরুল ইসলাম বাবুল ও সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা।