নিউইয়র্ক ০২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ কানাডার সভাপতি হুমায়ুন কবীর, সম্পাদক তারেক চৌধুরী

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৮:২৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
  • / ৫০ বার পঠিত

হককথা ডেস্ককানাডায় বসবাসরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গ্র্যাজুয়েটদের সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব কানাডার বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কানাডার ৯ ডয়েজ রোডের রয়্যাল কানাডিয়ান লিজিয়ন হলে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে গ্র্যাজুয়েটদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে ড. হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক পদে হাসান তারেক চৌধুরী বিজয়ী হয়েছেন। সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন যথাক্রমে শফিউদ্দিন আহমেদ এবং এ কে এম খোরশেদ আলম খান।

তিন পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে অনুষ্ঠিত হয় বার্ষিক সাধারণ সভা। সংগঠনের সভাপতি এ এম এম তোহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত পর্বে বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন। এই পর্বে সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন এবং কোষাধ্যক্ষ বিশ্বজিৎ পাল যথাক্রমে সাধারণ সম্পাদকের বিবরণী ও হিসাব বিবরণী পেশ করেন।
দ্বিতীয় পর্বে ছিল সকলের জন্য উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব। এই পর্বে প্রশ্নকারীরা সংগঠনের কর্মকাণ্ড ও অন্যান্য বিষয় নিয়ে বিভিন্ন প্রশ্ন রাখেন। সভাপতি ও সাধারণ সম্পাদক প্রশ্নকারীদের প্রশ্নের উত্তর প্রদান করেন।

তৃতীয় পর্বে অনুষ্ঠিত হয় গ্র্যাজুয়েটদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন। প্রধান নির্বাচন কমিশনার মোশারফ হোসেনের সভাপতিত্বে নির্বাচন কমিশনার এমদাদুল হক ও রূপন কান্তি দাশগুপ্ত নির্বাচন পরিচালনা করেন। ভোট গ্রহণ পূর্বে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের বিষয় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি ভোট প্রদানের প্রক্রিয়া ও বিভিন্ন বিষয়গুলো তুলে ধরেন। পরবর্তীতে তিনি প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। প্রার্থী পরিচিতির পর বিকেল ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোট গ্রহণ হয়। সূত্র : বাংলাদেশ প্রতিদিন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ কানাডার সভাপতি হুমায়ুন কবীর, সম্পাদক তারেক চৌধুরী

প্রকাশের সময় : ০৮:২৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩

হককথা ডেস্ককানাডায় বসবাসরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গ্র্যাজুয়েটদের সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব কানাডার বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কানাডার ৯ ডয়েজ রোডের রয়্যাল কানাডিয়ান লিজিয়ন হলে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে গ্র্যাজুয়েটদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে ড. হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক পদে হাসান তারেক চৌধুরী বিজয়ী হয়েছেন। সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন যথাক্রমে শফিউদ্দিন আহমেদ এবং এ কে এম খোরশেদ আলম খান।

তিন পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে অনুষ্ঠিত হয় বার্ষিক সাধারণ সভা। সংগঠনের সভাপতি এ এম এম তোহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত পর্বে বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন। এই পর্বে সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন এবং কোষাধ্যক্ষ বিশ্বজিৎ পাল যথাক্রমে সাধারণ সম্পাদকের বিবরণী ও হিসাব বিবরণী পেশ করেন।
দ্বিতীয় পর্বে ছিল সকলের জন্য উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব। এই পর্বে প্রশ্নকারীরা সংগঠনের কর্মকাণ্ড ও অন্যান্য বিষয় নিয়ে বিভিন্ন প্রশ্ন রাখেন। সভাপতি ও সাধারণ সম্পাদক প্রশ্নকারীদের প্রশ্নের উত্তর প্রদান করেন।

তৃতীয় পর্বে অনুষ্ঠিত হয় গ্র্যাজুয়েটদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন। প্রধান নির্বাচন কমিশনার মোশারফ হোসেনের সভাপতিত্বে নির্বাচন কমিশনার এমদাদুল হক ও রূপন কান্তি দাশগুপ্ত নির্বাচন পরিচালনা করেন। ভোট গ্রহণ পূর্বে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের বিষয় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি ভোট প্রদানের প্রক্রিয়া ও বিভিন্ন বিষয়গুলো তুলে ধরেন। পরবর্তীতে তিনি প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। প্রার্থী পরিচিতির পর বিকেল ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোট গ্রহণ হয়। সূত্র : বাংলাদেশ প্রতিদিন