নিউইয়র্ক ০৮:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

২৭ ডিসেম্বর : ইতিহাসের এই দিনে

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:৫৩:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০
  • / ৬০ বার পঠিত

হককথা ডেস্ক: আজ ২৭ ডিসেম্বর, ২০২০ রোববার। ১৯৭৯ সালের এই দিনে ঢাকার কুর্মিটোলায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করা হয়। তখন এর নাম ছিল ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:
১৩৫৮- ইসলামি বিপ্লবের নেতা ইমাম খোমেনি (রহ.) দেশব্যাপী শিক্ষা আন্দোলন শুরুর জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করেন।
১৪৩৭- দ্বিতীয় অ্যালবার্ট বোহেমিয়ার রাজা হন।
১৭০৩- ইংল্যান্ড ও পর্তুগাল বাণিজ্য চুক্তি করে।
১৮২৫- ইংল্যান্ডে তৈরি স্টিম ইঞ্জিন রেলপথে চলাচল শুরু করে।
১৮৩১- চার্লস ডারউইন বিশ্ব পরিভ্রমণে সমুদ্রযাত্রা করেন।
১৮৭১- প্রথম বিড়াল প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
১৯০৬- লন্ডনের বিখ্যাত গেøাব থিয়েটার প্রথম উদ্বোধন হয় হিকস থিয়েটার নামে।
১৯১১- ‘জনগণ মন’, ভারতের জাতীয় সংগীত, প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেসের কলকাতা সেশন মধ্যে গাওয়া হয়।
১৯২৮- মুজফফর আহমদের উদ্যোগে ‘শ্রমিক কৃষক দল’-এর তিন দিনব্যাপী প্রথম সর্বভারতীয় সম্মেলন কলকাতায় অনুষ্ঠিত হয়।
১৯৩৯- তুরস্কের আনাতোলিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যায়।
১৯৪১- কলকাতায় জাপানের বোমাবর্ষণ।
১৯৪১- জাপান ম্যানিলায় বোমাবর্ষণ করে।
১৯৪৫- বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয়।
১৯৪৫- আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফ. প্রতিষ্ঠিত হয়।
১৯৪৫- ঐতিহাসিক মস্কো চুক্তিতে স্বাক্ষরিত হয়। যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও সাবেক সোভিয়েত ইউনিয়ন এই চুক্তিতে স্বাক্ষর করে। এই চুক্তির ভিত্তিতে কোরিয়াকে দুই অংশে বিভক্ত করা হয়।
১৯৪৯- ইন্দোনেশিয়া গঠিত হয়।
১৯৫৫- পেইচিং গুয়েন্ঠিন জলবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকাজ শেষ হয়। ১৯৫৪ সালের এপ্রিল মাস থেকে এই জলবিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ শুরু হয়।
১৯৬০- জাপানের ক্যাবিনেটে জিডিপির আয় বাড়ানোর পরিকল্পনা অনুমোদিত হয়।
১৯৭১- মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে মর্মান্তিক বিস্ফোরণে ২৭ জন মুক্তিযোদ্ধা শহীদ হন।
১৯৭৪- বাংলাদেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
১৯৭৮- ৪০ বছর স্বৈরশাসনের পর স্পেন গণতান্ত্রিক রাষ্ট্রের মর্যাদা পায়।
১৯৭৮- চীনের প্রথম কিস্তির ৫০ জন পন্ডিত ওয়াশিংটনে পৌঁছেন।
১৯৭৯- সোভিয়েত বাহিনীর আফগানিস্তানে প্রবেশ।
১৯৭৯- ঢাকার কুর্মিটোলায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করা হয়।
১৯৮৫- ফিলিস্তিনের সন্ত্রাসবাদীরা রোম আর জেনিভায় বেশ কয়েকটি হত্যাকান্ড সৃষ্টি করে। এই হত্যাকান্ডে ১৪ জন নিহত আর ১১০ জন আহত হয়।
১৯৯৫- বিশ্বের ৯৫টি দেশ দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ফ্রান্সের পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণের প্রতিবাদ জানায় এবং এ প্রক্রিয়া বন্ধ করার আহ্বান জানায়।
২০০২- বিশ্বের দৃষ্টি আকর্ষণকারী চীনের দক্ষিণাঞ্চলের পানি উত্তরাঞ্চলে পাঠানো প্রকল্প উদ্বোধনের অনুষ্ঠান পেইচিং মহা-গণভবনে এবং চিয়াংসু আর শানতোং প্রদেশে অনুষ্ঠিত হয়।

জন্ম:
১৫৭১- জার্মান গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী জোহান্স কেপলার।
১৭১৭- পোপ ষষ্ঠ পায়াস।
১৭৯৭- কবি মির্জা আসাদুল্লাহ খাঁ গালিব।
১৮২২- জীবাণুতত্ত¡বীদ লুই পাস্তর।
১৯২৬- গীতিকার জেবউন-নেসা জামাল।
১৯৩১- প্রাবন্ধিক বদরুদ্দীন উমর।
১৯৩৫- কবি, সাহিত্যিক সৈয়দ শামসুল হক।
১৯৬৫- জনপ্রিয় ভারতীয় চলচ্চিত্র অভিনেতা সালমান খান।

মৃত্যু:
১৫৮৫- ফরাসি কবি পিয়ের দ্য রঁসা।
১৯১৫- শিশুসাহিত্যিক ও চিত্রশিল্পী উপেন্দ্র কিশোর রায় চৌধুরী।
১৯৭৯- কল্লোল যুগের খ্যাতনামা সাহিত্যিক মনীশ ঘটক।
১৯৮৭- কথাসাহিত্যিক মনোজ বসু।
১৯৯৬- আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পানি বিশেষজ্ঞ বি এম আব্বাস।
২০০৭- বেনজীর ভুট্টো, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী।
(সূত্র: দৈনিক যুগান্তর)

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

২৭ ডিসেম্বর : ইতিহাসের এই দিনে

প্রকাশের সময় : ১১:৫৩:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০

হককথা ডেস্ক: আজ ২৭ ডিসেম্বর, ২০২০ রোববার। ১৯৭৯ সালের এই দিনে ঢাকার কুর্মিটোলায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করা হয়। তখন এর নাম ছিল ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:
১৩৫৮- ইসলামি বিপ্লবের নেতা ইমাম খোমেনি (রহ.) দেশব্যাপী শিক্ষা আন্দোলন শুরুর জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করেন।
১৪৩৭- দ্বিতীয় অ্যালবার্ট বোহেমিয়ার রাজা হন।
১৭০৩- ইংল্যান্ড ও পর্তুগাল বাণিজ্য চুক্তি করে।
১৮২৫- ইংল্যান্ডে তৈরি স্টিম ইঞ্জিন রেলপথে চলাচল শুরু করে।
১৮৩১- চার্লস ডারউইন বিশ্ব পরিভ্রমণে সমুদ্রযাত্রা করেন।
১৮৭১- প্রথম বিড়াল প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
১৯০৬- লন্ডনের বিখ্যাত গেøাব থিয়েটার প্রথম উদ্বোধন হয় হিকস থিয়েটার নামে।
১৯১১- ‘জনগণ মন’, ভারতের জাতীয় সংগীত, প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেসের কলকাতা সেশন মধ্যে গাওয়া হয়।
১৯২৮- মুজফফর আহমদের উদ্যোগে ‘শ্রমিক কৃষক দল’-এর তিন দিনব্যাপী প্রথম সর্বভারতীয় সম্মেলন কলকাতায় অনুষ্ঠিত হয়।
১৯৩৯- তুরস্কের আনাতোলিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যায়।
১৯৪১- কলকাতায় জাপানের বোমাবর্ষণ।
১৯৪১- জাপান ম্যানিলায় বোমাবর্ষণ করে।
১৯৪৫- বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয়।
১৯৪৫- আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফ. প্রতিষ্ঠিত হয়।
১৯৪৫- ঐতিহাসিক মস্কো চুক্তিতে স্বাক্ষরিত হয়। যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও সাবেক সোভিয়েত ইউনিয়ন এই চুক্তিতে স্বাক্ষর করে। এই চুক্তির ভিত্তিতে কোরিয়াকে দুই অংশে বিভক্ত করা হয়।
১৯৪৯- ইন্দোনেশিয়া গঠিত হয়।
১৯৫৫- পেইচিং গুয়েন্ঠিন জলবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকাজ শেষ হয়। ১৯৫৪ সালের এপ্রিল মাস থেকে এই জলবিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ শুরু হয়।
১৯৬০- জাপানের ক্যাবিনেটে জিডিপির আয় বাড়ানোর পরিকল্পনা অনুমোদিত হয়।
১৯৭১- মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে মর্মান্তিক বিস্ফোরণে ২৭ জন মুক্তিযোদ্ধা শহীদ হন।
১৯৭৪- বাংলাদেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
১৯৭৮- ৪০ বছর স্বৈরশাসনের পর স্পেন গণতান্ত্রিক রাষ্ট্রের মর্যাদা পায়।
১৯৭৮- চীনের প্রথম কিস্তির ৫০ জন পন্ডিত ওয়াশিংটনে পৌঁছেন।
১৯৭৯- সোভিয়েত বাহিনীর আফগানিস্তানে প্রবেশ।
১৯৭৯- ঢাকার কুর্মিটোলায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করা হয়।
১৯৮৫- ফিলিস্তিনের সন্ত্রাসবাদীরা রোম আর জেনিভায় বেশ কয়েকটি হত্যাকান্ড সৃষ্টি করে। এই হত্যাকান্ডে ১৪ জন নিহত আর ১১০ জন আহত হয়।
১৯৯৫- বিশ্বের ৯৫টি দেশ দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ফ্রান্সের পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণের প্রতিবাদ জানায় এবং এ প্রক্রিয়া বন্ধ করার আহ্বান জানায়।
২০০২- বিশ্বের দৃষ্টি আকর্ষণকারী চীনের দক্ষিণাঞ্চলের পানি উত্তরাঞ্চলে পাঠানো প্রকল্প উদ্বোধনের অনুষ্ঠান পেইচিং মহা-গণভবনে এবং চিয়াংসু আর শানতোং প্রদেশে অনুষ্ঠিত হয়।

জন্ম:
১৫৭১- জার্মান গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী জোহান্স কেপলার।
১৭১৭- পোপ ষষ্ঠ পায়াস।
১৭৯৭- কবি মির্জা আসাদুল্লাহ খাঁ গালিব।
১৮২২- জীবাণুতত্ত¡বীদ লুই পাস্তর।
১৯২৬- গীতিকার জেবউন-নেসা জামাল।
১৯৩১- প্রাবন্ধিক বদরুদ্দীন উমর।
১৯৩৫- কবি, সাহিত্যিক সৈয়দ শামসুল হক।
১৯৬৫- জনপ্রিয় ভারতীয় চলচ্চিত্র অভিনেতা সালমান খান।

মৃত্যু:
১৫৮৫- ফরাসি কবি পিয়ের দ্য রঁসা।
১৯১৫- শিশুসাহিত্যিক ও চিত্রশিল্পী উপেন্দ্র কিশোর রায় চৌধুরী।
১৯৭৯- কল্লোল যুগের খ্যাতনামা সাহিত্যিক মনীশ ঘটক।
১৯৮৭- কথাসাহিত্যিক মনোজ বসু।
১৯৯৬- আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পানি বিশেষজ্ঞ বি এম আব্বাস।
২০০৭- বেনজীর ভুট্টো, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী।
(সূত্র: দৈনিক যুগান্তর)