নিউইয়র্ক ০৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

সহকর্মীদের ‘বুলিং’ করার অভিযোগে পদত্যাগ ব্রিটিশ মন্ত্রীর

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৩:৩০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২
  • / ২৫ বার পঠিত

পদত্যাগ করেছেন স্যার গ্যাভিন উইলিয়ামসন। ছবি: টুইটার

সহকর্মীদের বুলিং (হয়রানি) ও হুমকি দেওয়ার অভিযোগে পদত্যাগ করেছেন ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য স্যার গ্যাভিন উইলিয়ামসন। তবে অভিযোগ অস্বীকার করেছেন তিনি। উইলিয়ামসন দাবি করেছেন, তিনি ভুল কিছু করেননি।

বিবিসির খবরে জানা যায়, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের মন্ত্রিসভায় দপ্তরবিহীন মন্ত্রী ছিলেন স্যার গ্যাভিন উইলিয়ামসন। তিনি নিজ দল কনজারভেটিভ পার্টির এক এমপিকে আপত্তিকর মেসেজ পাঠিয়েছেন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে হয়রানি ও হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

সদ্য পদত্যাগ করা এ মন্ত্রী বলেন, তাঁর বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ সরকারের ভালো কাজের পথে অন্তরায় হতে পারে। এ কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

পদত্যাগপত্রে এই কনজারভেটিভ নেতা বলেছেন, তিনি ‘সত্যিকারের দুঃখ’ নিয়ে সরকার থেকে সরে যাচ্ছেন। কিন্তু পেছন থেকে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের প্রতি পূর্ণ সমর্থন অব্যাহত রাখবেন।

পরে এক টুইটে উইলিয়ামসন আরও জানিয়েছেন, পদত্যাগের পর এ বাবদ কোনো অর্থ নেবেন না। বরং এই অর্থ জাতীয় স্বাস্থ্যসেবার মতো সরকারের প্রকল্পগুলোতে খরচ করা উচিত বলে মনে করেন তিনি।

জবাবে প্রধানমন্ত্রী ঋষি সুনাক জানিয়েছেন, তিনি ‘গভীর দুঃখের সঙ্গে’ স্যার গ্যাভিন উইলিয়ামসনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এ সময় ‘ব্যক্তিগত সমর্থন ও বিশ্বস্ততার’ জন্য উইলিয়ামসনকে ধন্যবাদ জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

সহকর্মীদের ‘বুলিং’ করার অভিযোগে পদত্যাগ ব্রিটিশ মন্ত্রীর

প্রকাশের সময় : ০৩:৩০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২

সহকর্মীদের বুলিং (হয়রানি) ও হুমকি দেওয়ার অভিযোগে পদত্যাগ করেছেন ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য স্যার গ্যাভিন উইলিয়ামসন। তবে অভিযোগ অস্বীকার করেছেন তিনি। উইলিয়ামসন দাবি করেছেন, তিনি ভুল কিছু করেননি।

বিবিসির খবরে জানা যায়, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের মন্ত্রিসভায় দপ্তরবিহীন মন্ত্রী ছিলেন স্যার গ্যাভিন উইলিয়ামসন। তিনি নিজ দল কনজারভেটিভ পার্টির এক এমপিকে আপত্তিকর মেসেজ পাঠিয়েছেন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে হয়রানি ও হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

সদ্য পদত্যাগ করা এ মন্ত্রী বলেন, তাঁর বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ সরকারের ভালো কাজের পথে অন্তরায় হতে পারে। এ কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

পদত্যাগপত্রে এই কনজারভেটিভ নেতা বলেছেন, তিনি ‘সত্যিকারের দুঃখ’ নিয়ে সরকার থেকে সরে যাচ্ছেন। কিন্তু পেছন থেকে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের প্রতি পূর্ণ সমর্থন অব্যাহত রাখবেন।

পরে এক টুইটে উইলিয়ামসন আরও জানিয়েছেন, পদত্যাগের পর এ বাবদ কোনো অর্থ নেবেন না। বরং এই অর্থ জাতীয় স্বাস্থ্যসেবার মতো সরকারের প্রকল্পগুলোতে খরচ করা উচিত বলে মনে করেন তিনি।

জবাবে প্রধানমন্ত্রী ঋষি সুনাক জানিয়েছেন, তিনি ‘গভীর দুঃখের সঙ্গে’ স্যার গ্যাভিন উইলিয়ামসনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এ সময় ‘ব্যক্তিগত সমর্থন ও বিশ্বস্ততার’ জন্য উইলিয়ামসনকে ধন্যবাদ জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।