বাংলাদেশে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবী
ষ্টেট ডিপার্টমেন্টের সামনে যুক্তরাষ্ট্র আ. লীগের বিক্ষোভ সমাবেশ : স্মারকলিপি পেশ
- প্রকাশের সময় : ১১:৪৪:০২ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪
- / ৯৪ বার পঠিত
আওয়ামী লীগের ভাষায় ‘দেশজুড়ে জামায়াত-বিএনপির আগুন সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে’ ওয়াশিংটন ডিসিতে ষ্টেট ডিপার্টামেন্টর সামনে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা। সহযোগিতায় ছিল নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ। গত ২৪ জুলাই বুধবার অপরাহ্নে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা জামায়াত-বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা এবং বাংলাদেশে জামায়াতের নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানান। সমাবেশ শেষে কোটা আন্দোলনের নামে জামায়াত-বিএনপি বাংলাদেশে তান্ডব ও দেশজুড়ে নৈরাজ্য আগুন সন্ত্রাস করেছে তার প্রমাণসহ ষ্টেট ডিপার্টমেন্টে বাংলাদেশ ডেস্কের অফিসার সিয়েরা দেহম্যান্ড’র কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মাসুদুল হাসানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, কার্যকরী সদস্য হিন্দাল কাদির বাপ্পা, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সভাপতি মাহামুদুন্নবী বাকি প্রমুখ। সভা পরিচালনা করেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী।
সমাবেশে উল্লেখযোগ্য দলীয় নেতা-কর্মীদের মধ্যে আরো উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি সোলেমান আলী, সাংগঠনিক সম্পাদক দুরুদ মিয়া রলেন, শ্রম সম্পাদক আশরাফ উদ্দিন, যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক নেতা এএসইএম আলী খবির চাঁন, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিবলী সাদেক শিবলু, ব্রুকলীন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, ঢাকা দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন চঞ্চল, জ্যাকসন হাইটস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তানভীর কায়সার, ছাত্রলীগ নেতা রায়হান মাহমুদ, হৃদয় মাহমুদ, সঞ্জিত হোসেন, মেসবাহ জাভেদ পরশ প্রমুখ।
এর আগে নিউইয়র্ক সিটির ডাইভার্সিটি প্লাজায় এবং ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগ আয়োজিত পৃথক সমাবেশ ও মানববন্ধন থেকেও বাংলাদেশে জামায়াত-শিবিরের রাজনীতি বন্ধের দাবি জানানো হয়। ফ্লোরিডার মানববন্ধন থেকে নেতৃবৃন্দ অভিযোগ করেন যে, কোমলমতি ছাত্রদের কোটা সংস্কারের আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে ‘৭১ এর পরাজিত শক্তি জামায়াত এবং তাদের দোসর বিএনপি বাংলাদেশে অরাজকতার পরিস্থিতি সৃষ্টি করেছে। দেশব্যাপী নাশকতার প্রতিবাদে ফ্লোরিডা ষ্টেট আওয়ামী লীগের উদ্যোগে গত ২১ জুলাই রোববার সন্ধ্যায় ফ্লোরিডাস্থ লেকওয়ার্থ সিটিতে ক্র্যাজি মারিয়ো রেস্টুরেন্টের সামনে অনুষ্ঠিত হয়। স্টেট আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নান্নু আহমদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার খান দিপু ও যুগ্ম-সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম খানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে ফ্লোরিডা ষ্টেট আওয়ামী লীগ ও আওয়ামী লীগ পরিবারের সকল শ্রেনী-পেশার মানুষ, বীর মুক্তিযোদ্ধা, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা অংশ নেন। এসময় তারা ‘মুজিবের বাংলায় সন্ত্রাসীদের ঠাঁই নাই, মুক্তিযুদ্ধের বাংলায় রাজাকারের ঠাঁই নাই, তুমি কে? আমি কে? বাঙ্গালী! বাঙ্গালী! জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, শেখ হাসিনা ভয় নাই আমরা আছি লক্ষ ভাই’ প্রভৃতি গগনবিদারি স্লোগানে সমাবেশ স্থল মুখরিত করে তোলে।
বিক্ষোভ-সমাবেশের পর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান। তিনি বলেন, ছাত্রদের কোটা আন্দোলন আমরাও সমর্থন করি কিন্তু কোটা আন্দোলন আর ছাত্রদের আন্দোলনে নেই। ’৭১ এর পরাজিত শক্তি জামায়াত-বিএনপি এ আন্দোলনকে ক্ষমতা দখলের সিড়ি হিসেবে হিসেবে ব্যবহার করছে। তারা বাংলাদেশ টেলিভিশন, মেট্রোরেল, দুর্যোগ ব্যবস্থাপনাসহ অনেক সরকারী স্থাপনায় ধ্বংসলীলা চালায়- যা কোনভাবেই মেনে নেয়া যায় না। তিনি আওয়ামী লীগ সরকারের পক্ষে দেশ-বিদেশে প্রবাসী বাঙালীদের জনমত গড়ে তোলার আহবান জানান এবং জামায়াত-শিবিরকে বাংলাদেশে নিষিদ্ধ করার দাবী করেন।
সমাবেশে আরো বক্তব্য করেন ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগ সহ-সভাপতি সালমা রহমান মিনু, ইমতিয়াজ আহমেদ, নাফিজ আহমেদ জুয়েল, লিটন খান, এম রহমান জহির, রানা খান, শেখ বাবুল, ওসমান চৌধুরী অপু, বিন্দু খান, কামাল ভুইয়া এবং ফারুক আহমেদ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য সাজ্জাদুর রহমান, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার একরামুল ভুইয়া, সদস্য বীর মুক্তিযোদ্ধা বুলবুল চৌধুরী, দিদারুল আলম, সৈয়দ মাহবুব, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর রহমান, ইফতেখার চৌধুরী রিংকু, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বাবু, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক মুজাম্মেল হক, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আশরাফ কামাল, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হারুন, সহ-সভাপতি মো শাহীন, আলী আক্কাস, সাজ্জাদ বাপ্পী, মহিলা আওয়ামী লীগের সভাপতি জেমী খান, সহ-সভাপতি ডলি আহমেদ, মিম খান, মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক এরিনা খান, লিনা হক, নাজমুন নাহার ইওনা, আওয়ামী লীগ নেতা এ, কে, এম তাজুল ইসলাম, নুর খান, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সহ-সভাপতি আতিকুর রহমান প্রমুখ।