টাইম ইজ ওভার : ইসরায়েলকে ইরানের হুংকার
- প্রকাশের সময় : ০৮:২৯:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
- / ৪৩ বার পঠিত
আর্ন্তজাতিক ডেস্ক : গাজা উপত্যকার আল-আহলি আরব হাসপাতালে বেসামরিক বাসিন্দাদের ওপর ইসরায়েলি হামলায় কঠিন প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। হামলার কয়েক ঘণ্টা পর ইসরায়েলকে সতর্ক করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, টাইম ইজ ওভার। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। মাইক্রো ব্লগিং প্লাটফর্ম এক্সের দেয়া পোস্টে হোসাইন আমির আব্দুল্লাহিয়ান এ আহ্বান জানান। খবর আল জাজিরা।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আব্দুল্লাহিয়ান অভিযোগ করে বলেছেন, ‘হাসপাতালে নিরপরাধ নারী ও শিশুদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তাদের বিরুদ্ধে বিশ্ববাসীর ঐক্য গড়ে তোলার সময় এসেছে, যারা জঙ্গিগোষ্ঠী আইএসআইএস এবং এর হত্যাযন্ত্রের চেয়েও ঘৃণ্য।
এর আগে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের এই হামলায় অন্তত ৫০০ বেসামরিক মানুষ নিহত হয়েছে। তারা জানান, হাসপাতালটিতে বিপুল সংখ্যক ফিলিস্তিনি শরণার্থী, রোগী এবং মিডিয়া কর্মীসহ কয়েক হাজার লোকের সমাগম ছিল।
এই হামলায় জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন মানবতাবাধিকার ও দাতব্য সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে।