নিউইয়র্ক ০৮:২৭ অপরাহ্ন, শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

নিউইয়র্কে সেবামূলক প্রতিষ্ঠান ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড’র যাত্রা শুরু

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:২৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
  • / ৩৭ বার পঠিত

নিউইয়র্কে সেবামূলক প্রতিষ্ঠান ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড (এফবিডব্লিউ)-এর যাত্রা শুরু হয়েছে। গত ২৫ নভেম্বর শনিবার আনুষ্ঠানিকভাবে তাদের কোর্সের যাত্রা শুরু হয়। বাংলাদেশী কমিউনিটির ইংরেজি ও কম্পিউটারের উপর স্কিল ডেভেলপ করে কাজের উপযোগী করে জীবন যাত্রার মান উন্নয়ন করাই এই ফাউন্ডেশনের প্রধান ও একমাত্র লক্ষ্য। ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড এর সেবাসমূহ হলোঃ কম্পিউটার কোর্স, ইংলিশ ল্যাংগুয়েজ কোর্স ও মেন্টাল হেলথ ওয়ার্কশপ।

অনুষ্ঠানে উপস্থিত কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা বলেন, প্রযুক্তির এই যুগে ইংরেজী ও কম্পিউটার জানা না থাকলে জীবনের প্রতিটি পদক্ষেপে সমস্যায় পড়তে হয়। তাই এসব স্কিল ডেভেলপ করা অত্যন্ত জরুরী। কোন বাংলাদেশী প্রতিষ্ঠান হিসেবে এটাই প্রথম কোন মহৎ উদ্যোগ। তাদের এই উদ্যোগকে স্বাগত জানাই এবং আমরা সবসময় তাদের পাশে আছি।

প্রতিষ্ঠানের ইংরেজি ইন্সট্রাক্টর সুমাইয়া তাবাসসুম, ট্রেজারার শিউলি আক্তার ও প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আব্দুস সোবহান বলেন, এফবিডব্লিউ’র বিষয়ে সাংবাদিক সম্মেলনের পর থেকে আমরা প্রচুর সাড়া পাচ্ছি। আমি খুবই আশাবাদি সবাই এই সেবা গ্রহণ করে তাদের ভাগ্যের পরিবর্তন করে নিজেকে যোগ্য করে গড়ে তুলবেন। আমি সকল সংবাদকর্মী ও ইলেক্ট্রনিক্স মিডিয়াকে এই সেবামূলক সংবাদ প্রকাশ করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি স্মার্ট টেক আইটি সল্যুনসকে তাদের পৃষ্ঠপোষকতার জন্য। আমরা আপনাদের সব ধরণের সহযোগিতা চাই। যেহেতু এটা একটি নন প্রফিটেবল অর্গানাইজেশন, সেহেতু যে কেউ যেকোন ধরণের সহযোগিতা করে এই সেবামূলক কাজে পাশে থাকতে পারেন। এই মুহূর্তে আমাদের কিছু ল্যাপটপের ঘাটতি রয়েছে। কোন প্রতিষ্ঠান বা ব্যক্তি উদ্যোগে কেউ চাইলে ল্যাপটপ ডোনেট করে বাঙালী কমিউনিটির এই উন্নয়নে পাশে থাকতে পারেন।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

নিউইয়র্কে সেবামূলক প্রতিষ্ঠান ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড’র যাত্রা শুরু

প্রকাশের সময় : ১১:২৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩

নিউইয়র্কে সেবামূলক প্রতিষ্ঠান ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড (এফবিডব্লিউ)-এর যাত্রা শুরু হয়েছে। গত ২৫ নভেম্বর শনিবার আনুষ্ঠানিকভাবে তাদের কোর্সের যাত্রা শুরু হয়। বাংলাদেশী কমিউনিটির ইংরেজি ও কম্পিউটারের উপর স্কিল ডেভেলপ করে কাজের উপযোগী করে জীবন যাত্রার মান উন্নয়ন করাই এই ফাউন্ডেশনের প্রধান ও একমাত্র লক্ষ্য। ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড এর সেবাসমূহ হলোঃ কম্পিউটার কোর্স, ইংলিশ ল্যাংগুয়েজ কোর্স ও মেন্টাল হেলথ ওয়ার্কশপ।

অনুষ্ঠানে উপস্থিত কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা বলেন, প্রযুক্তির এই যুগে ইংরেজী ও কম্পিউটার জানা না থাকলে জীবনের প্রতিটি পদক্ষেপে সমস্যায় পড়তে হয়। তাই এসব স্কিল ডেভেলপ করা অত্যন্ত জরুরী। কোন বাংলাদেশী প্রতিষ্ঠান হিসেবে এটাই প্রথম কোন মহৎ উদ্যোগ। তাদের এই উদ্যোগকে স্বাগত জানাই এবং আমরা সবসময় তাদের পাশে আছি।

প্রতিষ্ঠানের ইংরেজি ইন্সট্রাক্টর সুমাইয়া তাবাসসুম, ট্রেজারার শিউলি আক্তার ও প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আব্দুস সোবহান বলেন, এফবিডব্লিউ’র বিষয়ে সাংবাদিক সম্মেলনের পর থেকে আমরা প্রচুর সাড়া পাচ্ছি। আমি খুবই আশাবাদি সবাই এই সেবা গ্রহণ করে তাদের ভাগ্যের পরিবর্তন করে নিজেকে যোগ্য করে গড়ে তুলবেন। আমি সকল সংবাদকর্মী ও ইলেক্ট্রনিক্স মিডিয়াকে এই সেবামূলক সংবাদ প্রকাশ করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি স্মার্ট টেক আইটি সল্যুনসকে তাদের পৃষ্ঠপোষকতার জন্য। আমরা আপনাদের সব ধরণের সহযোগিতা চাই। যেহেতু এটা একটি নন প্রফিটেবল অর্গানাইজেশন, সেহেতু যে কেউ যেকোন ধরণের সহযোগিতা করে এই সেবামূলক কাজে পাশে থাকতে পারেন। এই মুহূর্তে আমাদের কিছু ল্যাপটপের ঘাটতি রয়েছে। কোন প্রতিষ্ঠান বা ব্যক্তি উদ্যোগে কেউ চাইলে ল্যাপটপ ডোনেট করে বাঙালী কমিউনিটির এই উন্নয়নে পাশে থাকতে পারেন।