আজ বুধবার উত্তর আমেরিকায় ঈদুল ফিতর
- প্রকাশের সময় : ০১:৪৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪
- / ১০২ বার পঠিত
ইউএনএ, নিউইয়র্ক : পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে আজ বুধবার (১০ এপ্রিল) নিউইয়র্ক তথা উত্তর আমেরিকায় পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। গত ১১ মার্চ সোমবার থেকে রোজা শুরু হয়েছিলো। এবার ৩০টি রোজা হলো। উত্তর আমেরিকার সর্বত্রই চলছে ঈদ পালনের প্রস্তুতি। বিশেষ করে বিভিন্ন মসজিদে একাধিক ঈদের জামাত অনুষ্ঠান ঘোণণা করা হয়েছে। খবর ইউএনএ’র।
জ্যামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে ঈদের এবছর ঈদুল ফিতরের তিনটি জামাত অনুষ্ঠিত হবে সেন্টার প্রাঙ্গনে। জামাত তিনটি হবে যথাক্রমে সকাল ৮ট, ৯টা ও ১০টায়। এই জামাতে মহিলাদেরও নামাজ পড়ার ব্যবস্থা রাখা হবে। আমেরিকা মুসলিম সেন্টার (এএমসি)-এর উদ্যোগে ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম তিনটি জামাত যথাক্রমে সকাল ৭টা, ৮টা ও ৯টায় মসজিদ প্রাঙ্গণে এবং অপর ২টি জামাত অনুষ্টিত হবে সকাল ১০টা ও সকাল ১১টায় যথাক্রমে মসজিদ সংলগ্ন রুফস কিং পার্কে।
জ্যামাইকার আল আরাফা ইসলামিক সেন্টারের উদ্যোগে এবছর প্রথম ঈদুল ফিতরের দুটি জামাত অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল সাথে ৭টা ও সাড়ে ৮টায় সেন্টারের নিজস্ব নতুন ভবনে (৮৮-৪৯ ১৭৯ প্লেস, জ্যামাইকা)। এই জামাতে মহিলাদেরও নামাজ পড়ার ব্যবস্থা রাখা হবে। জ্যামাইকার দারুস সালাম মসজিদে ঈদের ৪টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাড়ে সাতটায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে আটটায়, তৃতীয় জামাত সকাল সাড়ে নয়টায় এবং চতুর্থ জামাত সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত হবে। প্রথম জামাত ব্যতীত অন্য সব জামাতে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা থাকবে।
হলিসউডের মসজিদ আল রায়ানের উদ্যোগে ঈদের ২টি জামাত হবে যথাক্রমে সকাল সাড়ে ৮টায় ও সকাল সাড়ে ৯টায়। এই জামাতে মহিলাদেরও নামাজ পড়ার ব্যবস্থা রাখা হবে। এস্টোরিয়ার আল আমিন জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায় ৩৬ স্ট্রিটে (৩৬ ও ৩৭ অ্যাভিনিউর মাঝে) জামাত হবে। আবহাওয়া খারাপ হলে মসজিদের ভেতরে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাতটায়, দ্বিতীয় জামাত সকাল আটটায় এবং তৃতীয় জামাত সকাল নয়টায় হবে। মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা করা হয়েছে। তৃতীয় জামাতে মহিলারা অংশগ্রহণ করতে পারবেন।
ম্যানহাটানের ইসলামিক কাউন্সিল অব আমেরিকা (মদিনা মসজিদ)-এর উদ্যোগে ঈদুল ফিতরের একটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায় মসজিদ সংলগ্ল ওপেন রোড পার্কে। আবহাওয়া খারাপ থাকলে মসজিদের অভ্যন্তরে ঈদের ২টি জামাত অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল সাড়ে ৯টায় ও সকাল সোয়া ১০টায়। ব্রুকলীনের বায়তুল জান্নাহ জমে মসজিদ এন্ড মুসলিম কমিউনিটি সেন্টারের উদ্যোগে ঈদেও একটি জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় ম্যাকডোনাল্ড এভিনিউতে (চার্চ এভিনিউ ও এভিনিউ সি’র মাঝে)। প্রতিকূল পরিবেশে মসজিদে ঈদের জামাত হবে সকাল ৬টা ৪৫ মিনিট থেকে প্রতি ৩০ মিনিট পর পর ৫টি জামাত।
এছাড়াও কুইন্সের জ্যামাইকার হিলসাইড ইসলামিক সেন্টার, জ্যাকসন হাইটসের মসজিদ আবু হুরায়রা, দারুস সুন্নাহ মসজিদ, আল ফোরকান মসজিদ, ব্রুকলীনের বাংলাদেশ মুসলিম সেন্টার, আসসাফা মসজিদ, গাউছিয়া মসজিদ, ব্রঙ্কসের পার্কচেস্টার ইসলামিক সেন্টার, ব্রঙ্কস মুসলিম সেন্টার প্রভৃতি মসজিদের উদ্যোগে খোলা মাঠে বা মসজিদ ভবনে ঈদুল ফিতরের একাধিক জামাত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।