নিউইয়র্ক ০৭:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:১২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪
  • / ১৫৫ বার পঠিত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার

হককথা ডেস্ক : ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবাহ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পাকিস্তানের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এই আহ্বান জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার।

ব্রিফিংয়ে ম্যাথিউ মিলার বলেন, ‘যুক্তরাষ্ট্র সব সময় বাক ও মত প্রকাশের স্বাধীনতার দৃঢ় সমর্থক। পাকিস্তানে সরকার হস্তক্ষেপের জেরে ইন্টারনেটের গতি কমে যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারছেন না নেটিজেনরা এবং এ বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন।’

‘আমরা আশা করছি যে পাকিস্তানের সরকার শিগগিরই ইন্টারনেটের গতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে পাকিস্তানি নেটিজেনরা যেসব বাধা-প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন, সেসব দূর হয়ে যাবে।’

বৈশ্বিক ইন্টারনেট পরিষেবা নজরদারি বিষয়ক সংস্থা নেটব্লকস বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, গত চার দিন ধরে সামাজিক যোগযোগমাধ্যম ও মাইক্রোব্লগিং সাইট এক্স (সাবেক টুইটার) ব্যবহার করতে পারছেন না পাকিস্তানি নেটিজেনরা। মূলত সরকার বিষয়ক অনিশ্চয়তাকে ঘিরে ভুয়া খবর ও গুজব ছড়িয়ে পড়া রোধ করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

গত ৮ ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে পাকিস্তানে। সে সময় একবার ইন্টারনেটের গতি কমিয়ে দিয়েছিল দেশটির সরকার। নির্বাচনে কোনো দলই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ন্যূনতম সংখ্যাগরিষ্ঠ আসন জয় করতে না পারায় নতুন অনিশ্চয়তা দেখা দেয় দেশটিতে; তার সঙ্গে পাল্লা দিয়ে সামাজিক যোগাযোগাম্যধ্যমে বাড়তে থাকে ভুয়া তথ্য ও গুজব ছড়ানোর হারও । সে সময়ই গত রোববার ইন্টারনেটের গতি কমিয়ে দেয় দেশটির তত্ত্বাবধায়ক সরকার।

এদিকে টানা ১২ দিন অনিশ্চয়তা চলার পর গত মঙ্গলবার জোট সরকার গঠনে সমঝোতায় পৌঁছেছে পাকিস্তান পিপলস পার্টি-নওয়াজ (পিএমএলএন) এবং পাকিস্তান পিপলস পার্টি।

যেহেতু সরকার গঠন সংক্রান্ত সংকটের একটি সুরাহায় পৌঁছেছে পাকিস্তান, তাই এখন দেশটির ইন্টারনেট পরিষেবা ফের স্বাভাবিক করা উচিত বলে মনে করছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের সরকারের পক্ষ থেকে অবশ্য এ সম্পর্কিত কোনো প্রতিক্রিয়া এখনও জানানো হয়নি। সূত্র : রয়টার্স

হককথা/নাছরিন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার

প্রকাশের সময় : ০৫:১২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪

হককথা ডেস্ক : ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবাহ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পাকিস্তানের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এই আহ্বান জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার।

ব্রিফিংয়ে ম্যাথিউ মিলার বলেন, ‘যুক্তরাষ্ট্র সব সময় বাক ও মত প্রকাশের স্বাধীনতার দৃঢ় সমর্থক। পাকিস্তানে সরকার হস্তক্ষেপের জেরে ইন্টারনেটের গতি কমে যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারছেন না নেটিজেনরা এবং এ বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন।’

‘আমরা আশা করছি যে পাকিস্তানের সরকার শিগগিরই ইন্টারনেটের গতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে পাকিস্তানি নেটিজেনরা যেসব বাধা-প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন, সেসব দূর হয়ে যাবে।’

বৈশ্বিক ইন্টারনেট পরিষেবা নজরদারি বিষয়ক সংস্থা নেটব্লকস বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, গত চার দিন ধরে সামাজিক যোগযোগমাধ্যম ও মাইক্রোব্লগিং সাইট এক্স (সাবেক টুইটার) ব্যবহার করতে পারছেন না পাকিস্তানি নেটিজেনরা। মূলত সরকার বিষয়ক অনিশ্চয়তাকে ঘিরে ভুয়া খবর ও গুজব ছড়িয়ে পড়া রোধ করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

গত ৮ ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে পাকিস্তানে। সে সময় একবার ইন্টারনেটের গতি কমিয়ে দিয়েছিল দেশটির সরকার। নির্বাচনে কোনো দলই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ন্যূনতম সংখ্যাগরিষ্ঠ আসন জয় করতে না পারায় নতুন অনিশ্চয়তা দেখা দেয় দেশটিতে; তার সঙ্গে পাল্লা দিয়ে সামাজিক যোগাযোগাম্যধ্যমে বাড়তে থাকে ভুয়া তথ্য ও গুজব ছড়ানোর হারও । সে সময়ই গত রোববার ইন্টারনেটের গতি কমিয়ে দেয় দেশটির তত্ত্বাবধায়ক সরকার।

এদিকে টানা ১২ দিন অনিশ্চয়তা চলার পর গত মঙ্গলবার জোট সরকার গঠনে সমঝোতায় পৌঁছেছে পাকিস্তান পিপলস পার্টি-নওয়াজ (পিএমএলএন) এবং পাকিস্তান পিপলস পার্টি।

যেহেতু সরকার গঠন সংক্রান্ত সংকটের একটি সুরাহায় পৌঁছেছে পাকিস্তান, তাই এখন দেশটির ইন্টারনেট পরিষেবা ফের স্বাভাবিক করা উচিত বলে মনে করছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের সরকারের পক্ষ থেকে অবশ্য এ সম্পর্কিত কোনো প্রতিক্রিয়া এখনও জানানো হয়নি। সূত্র : রয়টার্স

হককথা/নাছরিন