নিউইয়র্ক ১০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

আগামী নির্বাচনেও লড়বেন না হিলারি

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৬:৫৩:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
  • / ৯১ বার পঠিত

হককথা ডেস্ক : যুক্তরাষ্ট্রে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়েছেন। মঙ্গলবার একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। এর আগে ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হয়েছিলেন তিনি। খবর সিএনএনের।

সাক্ষাৎকারে হিলারিকে প্রশ্ন করা হয়, তিনি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে চান কিনা। জবাবে হিলারি বলেন, ‘না, না।’ নির্বাচন না করলেও আমার পক্ষে যতদূর সম্ভব প্রেসিডেন্টের জন্য আমি সবটাই করব। তবে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার মাধ্যমে আইনের শাসন বজায় রাখা ও বিভিন্ন প্রতিষ্ঠানকে রক্ষা করা প্রয়োজন।

হিলারিকে আবার প্রশ্ন করা হয়, যদি ডোনাল্ড ট্রাম্প আবার প্রতিদ্বন্দ্বিতা করেন? জবাবে হিলারি বলেন, এই পদের জন্য ট্রাম্প কোনোভাবেই যোগ্য নন এবং তিনি যদি নির্বাচনে লড়াই করেন, তবে তার পরাজয় অনিবার্য। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের কাছেই হেরেছিলেন হিলারি।

হিলারি বলেন, আগামী নির্বাচনে যদি প্রেসিডেন্ট জো বাইডেন প্রতিদ্বন্দ্বিতা করেন, তবে তার সমর্থন বাইডেনের দিকেই থাকবে। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় বিতর্কে জড়িয়েছিলেন হিলারি।
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আগামী নির্বাচনেও লড়বেন না হিলারি

প্রকাশের সময় : ০৬:৫৩:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২

হককথা ডেস্ক : যুক্তরাষ্ট্রে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়েছেন। মঙ্গলবার একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। এর আগে ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হয়েছিলেন তিনি। খবর সিএনএনের।

সাক্ষাৎকারে হিলারিকে প্রশ্ন করা হয়, তিনি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে চান কিনা। জবাবে হিলারি বলেন, ‘না, না।’ নির্বাচন না করলেও আমার পক্ষে যতদূর সম্ভব প্রেসিডেন্টের জন্য আমি সবটাই করব। তবে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার মাধ্যমে আইনের শাসন বজায় রাখা ও বিভিন্ন প্রতিষ্ঠানকে রক্ষা করা প্রয়োজন।

হিলারিকে আবার প্রশ্ন করা হয়, যদি ডোনাল্ড ট্রাম্প আবার প্রতিদ্বন্দ্বিতা করেন? জবাবে হিলারি বলেন, এই পদের জন্য ট্রাম্প কোনোভাবেই যোগ্য নন এবং তিনি যদি নির্বাচনে লড়াই করেন, তবে তার পরাজয় অনিবার্য। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের কাছেই হেরেছিলেন হিলারি।

হিলারি বলেন, আগামী নির্বাচনে যদি প্রেসিডেন্ট জো বাইডেন প্রতিদ্বন্দ্বিতা করেন, তবে তার সমর্থন বাইডেনের দিকেই থাকবে। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় বিতর্কে জড়িয়েছিলেন হিলারি।
হককথা/এমউএ