নিউইয়র্ক ০২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834
প্রায় এক লাখ ডলার লুট

জ্যাকসন হাইটসের হাটবাজার রেস্টুরেন্টে চুরি

ইউএনএ, নিউইয়র্ক
  • প্রকাশের সময় : ১১:৫৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
  • / ১৫৬ বার পঠিত

সাম্প্রতিককালে নিউইয়র্ক সিটির বিভিন্ন স্থানে বাসাবাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরি এবং ডাকাতির ঘটনা দিন দিন বেড়েই চলেছে। এতে প্রবাসী বাংলাদেশী ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক, উৎকন্ঠা বিরাজ করছে। মঙ্গলবার (১৩ আগষ্ট) দিবাগত রাত সাড়ে দশটার দিকে জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রীটের হাটবাজার রেস্টুরেন্টে দুর্র্ধষ চুরির ঘটনা ঘটে। খবর ইউএনএ’র।

জানা গেছে, রেষ্টুরেন্টটির নিচতলায় যখন কর্মচারীরা ব্যস্ত ঠিক তখনই দোতালা (অফিস রুম) থেকে নগদ ৯০ হাজার ডলারেরও বেশী অর্থ চুরি করে নিয়ে যায় দুর্বৃত্ত চক্র। এই তথ্য জানান রেষ্টুরেন্টটির অন্যতম কর্নধার মনসুর আলম চৌধুরী। এসময় দূর্বৃত্ত রেষ্টুরেন্টটির অফিস রুমও তছনছ করে এবং ক্যাবিনেট ও ড্রয়ার থেকে ক্যাশ ডলারগুলো নিয়ে যায়। ঘটনার ব্যাপারে পুলিশ রিপোর্ট করা হয়েছে।

এর আগেও জ্যাকসন হাইটসের একটি স্বর্ণের দোকান রেস্টুরেন্টে চুরি এবং ডাকাতির ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কোন দূর্বৃত্তকে পুলিশ সনাক্ত করতে পারিনি। ফলে ব্যবসায়ীদের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। আবার রেস্টুরেন্টে চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জ্যাকসন হাইটস বাংলাদেশ বিজনেস এসোসিয়েশনের একাংশের সভাপতি গিয়াস আহমেদ সহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ।

গিয়াস আহমেদ বলেন, যেহেতু হাটবাজার রেস্টুরেন্টে সিসি ক্যামেরায় ফুটেজ আছে, তাই অতি দ্রুতই দুর্বৃত্তকে সনাক্ত করা সম্ভব হবে। পাশাপাশি ইতিপূর্বে যেসব ব্যবসা প্রতিষ্ঠানে চুরি-ডাকাতির ঘটনা ঘটেছে সেসব ঘটনার বাপারেও অতি দ্রুত সিটি পুলিশ ব্যবস্থা নেবে বলেও আশ্বাস দেন গিয়াস আহমেদ।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

প্রায় এক লাখ ডলার লুট

জ্যাকসন হাইটসের হাটবাজার রেস্টুরেন্টে চুরি

প্রকাশের সময় : ১১:৫৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪

সাম্প্রতিককালে নিউইয়র্ক সিটির বিভিন্ন স্থানে বাসাবাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরি এবং ডাকাতির ঘটনা দিন দিন বেড়েই চলেছে। এতে প্রবাসী বাংলাদেশী ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক, উৎকন্ঠা বিরাজ করছে। মঙ্গলবার (১৩ আগষ্ট) দিবাগত রাত সাড়ে দশটার দিকে জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রীটের হাটবাজার রেস্টুরেন্টে দুর্র্ধষ চুরির ঘটনা ঘটে। খবর ইউএনএ’র।

জানা গেছে, রেষ্টুরেন্টটির নিচতলায় যখন কর্মচারীরা ব্যস্ত ঠিক তখনই দোতালা (অফিস রুম) থেকে নগদ ৯০ হাজার ডলারেরও বেশী অর্থ চুরি করে নিয়ে যায় দুর্বৃত্ত চক্র। এই তথ্য জানান রেষ্টুরেন্টটির অন্যতম কর্নধার মনসুর আলম চৌধুরী। এসময় দূর্বৃত্ত রেষ্টুরেন্টটির অফিস রুমও তছনছ করে এবং ক্যাবিনেট ও ড্রয়ার থেকে ক্যাশ ডলারগুলো নিয়ে যায়। ঘটনার ব্যাপারে পুলিশ রিপোর্ট করা হয়েছে।

এর আগেও জ্যাকসন হাইটসের একটি স্বর্ণের দোকান রেস্টুরেন্টে চুরি এবং ডাকাতির ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কোন দূর্বৃত্তকে পুলিশ সনাক্ত করতে পারিনি। ফলে ব্যবসায়ীদের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। আবার রেস্টুরেন্টে চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জ্যাকসন হাইটস বাংলাদেশ বিজনেস এসোসিয়েশনের একাংশের সভাপতি গিয়াস আহমেদ সহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ।

গিয়াস আহমেদ বলেন, যেহেতু হাটবাজার রেস্টুরেন্টে সিসি ক্যামেরায় ফুটেজ আছে, তাই অতি দ্রুতই দুর্বৃত্তকে সনাক্ত করা সম্ভব হবে। পাশাপাশি ইতিপূর্বে যেসব ব্যবসা প্রতিষ্ঠানে চুরি-ডাকাতির ঘটনা ঘটেছে সেসব ঘটনার বাপারেও অতি দ্রুত সিটি পুলিশ ব্যবস্থা নেবে বলেও আশ্বাস দেন গিয়াস আহমেদ।