জন ক্যাইমেন-এর সমর্থনে বাংলাদেশী প্রতিষ্ঠান এলআরবি ইউএসএ’র পার্টি
- প্রকাশের সময় : ১০:৩৯:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২
- / ৯২ বার পঠিত
হককথা রিপোর্ট : নিউইয়র্কের কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-৩ (নর্দার্ন পার্ট অব নাসাউ কাউন্টি এবং কুইন্সের অংশবিশেষ) এর প্রাইমারী নির্বাচন আগামী ২৩ আগস্ট। এই আসনের কংগ্রেসম্যান টম সওজি অবসর নেয়ায় শূন্য এতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ডেমক্র্যাটিক পার্টির মনোনয়নের দৌড়ে এই নির্বাচনে জন ক্যাইমেন ছাড়াও আরো চার প্রার্থী রয়েছেন যথাক্রমে মেলানী দ্যএ্যারিগো, যসোয়া লাফাজন, রীমা রসুল এবং রবার্ট জিমারম্যান। বিভিন্ন জরিপে এগিয়ে রয়েছেন জন ক্যাইমেন। স্থানীয় বাংলাদেশী কমিউনিটির বড় একটি অংশের সমর্থন রয়েছে তার প্রতি। বাংলাদেশী-আমেরিকান কমিউনিটির পক্ষ থেকে তার সমর্থনে নেতৃত্ব দিচ্ছেন ডেমোক্র্যাট ও বাংলাদেশী জাতীয়তাবাদী রাজনীতির লীডার আখতার হোসেন বাদল। উল্লেখ, বিশিষ্ট ব্যবসায়ী আখতার হোসেন বাদল জন ক্যাইমেন তার নির্বাচনী টিমে বিশেষ উপদেষ্টা।

এদিকে জন ক্যাইমেনের সমর্থনে আখতার হোসেন বাদলের ব্যবসা প্রতিষ্ঠান আএলবি ইউএসএ’র উদ্যোগে শুক্রবার (১১ আগস্ট) সন্ধ্যা ৬টায় লং আইল্যান্ডের কপিয়েগ সিটির ১২১০ মন্টক হাইওয়েতে অবস্থিত আরএলবি-তে ‘ভিআইপি মিট এ্যান্ড গ্রিট’ অনুষ্ঠিত হয়। এতে ইউএস কংগ্রেস প্রার্থী জন ক্যামেইন ছাড়াও সাফোক কাউন্টি এক্সিকিউটিভ স্টিভ ভেলোন, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক দেলোয়ার হোসেন, নিউইয়র্ক সিটি বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরিফ মিয় সহ স্থানীয় ডেমোক্র্যাট পার্টির র্শীষ নেতৃবৃন্দ সহ বাংলাদেশী কমিউনিটির বিষ্টি ব্যক্তিবর্গ অংশ নেন। আখতার হোসেন বাদল অতিথিদের স্বাগত জানান। ব্যতিক্রমী এই অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে জন ক্যাইমেনের জন্য ফান্ড রেইজও করা হয়।
আরো উল্লেখ্য, নিউইয়র্কের কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-৩ আসনে ২০১৯ এর সেনসাস অনুযায়ী মোট জনসংখ্যা ৭ লাখ ২৫ হাজার ৭৪৬ জন। এরমধ্যে শ্বেতাঙ্গ-৬৯.৫% এবং এশিয়ান-১৪.৬%। হিস্যানিক হলেন ১০.৬% এবং কৃষ্ণাঙ্গ-৩.১%। অর্থাৎ এই আসনে জয়-পরাজয়ে কিছুটা হলেও দক্ষিণ এশিয়ান-আমেরিকান অর্থাৎ বাংলাদেশী, পাকিস্তানী, ভারতীয়, চীনারা ফ্যাক্টর। আর সে আলোকেই জন ক্যাইমেন তার নির্বাচনী টিমে বিশেষ উপদেষ্টা হিসেবে আকতার হোসেন বাদলকে অন্তর্ভুক্ত করেছেন।
সাফোক কাউন্টির ডেপুটি এক্সিকিউটিভ হিসেবে দায়িত্ব পালনরত জন ক্যাইমেন টানা ২৪ বছর যাবত এলাকার বিভিন্ন পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধি। তিনি ছিলেন নর্থ হেমস্টিড টাউনের সুপারভাইজারম নাসাউ কাউন্টি ডিস্ট্রিক্ট কোর্টের জজ, স্যান্ডিতে ক্ষত-বিক্ষত নিউইয়র্ক পুনর্গঠনে স্টেটের এডভাইজার, নাসাউ কাউন্টি ফাইন্যান্স অথরিটির চেয়ারম্যান হিসেবেও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন জন ক্যাইমেন। ব্যক্তিগতভাবে তিনি একজন আইনজীবী। হফট্রা ল’ স্কুল থেকে জুরিস ডক্টরেট এবং হার্ভার্ড থেকে লোক প্রশাসনে মাস্টার্সকারি জন ক্যাইমেন গ্রেট নেকে স্ত্রী এবং ৩ সন্তান নিয়ে বসবাস করছেন।


























