বিজ্ঞাপন :
পল্লী কবি জসীম উদদীনের জন্মবার্ষিকী ১ জানুয়ারী
রিপোর্ট:
- প্রকাশের সময় : ০৭:০০:২৮ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০১৬
- / ১৫৮৬ বার পঠিত
ঢাকা: ১ জানুয়ারী রোববার পল্লী কবি জসীম উদদীনের ১১৪তম জন্মবার্ষিকী। বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মধ্যমে দিবসটি পালন করবে। পল্লী কবির জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন এবং জসীম ফাউন্ডেশন যৌথভাবে তার পূর্বপুরুষের বাড়ি গোবিন্দপুরে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। এখানে কবির সমাধিও রয়েছে। সকালে বিভিন্ন সংগঠনের তার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। পরে কবির বাড়িতে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। কবির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে আলোচনা সভা শেষে মিলাদ মাহফিলেরও আয়োজন করা হয়েছে।