বাংলাদেশ সোসাইটির বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস উদযাপন
- প্রকাশের সময় : ১১:২০:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
- / ৯১ বার পঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস উদযাপন করলো যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটি। দিবসটি উপলক্ষ্যে গত ১৭ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় নিউইয়র্কের এলহার্স্টসস্থ সোসাইটির নিজস্ব কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
বাংলাদেশ সোসাইটির সভাপতি মোহাম্মদ রব মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, সহ সভাপতি ফারুক চৌধুরী ও বিজয় দিবস উদযাপন কমিটির সদস্য সচিব মোহাম্মদ আখতার বাবুল এর পরিচালনায় অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান এবং অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এছাড়াও এবারের আয়োজনের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল বাংলাদেশ সোসাইটির বাংলা স্কুলের ছাত্রছাত্রীদের অসাধারণ পরিবেশনা। বাংলাদেশ সোসাইটির এই মহতি উদ্যোগটি উপস্থিত সবার কাছে প্রশংসিত হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী স্কুল ছাত্রছাত্রীদের মাঝে পুরষ্কার হিসেবে মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, শাহ জাহান সিরাজি, মিসবাহ উদ্দিন ভুঁইয়া ছাড়াও বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য হাজি মফিজুর রহমান, জহিরুল ইসলাম মোল্লা ও আতোয়ারুল আলম, সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার, বিজয় দিবস উদযাপন কমিটির আহবায়ক প্রদীপ ভাট্টাচার্য্য ও সমন্বয়কারী শাহ মিজানুর রহমান, বাংলাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ নওশাদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক মাইনুল উদ্দিন মাহবুব, প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, সাংস্কৃতিক সম্পাদক ডা. শাহনাজ লিপি, কার্যকরী সদস্য সাদী মিন্টু, সাবেক কর্মকর্তা নূরুল হক, সাবেক কর্মকর্তা আবুল কাশেম চৌধুরী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট শাহাদাত হোসেন, নাজমুল আলম শ্যামল, জালালাবাদ এসোসোসিয়েশন অব আমেরিকার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম, জালালাবাদ এসোসিয়েশনের ট্রাস্টি বোর্ডের সদস্য ছদরুন নূর, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবুল কাশেম, কুইন্স বাংলাদেশ সোসাইটির কর্মকর্তা তোফায়েল চৌধুরী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট এ জি এম জাহাঙ্গীর হাসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক পর্বে সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক ডা. শাহনাজ লিপিসহ প্রবাসের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

















